মুঠোফোনের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

ছবি তুলতে আমি খুব আহামরি ভালো পারি না। তবে টুকটাক চেষ্টা করি। আজকের এই পোস্ট পুরোটাই সাজিয়েছি মূলত বিভিন্ন সময়ে আমি যে আকাশের ফটোগ্রাফি গুলো করেছিলাম, তারই কিছু ছবি ফোন গ্যালারিতে জমে গিয়েছিল, সেই ছবি গুলোই আজ শেয়ার করছি, আশাকরি আপনাদের ভালো লাগবে।

20230819_181522-01.jpeg

20230819_180608-01.jpeg

20230819_182518-01.jpeg

গত মাসের মাঝামাঝি সময়ে গিয়েছিলাম, সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় যে এশিয়ান হাইওয়ের কাজ চলছে সেখানকার ওয়ার্কশপে। যাত্রাপথে করোতোয়া নদীর পাশ দিয়েই গিয়েছিলাম, মূলত তখনই এই ছবিগুলো তোলার সৌভাগ্য আমার হয়েছিল। এমনিতেই পড়ন্ত বেলায় ডুবন্ত সূর্য, সব মিলিয়ে আকাশের রুপরেখা ছিল দেখার মতো।

20230721_175001-01.jpeg

20230721_174931-01.jpeg

20230721_175416-01.jpeg

জুলাই মাসের দিকে গিয়েছিলাম ঘোড়াঘাটের রাঙা ইন ক্যাফেতে সময় কাটানোর জন্য। সেবার যখন পরিবার নিয়ে গাড়িতে করে গন্তব্যে যাচ্ছিলাম ঠিক তখনই দিনাজপুর মহাসড়কের পাশে বাগদা ফার্ম এলাকায় এই ছবিগুলো তুলেছিলাম। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা। আবার কিছুটা দূর যাওয়ার পরে হঠাৎই আকাশের চিত্র পরিবর্তন হয়ে গিয়েছিল। মানে মেঘ আর সূর্যের আলোর যেন লুকোচুরি খেলা চলছিল।

20230718_181256-01.jpeg

20230827_175408-01.jpeg

20230827_175402-01.jpeg

মহিমাগঞ্জের চিনির কল যেদিন দেখতে গিয়েছিলাম, তার সামনের যে কলোনির খেলার মাঠটা ছিল, সেখানে মাঝ বয়সি ছেলেরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিল, সেদিন সম্ভবত আকাশ দেখে মনে হয়েছিল বৃষ্টি হবে কারণ প্রচুর কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গিয়েছিল। তবে পরবর্তীতে আর বৃষ্টি হয়নি। এছাড়াও কালিকাডোবা রন্ধনশালা রেস্টুরেন্টের এরিয়াতে বাবুকে নিয়ে প্রায় যাতায়াত করা হয়। কারণ ঐদিকের রাস্তাটা বেশ ভালোই নিরিবিলি। সেদিন পড়ন্ত বেলায় গিয়েছিলাম ওদিকটাতে।

20230908_180311-01.jpeg

20230908_180341-01.jpeg

20230908_180329-01.jpeg

20230908_180304-01.jpeg

এই ছবিগুলো এই মাসেই তোলা, এইতো কয়েকদিন আগে যখন ক্রমাগত যখন বৃষ্টি হচ্ছিল, তখন একদিন হঠাৎই বাল্য বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছিলাম এই নাজুক আবহাওয়ার ভিতরেই, সেদিনই চেষ্টা করেছিলাম এমন অবস্থার ছবি তোলার জন্য। আমার তো এখনো ভালোভাবে মনে আছে, ঐদিন কাকভেজা হয়ে শেষমেশ বাসায় ফিরেছিলাম।

যাইহোক মূলত এই ছিল আমার মুঠোফোনের গ্যালারিতে জমে থাকা ফটোগ্রাফির সংগ্রহ। চেষ্টা করেছি নিজের মত করে তুলে ধরার জন্য।

ধন্যবাদ সবাইকে

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 11 months ago 

বাহ্! চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। আমি বলবো আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো। আকাশের ফটোগ্রাফি দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আকাশ একেক সময় একেক ধরনের রং ধারণ করেছিল,যা আপনি চমৎকার ভাবে ক্যাপচার করতে সক্ষম হয়েছেন। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। যাইহোক এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমি আপনার মন্তব্যের কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 11 months ago 

একেক সময়ে আকাশের একেক রূপ! সবমিলিয়ে দারুণ উপভোগ করলাম ভাইয়া ফটোগ্রাফিগুলো। আকাশের এমন ফটোগ্রাফি দেখলে মনটাও ভালো হয়ে যায়।

 11 months ago 

আমি চেষ্টা করেছিলাম ভাই, আমার সর্বোচ্চটুকু দিয়ে ফটোগ্রাফি তোলার জন্য।

 11 months ago 

বছরের বেশ কিছু ভিন্ন ভিন্ন মাসে তোলা আকাশের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি পোস্ট খুব একটা দেখি না। কিন্তু আপনি বেশ ভালো ফটোগ্রাফি করেন। আপনার আজকের আকাশের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। এইরকম সুন্দর আকাশ প্রাকৃতিক দৃশ‍্য যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। বেশ সুন্দর একটা অ‍্যালবাম তৈরি হয়ে গিয়েছে আমি বলব।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আপনার সন্তুষ্টিতে আমি অনেকটাই অনুপ্রাণিত হয়েছি, ভাই।

A magnificent natural landscape with very beautiful colors and shades of the sky. Your photos deserve attention, you chose the angle for shooting very well. In a word, you got beautiful photos. Thank you very much. Have a nice day.

 11 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ ছিল। সত্যি বলেছেন পড়ন্ত বিকেলে এভাবে ঘুরতে বেশ ভালো লাগে। আর মেঘলা আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় দেখতে অনেক ভালো লাগে। ভাইয়া কাক ভেজা হয়ে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো দেখে মন্তব্য করার জন্য।

 11 months ago (edited)

বিভিন্ন সময়ে আকাশের বিভিন্ন রূপ আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে দেখে ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন প্রতিটি ফটোগ্রাফি। ফটোগ্রাফী গুলো দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর কিছু আকাশের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আসলে ফটোগুলো অনেকদিন থেকেই জমে ছিল গ্যালারিতে, তাই আজ শেয়ার করে ফেললাম।

 11 months ago 

বাহ আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। দেখে তো মুগ্ধ হয়ে গেলাম ফটোগ্রাফি গুলো। সেই সাথে মনে হচ্ছে না যে এগুলো আমাদের বাংলাদেশের দৃশ্য। আপনি এত সুন্দর ভাবে নিলেন ফটোগ্রাফি গুলো প্রকৃতির ফটোগ্রাফি আকাশের ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন সেই দৃশ্যগুলো অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন।

 11 months ago 

আপনার তোলা মুঠোফোনের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। এশিয়ান হাইওয়ে কাজ চলাকালীন সেখানকার ওয়ার্কশপের পাশে যে ফটোগ্রাফিটা করেছেন সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বিভিন্ন সময়ে তোলা আকাশের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন ভাইয়া।আগে ও দেখেছি।খুব সুন্দর হয়।আর আকাশ তো সব সময়ই সুন্দর। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45