মাতাল সন্ধ্যা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আজকাল সময় খুব খারাপ যাচ্ছে । কতটা খারাপ যাচ্ছে, এটা বলে বোঝানো মুশকিল । আশেপাশের সম্পর্কগুলো তো একদম শেষ হয়ে যাচ্ছে । দিনশেষে সব কিছুই হচ্ছে পয়সার কারণে । এই তো কদিন আগেও যে সম্পর্ক গুলো বেশ পরিপক্ক ছিল , আজ সেই সম্পর্ক গুলো অনেকটাই হালকা । আমার তো মাঝেমাঝেই মনে হয়, হয়তো সম্পর্ক গুলোর শুরুটা খুব মধুর ভাবেই শুরু হয় তারপর একটা সময় গিয়ে তিক্ততা পূর্ণ মনোভাব দিয়ে শেষ হয়ে যায় । বিশেষ করে এমনটা লক্ষ্য করা যায় পয়সার বন্ধুত্বের মাঝে ।

20220712_194841-01.jpeg

আজকাল তো আর ইচ্ছা করেই মানুষের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছা করে না আর বন্ধুত্ব সে তো অনেক দূরের কথা । কারণ এই সব খন্ডকালীন সম্পর্ক গুলো থেকে এত তিক্ততার অভিজ্ঞতা আমার হয়েছে, যা আসলে আমাকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে এবং চিন্তায় ফেলে দেয় । তবে বাঁচতে হলে, এইসব সম্পর্কের বেড়াজালের মাঝেই থাকতে হবে । সেটা হয়তো একটু বুঝে শুনে নিজের মতো করে ।

বন্ধুত্বের কোন শ্রেণীবিন্যাস নেই । তবে যদি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পয়সার লেনদেন চলে, তাহলে সেই সম্পর্ক গুলো আসলে খুব একটা বেশি মজবুত হয় না হয়তো খুঁটি নড়বড়ে হয়ে যায় । এই মায়াবী সন্ধ্যায় , সেদিন রাতে যখন চন্দ্র বিলাস উপভোগ করার জন্য বেড়িয়ে পড়েছি । হুট করে ফিসফিস আওয়াজে শুনতে পাচ্ছি । পকেটে কত আছে , আজকে তুই কিছু দে পরের দিনটা আমি সামলে নেব ।

20220712_194607-01.jpeg

এমনিতেই আমি মুক্তমনা স্বভাবের মানুষ । বের হয়েছি গ্রামের বাড়ির পিছনে পাশটাতে । নতুন রাস্তা চলে গিয়েছে বহুদূর । চন্দ্রের যে আলাদা একটা সৌন্দর্য্য আছে তা যেন আজ বহিঃপ্রকাশ ঘটছে । এমনিতেই কয়দিন থেকে বৃষ্টিপাত নেই, তার মাঝে দিনের বেলা তো প্রখর রোদ । তারপর যদি সন্ধ্যের পরে ভ্যাপসা গরমে ঘরের ভিতরে থাকতে হয়, তাহলে নিজেকে অনেকটাই কয়েদি মনে হয় ।

20220711_194922-01.jpeg

আজ আমাকে ঐ চন্দ্রের সৌন্দর্য্য খুব হারে টানছে । মাঝপথে দাঁড়িয়ে আমি দেখার চেষ্টা করছি , জ্বলজ্বল করে জ্বলছে কালো আকাশের বুকে চন্দ্রটা । যেন নিজের মতো করে সৌন্দর্য্য ছড়াচ্ছে আর আমার মত যারা সৌন্দর্য্য পিপাসু মানুষ আছে । তারা একদম মুগ্ধ হয়ে যেন সেই সৌন্দর্য্য উপভোগ করছে । আমি সুন্দরের পূজারী , তাই যেটা সুন্দর সেটা নিতান্তই আমার একার না, সেটা সবারই । যেমনটা আজকের আকাশের চন্দ্র । সবাই দেখছে , তবে ভাবছে যে যার মত করে ।

এমন পরিবেশে যখন আমি শার্ট খুলে মৃদু ঠান্ডা বাতাসে , জীবনের হিসেব-নিকেশে ব্যস্ত । সেই সময়ে বিশ্রী একটা গন্ধ নাকে চলে আসলো । ঐ যে একটু আগেই বললাম সেই কথোপকথনের কথা, আজ কিছু পয়সা ধার দে পরের দিনটা আমি দেখছি । এরা হচ্ছে সেই বান্দা, যারা আজকের এই সৌন্দর্য্য দেখবে আর বাংলা মদ গিলে, ভরা পূর্ণিমা উপভোগ করবে ।

20220711_194903-01.jpeg

সৌন্দর্য্য একটাই , তবে উপভোগ করার ধরণ জায়গাভেদে কিছুটা আলাদা । কে শুনে কার কথা । তখনও দিব্যি শুনতে পাচ্ছি, দুইজন মিলে বসে চন্দ্রের দিকে তাকিয়ে ফিসফিস করে কি যেন বলছে আর ঢোক গিলছে । হুট করেই কোথা থেকে কি হয়ে গেল, মতভেদ যেন ক্রমাগত বেড়েই চলল । অতঃপর তৃতীয় ব্যক্তির আগমন ।

আজ খালি পকেটে আছি বিধায় তোরা আমাকে ডাকিস নি , একাই মেরে দিচ্ছিস , এ কেমন বিষয় । ঐ যে বললাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলো যদি টাকা-পয়সার উপরে নির্ভর করে তাহলে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খুঁটিগুলো নড়বড়ে হয়ে যায় । বলেই ফেলল , গত কয়েকদিন থেকেই তো ইনিয়ে বিনিয়ে ভেঙ্গে ভেঙ্গে খেয়েছিস । আজ পয়সা নেই বিধায় তাই আমার ডাক পড়ে নি । তাদের ভরা পূর্ণিমায় বাংলা মদের নেশা হয়ে গিয়েছে, এখানে বন্ধুত্বের মায়াকান্না শোনার কোন জায়গা নেই ।

20220711_194857-01.jpeg

এমন বেলায় আর ঘ্যানঘ্যান করিস না তো । তোকে ডাকিনি, আসলে মন চায়নি । যখন মন চাবে, তখন ডাকবো । হয় সঙ্গে বস, নইলে তোর রাস্তা তুই খুঁজে নে । কিছু বিশ্রী ভাষার শব্দের আদান-প্রদান হলো । অতঃপর পেশী শক্তির ব্যবহার, যে যেভাবে পারছে সে সেইভাবেই গায়ে হাত দিচ্ছে । মুহূর্তেই তিনজনের মধ্যে সেই হাতাহাতি । যার সাক্ষী আমি আর উপরে থাকা সেই চন্দ্র ।

নেশার রাজ্যে সব কিছুই যেন এলোমেল হয়ে গিয়েছে । কাউকে কারো দেখার সময় নেই , বোঝার সময় নেই, উপর থেকে চন্দ্র নির্বাক । আমিও তেমন চুপচাপ আছি । মাতালদের সঙ্গে আর যাই করা যাক কেন , তাদের কাজে বাঁধা দিতে নেই নতুবা ভালো পরামর্শে সাময়িক দু-চারটা এদিক-সেদিক হতে পারে । আসলে তারা আছে তাদের জগতে ।

20220711_194932-01.jpeg

এই ভরা সন্ধ্যাবেলায় এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে , তা ছিল একদম অপ্রত্যাশিত । নিজেকে গুটিয়ে নেওয়াই ভালো । ছেলেগুলো আমার পূর্ব পরিচিত, গ্রামের বাড়িতে এসেছি তো তাই বহু কথাই আপাতত সময়ে শুনেছি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে । তবে পাশ কাটিয়ে কোনো রকমে যেতে পারলেই বাঁচি।

কই একটু ভেবেছিলাম আজ একটু চন্দ্রের বিলাসী সৌন্দর্য্য উপভোগ করব । তবে মাতালদের পাল্লায় পড়ে অনেক কিছুই বেতাল হয়ে গিয়েছে । একটু পরেই হইচই শুরু , কে ওখানে কে ওখানে । যে যার মত করে যেতে পারলেই বাঁচে । অতঃপর দুটো কাঁচের সাদা বোতল পড়ে আছে, সেটা আসলে সাদৃশ্য প্রমাণ হিসেবে । যে এখানে কিছু নবপ্রাণ এসেছিল , তারা আসলে প্রকৃতিকে দেখেছে আর নিজেকে বিসর্জন দিয়েছে সাদা কাঁচের বোতলের বাংলা মদের কাছে ।

Banner-2.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা লিখেছেন ভাই। আজকে আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের সমাজে অনেক বন্ধু রয়েছে যে বন্ধুগুলো শুধু স্বার্থে এবং টাকার কাছে হেরে যায়, নেশা নামক এক ভয়ানক কারণে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর মানুষ নামে তৈরি হয় পরশু। রাতের বেলা ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে, আর রাতের বেলা সাবধানে চলাফেরা করাই উচিত।

 2 years ago 

এমনটাই তো আজকাল হচ্ছে । আশেপাশের অবস্থা তো এখন এমনটাই চলছে ।

 2 years ago 

ঐ যে বললাম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গুলো যদি টাকা-পয়সার উপরে নির্ভর করে তাহলে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খুঁটিগুলো নড়বড়ে হয়ে যায় ।

একদম ঠিক বলেছেন ভাইয়া কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সাই সবকিছু। অনেক সম্পর্ক টিকে থাকে টাকা পয়সার জোরে। তবে জোসনা বিলাস দেখতে যেমন ভালো লাগে তেমনি যে যার মত করে এই সময়টা উপভোগ করে। তবে মাতালরা নিজের মাতলামোর কারণে সেই সুন্দর সময় নষ্ট করেছে। হয়তো এদের শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। ভাইয়া আপনি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর ভাবে প্রতিটি বিষয়ে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ♥️♥️♥️

 2 years ago 

জীবন যেখানে যেমন ভাই । কে শোনে কার কথা । সম্পর্ক গুলো তো বেশ ভঙ্গুর হয়ে যাচ্ছে ।

 2 years ago 

আসলে কিছু মানুষ নেশা নামক ভয়ংকর শত্রুর কাছে পরাজিত। তাদের কাছে পরিবেশ কিংবা পরিবার কোনটাই আপন নয় একমাত্র কিছু খারাপ বস্তু ছাড়া। তাদের বোঝাতে যাওয়া মানে নিজের বিপদ নিজের ঘাড়ে নেয়া। যাক রাতের আঁধারে একটু সাবধানে চলাফেরা করবেন ভাই, হয়তো শেয়াল কুকুরের পাল্লায় পরতে পারেন।
রাতের ছবিগুলো সুন্দর ছিল আর সাথে চমৎকার অনুভূতি।

 2 years ago 

এই জন্যই দূর থেকে থেকেছি , যা হচ্ছে হোক ।

 2 years ago 

এই পৃথিবীটা যেমন বিচিত্র তেমনি বিচিত্র সব মানুষের বাস। কেউ অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত আবার কেউ নিজের মাতলামো বাড়াতে ব্যস্ত। সত্যিই এই পৃথিবীর মানুষগুলো একেক জন একেক রকমের। তবে সব কিছুর মূলে সকল ক্ষেত্রেই প্রয়োজন টাকার। ভাইয়া আপনি আজকে ভিন্ন ধরনের একটি লেখা উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

টাকা যতক্ষণ সম্পর্ক গুলো ঠিক ততক্ষণ। একটা অপরটার সমানুপাতিক ।

 2 years ago 

আগে আমিও এভাবে আগবাড়িয়ে অন্যের উপকার করতে যেতাম। কিন্তু এখন বুঝি এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়।

 2 years ago 

ভালো চিন্তা , এইজন্যই আপনি বুদ্ধিমতি ।শুভেচ্ছা রইল।

 2 years ago 

বন্ধুত্বের কোন শ্রেণীবিন্যাস নেই।

ঠিকই বলেছেন ভাইয়া বন্ধু তো বন্ধুই হয় যার কোন তুলনাও হয় না ভাগাভাগিও হয় না। আর বন্ধুত্বের সম্পর্কটা ততদিনেই ভালো থাকে যতদিন না আর্থিক লেনদেনের সাথে জড়িয়ে যায়। আসলে আপনি ঠিকই বলেছেন এরকম তিক্ত অভিজ্ঞতা মাঝে মাঝে দরকার হয়। তবে আপনার কথার সাথে আমি একমত যে জেনে বুঝে লোক বুঝে বন্ধুত্ব করতে হবে। ধন্যবাদ ভাইয়া আপনার জীবন থেকে সুন্দর একটি অভিজ্ঞতা এবং সতর্কতামূলক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার।।

 2 years ago 

যতক্ষণ পয়সা ততক্ষণই প্রয়োজন বা প্রিয়জন । এমন সম্পর্কে না জড়ানোই শ্রেয় ।

 2 years ago 

আমার কাছে মনে হল আজ আপনার এলোমেলো মনের কতগুলো লেখা পড়লাম। আসলে বন্ধুর ভেসে অনেকে আসে আমাদের মাঝে। কিন্তু তারা বড়ই স্বার্থপর লোভি। কিন্তু তাদের সাথে আমাদের প্রতিনিয়ত উঠবস করতে হয়। এটাই জীবনের চরম বাস্তবতা। আর যদি থাকে অর্থের লেনদেন তবে বন্ধুত্বের ফাটল ধরতে নেয় নাসময় বহুক্ষণ। তবে সুকৌশলে এসব দুধের মাঝিদের থেকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। মাতাল সন্ধ্যায় আপনার মাতাল মনের সুলেখাগুলো পড়ে ভালো লাগলো।

 2 years ago 

সুকৌশল সবার তো জানা থাকে না ভাই । তবে এতোটুকু বলতে পারি , এমন সম্পর্ক গুলো এড়িয়ে চলাই শ্রেয় ।

 2 years ago 

বন্ধুত্বের কোন শ্রেণীবিন্যাস নেই । তবে যদি সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পয়সার লেনদেন চলে, তাহলে সেই সম্পর্ক গুলো আসলে খুব একটা বেশি মজবুত হয় না হয়তো খুঁটি নড়বড়ে হয়ে যায় ।

কথাটা একদম যথার্থ বলেছেন ভাইয়া। বর্তমান জগতে প্রকৃত বন্ধু পাওয়াটা বিশাল ভাগ্যের ব্যাপার। তবে মাতালরা এসব বুঝবে না। সন্ধ্যেবেলা চাঁদের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বেশ ভালো একটি অভিজ্ঞতা হলো আপনার।

 2 years ago 

অবশ্যই ভাই , এইটা একদম সত্য কথা সেদিনের অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম।

 2 years ago 

চাঁদনী রাতে আপনার সুন্দর সময়টুকু কিছু আবর্জনার কারণে নষ্ট হয়ে গেল। আবর্জনা বলছি এই কারণে এরা সব সময় আমাদের সুন্দর সমাজকে কলুষিত করে রাখে। আসলে এদের কোন পরিবার নেই, কোন সমাজ নেই।

সৌন্দর্য্য একটাই , তবে উপভোগ করার ধরণ জায়গাভেদে কিছুটা আলাদা ।

এই কথাটির সাথে আমিও একমত পোষণ করছি। আপনার কথার সূত্র ধরেই বলছি এই ঈদে আমরা সবাই কোরবানি ও আত্মীয়-স্বজন নিয়ে ব্যস্ত। কিন্তু অনেককেই দেখলাম কে কোন ব্র্যান্ড নিয়ে রাতে মাতাল হবে সেটা নিয়ে বাজেট করছে। ভাবতে অবাক লাগে।
বাস্তবতা নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জীবন জীবনের মতো , সবার চিন্তা যদি এক হতো তাহলে তো হতোই ভাই । আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64550.89
ETH 3156.32
USDT 1.00
SBD 4.30