অকৃতজ্ঞ || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসলে অকৃতজ্ঞ কারো জন্মগত কোন নাম বা উপাধি হতে পারে না। তবে অকৃতজ্ঞ ব্যাপারটা এতোটাই জটিল, যেটা একটা মানুষের রূপভেদ বা আচার-আচরণের বহিঃপ্রকাশ। অকৃতজ্ঞ স্বভাব,একটা মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যকলাপ ও আকার ইঙ্গিতে প্রকাশ পায় এবং তখনই অকৃতজ্ঞ বিশ্লেষণটা সেই মানুষটার নামের পাশে পড়ে যায় ।


যদিও বাস্তব জীবনে আমি এরকম বহু অকৃতজ্ঞ মানুষ দেখেছি। তবে ভার্চুয়াল জগতে যখন এইরকম স্বভাবের মানুষগুলো আশেপাশে ঘুরপাক খায়, তখন বিষয়টা আরো আমাকে নিজের কাছে নিজেকে বেশ চমকপ্রদ করে তোলে ।
অকৃতজ্ঞ স্বভাবের মানুষ গুলো, নিজেকে খুব বুদ্ধিমান ও চালাক চতুর ভাবে কিন্তু অপর প্রান্তে যে সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কের লোকজন আছে ,তারাও যে এইসব জেনে বুঝেই অভ্যস্ত । তা ভুলোও অকৃতজ্ঞ ও স্বার্থপর মানুষ গুলো বুঝতে চায় না ।
Screenshot_20210926-212533_Gallery.jpg
ধরুন আপনি একটা, অকৃতজ্ঞ মানুষকে ভালোর দিকে ধাবিত করার চেষ্টা করলেন এবং তাকে বহুভাবেই উপদেশ দিয়ে স্বাভাবিক কার্যক্রমে নিয়ে আসার জন্য, নিজের জান-প্রাণ পর্যন্ত অস্থির করে ফেললেন । কিন্তু সময়ের পরিবর্তনে একটা সময়ে গিয়ে সেই অকৃতজ্ঞ মানুষ, তার নিজের রূপভেদে আবার সেই ব্যতিক্রমী চিহ্ন রেখে দেয় এবং তার ভিতর সেই ব্যতিক্রমী চিন্তা কোনোভাবেই সে মুছে ফেলতে পারে না। বরং সেই রূপভেদকে সে পুঁজি করে, সে আবারো অদূর ভবিষ্যতে চেষ্টা করে , আরো শক্তিশালী রূপভেদ নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য ।
আপনি যখন তাকে ভালো উপদেশ দিয়ে, ভালোর দিকে ধাবিত করার চেষ্টা করলেন । হয়তো সাময়িক সময়ের জন্য, সে তার চিন্তাধারা গুলোকে আপনার মত করে আপনার সামনে হাজির করল। কিন্তু তার ভিতরের যে নিকৃষ্ট ব্যতিক্রমী চিন্তাভাবনা থাকে, সেটা কিন্তু সে যত্ন করে লালন-পালন করে । শুধু সে, সুযোগ ও সময়ের অপেক্ষায় থাকে কারণ এটাই প্রকৃত চিরন্তন সত্য ।
অকৃতজ্ঞ মানুষ গুলোরো একটা সময়ে গিয়ে তাদের কাঙ্খিত সময় আসে এবং যখন সে তার নিজের যত্নে লালন-পালন করা রূপটাকে জানান দেয় সবার সামনে কিন্তু সেবার জানান দায় ঢাকঢোল পিটিয়ে ।
আমি বিকল্প চিন্তা চেতনার মানুষ। এক কথাই বলতে পারেন, অকৃতজ্ঞদের ডানা ছাঁটাই করা পাবলিক আমি । কারণ আমার কাছে , অকৃতজ্ঞদের প্রতি কোনভাবেই কখনো সম্মান ও সহানুভূতি কাজ করে না । কারণ দিনশেষে তাদের প্রকৃত পরিচয়, সে একটা অকৃতজ্ঞ ।

Sort:  
 3 years ago 

অকৃতজ্ঞ তার সাথে স্বার্থপরতার নিবিড় সম্পর্ক রয়েছে। চমৎকার করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার লেখাগুলো পড়ে জীবনঘনিষ্ঠ অনেক বিষয় খুব গভীরভাবে জানা যায় সেজন্য আমি প্রায়ই আপনার লেখা পেলে পড়ার চেষ্টা করি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আমরা সবাই ই বুঝতে পারছি কেনো আজকের এই পোস্ট!
আমি নিজেও হতবাক হয়ে গেলাম।প্রথমে ভেবেছিলাম আমার নেট সমস্যা,পরে ভাবলাম ভুল শুনেছি।
এরপর শেষে ক্লিয়ার হলো
দিনশেষে বড্ড অকৃতজ্ঞ আমরা। 🙂🙂🙏

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অকৃতজ্ঞ মানুষ দিয়ে কখনোই কোন কিছু আশা করা যায় না। তারা চোখের সামনে সুন্দর সুন্দর কথা বলে আমাকে আপনাকে ব্যবহার করবে কিন্তু যখনই ব্যাবহার হয়ে যাবে ঠিক তখনই একটা মিনিট সময়ও নিবে না আপনাকে পেছন থেকে ছুড়ি মারবে বা আপনার আমার নামে কটু কথা বলে অন্যের কাছে ভালো সাজার চেষ্টা করবে।

অকৃতজ্ঞ স্বভাবের মানুষ গুলো, নিজেকে খুব বুদ্ধিমান ও চালাক চতুর ভাবে

ঠিক বলেছেন ভাইয়া,তারা ভাবে তারা হয়তো অনেক চালাক অনেক বুদ্ধিমান। কিন্তু দিন শেষে কিন্তু তারা একটা সময় নিজেদের মান-সম্মন দুটোই হারায়। আমি বলবো একজন অকৃতজ্ঞ মানুষ এই সমজারের বোঝা ছাড়া আর কিছুই নায়।

  • অনেক সুন্দর ভাবে বিষয় টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া,ধন্যবাদ আপনাকে 💜💜
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

জি ভাই একটি অসাধারণ বিষয় নিয়ে আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এর জন্য।
আপনার এই পোস্টটি পড়ে আমার ভিতরে বেশ কিছু প্রশ্নের জন্ম নিল। এই অকৃতজ্ঞ মানুষগুলোর কি কোন বিবেক নাই? এরি কি নিজের সম্পর্কে বা নিজের সম্বন্ধে কোন কিছু চিন্তা করতে পারে না যে আমি কেন এরকম? এরাকি এইটাও চিন্তা করতে পারে না যে কেন আমি অন্যান্য লোকের থেকে আলাদা? এরকম অনেক প্রশ্নের জন্ম নিবে তবে আমি মনে করি এই মানুষগুলো যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতো তাহলে হয়তো তাদের নামের পাশে এই উপাধিটা লাগত না।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের।

 3 years ago 

আপনি যখন তাকে ভালো উপদেশ দিয়ে, ভালোর দিকে ধাবিত করার চেষ্টা করলেন । হয়তো সাময়িক সময়ের জন্য, সে তার চিন্তাধারা গুলোকে আপনার মত করে আপনার সামনে হাজির করল। কিন্তু তার ভিতরের যে নিকৃষ্ট ব্যতিক্রমী চিন্তাভাবনা থাকে, সেটা কিন্তু সে যত্ন করে লালন-পালন করে । শুধু সে, সুযোগ ও সময়ের অপেক্ষায় থাকে কারণ এটাই প্রকৃত চিরন্তন সত্য ।

অকৃতজ্ঞ বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাই। বিশেষ করে আপনার লেখা এই লাইনগুলো আমার জীবনে বাস্তবে ঘটে গিয়েছে। আমি তার নাম নেব না তবে আসলে এটা প্রকৃতপক্ষে সত্য। যে অকৃতজ্ঞ মানুষ গুলো আপনি যতই টেনে উপরে তুলতে চান একসময় সে তার প্রকৃত রূপ দেখাবে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

কোন ক্লাশে পড়েছিলাম মনে নেই।
যে উপকারীর উপকার স্বীকার করেনা, তাকে অকৃতজ্ঞ বলে। কথাটি সেই সময় মুখস্ত করতে বলা হলে আমি আমি মুখস্থ করেছিলাম।
আপনার উপস্থাপন পড়ে বহুদিন পর খেয়াল হলো। আবার নিজেকে সতর্ক করলাম। খুব সুন্দর লেখেছেন ভাই। আপনাকে সবসময় স্বাগতম।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অকৃতজ্ঞ মানুষ গুলোরো একটা সময়ে গিয়ে তাদের কাঙ্খিত সময় আসে এবং যখন সে তার নিজের যত্নে লালন-পালন করা রূপটাকে জানান দেয় সবার সামনে কিন্তু সেবার জানান দায় ঢাকঢোল পিটিয়ে ।

অকৃতজ্ঞ লোকেরা যতই ঢাক ঢোল পিটাক না কেন,সে মনে মনে প্রশান্তি পায় না, অস্বস্তি বোধ করে। খুব সুন্দর লেখার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

হ্যাঁ এটা সত্যি যে অকৃতজ্ঞ মানুষরা নিজেকে সবসময় বুদ্ধিমান চালাক ভাবে। আসলে অকৃতজ্ঞ মানুষকে যতই আমরা ভালোর দিকে ধাবিত করার চেষ্টা করব তারা সময়ের পরিবর্তনে একটা সময় নিজের উপর রেখে দেয়। এটা খুবই ভালো লাগলো তারা কখনোই নিজেকে পরিবর্তন করতে পারে না। খুবই ভালো কথা বলছেন ভাইয়া।

আমি বিকল্প চিন্তা চেতনার মানুষ। এক কথাই বলতে পারেন, অকৃতজ্ঞদের ডানা ছাঁটাই করা পাবলিক আমি । কারণ আমার কাছে , অকৃতজ্ঞদের প্রতি কোনভাবেই কখনো সম্মান ও সহানুভূতি কাজ করে না । কারণ দিনশেষে তাদের প্রকৃত পরিচয়, সে একটা অকৃতজ্ঞ

আসলেই আপনি খুবই ভালো একটি কাজ করছেন। অকৃতজ্ঞ মানুষ দের বিরুদ্ধে আপনি লড়ে যাচ্ছেন। খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার প্রতি অবিরাম ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অকৃতজ্ঞ মানুষের কাছ থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না।তাদের যতই উপকার করুন না কেন।এজন্য এদের থেকে নিজেকে দূরে রাখায় উত্তম। সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাই আপনি ঠিকই বলেছেন অকৃতজ্ঞ ব্যক্তিগণ শুধু নিজেকেই ধুর তো চালাক বলে মনে করেন, তারা নিজেরাই যা ভাবে মনে করেন সেটাই ঠিক তাদেরকে শোধরানোর চেষ্টা করলেও তারা তাদের জায়গায় থেকে এক পাও নড়েনা অটল থাকে, এতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যায়। অকৃতজ্ঞ মানুষ সামনে এক এবং পিছনে আরাক বলে থাকে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64386.10
ETH 3142.17
USDT 1.00
SBD 3.98