বৃত্তের জন্মদিনে আমাদের কাটানো মুহূর্ত
সেদিন সন্ধ্যেবেলা বাজার থেকে ফেরার পরে হঠাৎ মুঠোফোনে বৃত্তের ফোন। যদিও কলটা আমি প্রথমে ধরতে পারিনি তবে পরবর্তীতে নিজের থেকেই ফোন করেছিলাম। ও আমাকে জানালো আগামীকাল ওর জন্মদিন এবং ওর বাসায় দুপুরবেলা আমার দাওয়াত। অনেকটা ঘরোয়া ভাবে ওর জন্মদিনের অনুষ্ঠান পালন হবে, এজন্যই ও আমাদের কে দাওয়াত দিয়েছে।
বৃত্তের সঙ্গে পরিচয়ের সূত্রপাত সম্ভবত আমি আপনাদেরকে বলেছিলাম। আমরা যে বাসাটায় বিগত সময়ে ছিলাম ঐ বাসাতেই বৃষ্টি চাকী বৌদির মেয়েকে বৃত্ত পড়াতে আসতো আর পরিচয়টা ঐভাবেই হয়ে ছিল। যদিও ঐ বাসাটা আমরা ছেড়ে দিয়েছি, তার মানে এই না যে, সকলের সঙ্গে সম্পর্ক হালকা হয়ে গিয়েছে। আসলে সবার সঙ্গে এখনো বেশ ভালো সম্পর্কই আছে। শুধুমাত্র পথের দূরত্ব খানিকটা বৃদ্ধি পেয়েছে।
যেহেতু ছেলেটা নিজের থেকেই দাওয়াত করেছে, তাই না করিনি। তাছাড়া এই প্রথম ওদের বাসায় আমার যাওয়া হচ্ছে। অবশেষে ওকে বলেই ফেললাম, ঠিক আছে তাহলে আমরা আগামীকাল যাচ্ছি। বেশ ভালো লেগেছে, আমার মত ক্ষুদ্র একজন মানুষের জন্য পরের দিন দুপুরবেলার দিকে, ও কেক কাটার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে, এ ব্যাপারটা আমাকে অনেকটাই সম্মানিত ও আবেগতাড়িত করেছে।
ছেলেটা আসলেই ভালো। যেহেতু ও টিউশনি করায়, তাই ওর সকল ছাত্র-ছাত্রীরা ওর জন্মদিনে এসেছিল এবং সঙ্গে ওর কিছু বন্ধুরাও ছিল। মোটামুটি সকলের সঙ্গে পরিচয় হয়ে কিছুটা খোশগল্প করেছিলাম। তাছাড়াও বৃষ্টি বৌদি ও হীরা বেশ ভালোই সময় কাটাচ্ছিল নিজেদের মতো করে।
অতঃপর সকলে মিলে বেশ হৈ-হুল্লোড় করে কেক কাটা হলো। মজার ব্যাপার হচ্ছে ওর কেকের আয়োজন করেছিল ওর ছাত্র-ছাত্রীরা। এটা কিন্তু সত্যিই বেশ ভালো লাগার ব্যাপার। যেহেতু ও নিজে অনেক মেধাবী ও পরিশ্রমী মানুষ, তাই ওর ছাত্র-ছাত্রীরা ওকে ভীষণ পছন্দ করে।
অবশেষে কেক কাটার পরে আমি চেষ্টা করছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। কারণ আমার ঘুম থেকে উঠতেই দুপুর হয়ে গিয়েছিল আর উঠেই ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তাই মোটামুটি বেশ ভালই ক্ষুধার্ত ছিলাম। অবশেষে বৃত্তকে বলেই ফেললাম আমাকে খেতে দেওয়ার জন্য। ও আসলে বুঝতে পেরেছিল আমার বিষয়টা।
যাইহোক , সবার আগে আমাকে ও দুপুরের খাবার খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছিল। ভালোই ছিল খাবারের আয়োজন, যেহেতু বিরিয়ানি ছিল তাই দুপুর বেলা মোটামুটি অনেকটা খেয়েছি, এটা একদম সত্য কথা। ওকে তেমন কিছুই উপহার দিতে পারিনি, তবে মন থেকে ওর জন্য আশীর্বাদ করছি, ওর যেন আগামীটা আরো সুন্দর হয় এবং ও যেন মানবিক ভাবে মানুষ হয়ে উঠতে পারে, এমনটাই তো বড় ভাই হিসাবে কামনা করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1676921780223741952?t=NByl3GPOZWXqQtkS-9v-5Q&s=19
প্রথমে বৃত্তকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে ভাইয়া আমরা হয়তো সবাই সবারই প্রয়োজনে একেক জায়গায় থাকি।তাই বলে কি আমাদের মাঝে দূরত্ব তৈরি হবে, আসলে মনের মিল থাকলে সব সম্ভব হয়।যাইহোক ভাইয়া আপনারা সবাই বৃত্তের জন্মদিনে বেশ ভালোই সময় কাটিয়েছেন। সত্যি দুপুর বেলা সবারই অনেক ক্ষুদা লাগে। অবশেষে সবাই ভালো মতো ক্ষেতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
এটা সত্য যে বৃত্তের জন্মদিন আমরা বেশ ভালোই সময় কাটিয়েছি সকলে মিলে।
বৃত্তের শুভ জন্মদিনের খুবই আনন্দঘন মুহূর্তটুকু প্রিয় ভাইয়া আপনি আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। উক্ত জন্মদিনের অনুষ্ঠানে আপনি সহ বৃষ্টি আপু এবং বৃত্তের ছাত্রদের উপস্থিতি দেখে আমার খুবই ভালো লেগেছে। বৃত্তের জন্মদিনে কাটানোর অত্যন্ত আনন্দের মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।