প্রেক্ষাপট পরিবর্তন

in আমার বাংলা ব্লগlast year

গত মাসের শেষের দিকে একবার আমাদের স্থানীয় থানাতে গিয়েছিলাম মূলত একটা কাজে। আমি থানার সরকারি কার্যক্রম ও সেবা নিয়ে কোন কথাই বলতে চাই না। কারণ তা আপনারা আমার থেকেও মোটামুটি বেশ ভালই জানেন। যাইহোক তবে তারপরেও কিছু ছোট ছোট বিষয় দেখলে এমনিতেই ভালোলাগা বোধ কাজ করে নিজের মাঝে।

আগের মত পুরনো ভবন নেই আর এই থানার। মোটামুটি নতুন অবকাঠামো তৈরি হয়েছে। তবে ভালো লেগেছে বেশ ভবনের সামনে সুবিশাল ফুলের বাগান দেখে। এখানে আগত লোকজন হয়তো এই বাগানের সুন্দর ফুলের সৌন্দর্য দেখলেও কিছুটা মুগ্ধ হতে পারে। হয়তো তেমন আকর্ষণ আমার মাঝেও কাজ করছিল। তাই হয়তো সেদিন একদম নিকট থেকে ফুলের ছবি গুলো তোলার চেষ্টা করেছিলাম।

যেখানেই সৌন্দর্যের ছড়াছড়ি সেখানেই আমি হারিয়ে যাই, অনেকটা নিজের মতো করে। বড্ড জানতে ইচ্ছে করছে এই বাগান করার পিছনে কার স্বতঃস্ফূর্ত ভূমিকা ছিল। হয়তো কেউ নির্দেশ দিয়েছে আর কেউ সেই নির্দেশনা মেনে প্রচুর যত্ন ও পরিশ্রম করে এই বাগান করতে অনুপ্রাণিত হয়েছে ।

তবে যাই বলুন না কেন, পিছনের লোকের খোঁজখবর কেউ নেয় না। হয়তো একটা সময় তারই প্রশংসা চলে আসবে, যেহেতু সে সবার সামনে দাঁড়িয়ে থেকে বলেছিল এখানে দ্রুত বাগান করা চাই। যাতে থানায় সেবা নিতে আসা লোকজন দেখতে পারে থানাটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে। তবে হুকুম করা আর হুকুম মেনে কাজ করা দুটোর মাঝে বেশ পার্থক্য রয়েছে। বুঝলাম যে হুকুম করেছে তার ইচ্ছে ছিল তবে সে কায়িক পরিশ্রম করেনি আর যে কায়িক পরিশ্রম করেছে, সে হুকুম পালন করেছে। এক্ষেত্রে যদি প্রশংসা করতেই হয়, তাহলে সম্মিলিত প্রশংসা করাই শ্রেয়। আমার কাছে তেমনটাই মনে হয়।

20230627_174630.jpg

20230627_174932.jpg

20230627_174850.jpg

20230627_174800.jpg

20230627_174646.jpg

20230627_174617.jpg

20230627_174522.jpg

20230627_174513.jpg

20230627_174300.jpg

20230627_174054.jpg

মোটামুটি আরো ঘন্টা খানেক সময় লাগবে থানার বড় কর্মকর্তার আসতে। তাই আমি অনেকটা এদিক সেদিক হাঁটা চলাফেরা করছিলাম। আসলে এগুলো তো সংরক্ষিত এলাকা জনসাধারণের সেভাবে খোলামেলা চলাফেরায় কিছুটা নিয়মনীতি আছে। তবে আমি ভাই স্বাধীন মানুষ, যুক্তিতে মুক্তি মেলাতে পছন্দ করি।

পিছন থেকে এক ভদ্রলোক বারবার উচ্চস্বরে আমাকে ইঙ্গিত করে কথা বলছিল। সম্ভবত ভদ্রলোক পুলিশে কর্মরত। বাগানের এত কাছে যাওয়া যাবে না, ফুলে হাত দেওয়া যাবে না, কিসের এতো ছবি তুলছেন, এটা-সেটা। তবে আমার, ভদ্রলোকের কথায় কোন ভ্রুক্ষেপ ছিল না। আমি নিজের মতো করে, নিজের কাজ করে যাচ্ছিলাম।

এবার ভদ্রলোক কিছুটা এগিয়ে এসেছে এবং আমাকে উদ্দেশ্য করেই আরো কিছুটা ক্ষিপ্ত ভঙ্গিতে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করছে। এবার কিছুটা আমি তার দিকে তাকিয়ে একটু মৃদু হাসি দেওয়ার চেষ্টা করলাম এবং বললাম আপনি যা বলেছেন সব শুনেছি। আমার মনে হয় না যে,আমি এমন কোন কাজ করেছি যেটা আপনাদের নিয়মের বাহিরে। আচ্ছা আপনাদের বড় কর্মকর্তা কি এসেছে, সময় তো অনেক হলো। ভদ্রলোক এবার বুঝতে পেরেছে যে, আমি এখানকার বড় কর্মকর্তার সঙ্গেই দেখা করতে এসেছি।

আপনাদের বাগানটা অনেক সুন্দর, ফুলগুলোও বেশ ভালই ফুটেছে। তাই আরকি নিজেকে সামলে রাখতে পারলাম না, এদিকটাতে এসে ফুলগুলোর ছবি তুলেছি, ব্যাপারটা এতোটুকুই। ভদ্রলোকের আচরণে এবার কিছুটা হলেও পরিবর্তন দেখতে পেলাম। আমরা আসলে সব জায়গায় সঠিক ভাবে কথা বলতে পারিনা বা কোন কথার উত্তর কিভাবে দিতে হবে, সেটাও বুঝতে পারিনা। যার কারণে অনেক সময় অনেক কিছু গুলিয়ে ফেলি। আমি নিজেও অনেক কিছু করতে পারিনা, তবে চেষ্টা করতে তো অসুবিধা নেই। এইতো ভদ্রলোক একটু আগেও চেঁচামেচি করছিল আর এখন যখন দাঁড়িয়ে থেকে ঠান্ডা মাথায় তার দিকে তাকিয়ে চুপচাপ দুটো কথা বলে ফেললাম, তখন আসলে প্রেক্ষাপটটাই পরিবর্তন হয়ে গেল।

Banner-23.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আসলে ভাইয়া এমন অনেক লোক আছে যাদের হাজার বলেন তারা কিন্তু সহজে পরিবর্তন হয় না।লোকটি সত্যি ভদ্রলোক আপনি বলা মাত্র পরিবর্তন হয়েছে। তবে এটা সত্যি হুকুম দেওয়া, আর হুকুম পালন করা এক কথা নয়।আসলে ভাইয়া হুকুম দেওয়া সহজ কিন্তু পালন করা অনেক কঠিন। তবে যারা পালন করে আমরা কিন্তু তাদের সঠিক মূল্যায়ন করি না।তবে আর যাইহোক ফুল গুলো কিন্তু অনেক সুন্দর । আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

এটা সত্য হুকুম করা আর হুকুম পালন করা এক কথা না। ধন্যবাদ আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33