মিশন ফেইল

in আমার বাংলা ব্লগlast year

20230817_180934.jpg

গতকাল দীর্ঘদিন পরে বাজারে গিয়েছিলাম, মূলত বাজারের পরিস্থিতি বোঝার জন্য। তবে বাজার ঘুরে যে সিদ্ধান্তে উপনীত হলাম, সেটা হচ্ছে অনেকটা সাধ্যের বাইরে চলে গিয়েছে ইলিশ মাছ ক্রয় করা। একপ্রকার দীর্ঘ নিঃশ্বাস ফেলেই কিন্তু কথাটা বললাম।

তবে এত অগ্নিঝরা বাজারেও কেউ আবার একাধিক ইলিশ মাছ কিনছে। দাম কত, সাইজ কেমন, একেকটা কতখানি করে হবে, এসব দেখা শোনার কিছুর যেন সময় নেই। অনেকটা মুখে হাত দিয়ে বাজারে ঢুকলো, এসে দোকানদার ভাইকে বলল, ঝটপট কিছু ইলিশ মাছ তাড়াতাড়ি ব্যাগে ভরে দিন। আমি তখনও কথাগুলো শুনছিলাম অনেকটা হতবাক হয়ে, আমার আসলে যেখানে ইলিশ মাছ কেনার সামর্থই নেই, তখন আরেকজন ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত তাই না।

শুনছি এখন ইলিশের মৌসুম, এই ভরা মৌসুমেও যদি ইলিশের এমন অগ্নিঝরা দাম হয়, তাহলে সাধারণ জনগণের পক্ষে কি আদৌ তা কেনা সম্ভব কিনা, সেটাই ভাবছি বহুসময় ধরে। যাইহোক এসব চিন্তা করে লাভ নেই, যে কাজের জন্য এখানে এসেছি সেটা করাই শ্রেয়।

20230817_180955.jpg

20230817_180526.jpg

20230817_180745.jpg

20230817_180716.jpg

20230817_180622.jpg

20230817_180552.jpg

আমার স্বল্প বাজেট, তা দিয়ে একটা ইলিশ মাছ না কিনে বরং সেই বাজেট দিয়ে যেন পুরো মাসের মাছের চাহিদা পূরণ করা যায়, সেটাই ভাবা বুদ্ধিমানের কাজ। কোনরকম নিজের মনকে সান্ত্বনা দিয়ে, ইলিশের দোকানের সামনে থেকে চুপচাপ সরে গেলাম। ছবি তুলতে যেহেতু বাধা নেই তাই কিছু ছবি তুলে রেখেছিলাম।

১৮০০ টাকা কেজি বড় সাইজের ইলিশ গুলোর আর ছোট গুলোর দাম ১০০০ থেকে ১২০০ টাকা। মানে বড়গুলো এক কেজির কিছুটা উপরে আছে অর্থাৎ দাম পড়বে দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে। যা দিয়ে আমার অন্য মাছ অনায়াসেই ৪-৫ কেজি হয়ে যাবে এবং তা নিশ্চিন্তে পুরো মাসের জন্য। কি দরকার আমার , এতো দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়ার। আর যদি খুব বেশি প্রয়োজন হয়, তাহলে দাম যদি কখনো সাধ্যের ভিতরে চলে আসে, পরবর্তীতে না হয় সময় সুযোগ বুঝে সেটা ভাবা যাবে। তবে আপাতত নয়।

তবে আজকে এই দীর্ঘ সময় বাজারে ঘোরাঘুরি করে অনেক রকম প্রশ্নই মাথার ভিতরে ঘুরপাক করছিল। যারা এই বড় সাইজের ইলিশ মাছগুলো কিনছে, তাদের মনে হয় নেহাৎ অর্থের অভাব নেই নতুবা মাসিক ইনকাম অত্যাধিক নতুবা মাসিক ইনকামের বাইরে বাড়তি ইনকামের সুযোগ হয়তো আছে। এমন সব প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক করছিল আর ভীষণ বিরক্ত লাগছিল । তবে এ যাত্রায় আমার ইলিশ মাছ কেনার মিশন সম্পূর্ণ ফেইল।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আসলে ভাই অনেক জিনিসের দাম আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, এরমধ্যে ইলিশ মাছ একটি। আমিও বাজারে গেলে এই চিন্তা ভাবনার মধ্যে পরে যাই। কেউ ব্যাগ ভর্তি করছে আবার কেউবা একটাও কিনতে পারছে না।
যাইহোক ঐ টাকা দিয়ে পুরো মাসের মাছ কেনার চিন্তা অসাধারণ ছিল 👌
পরিবার নিয়ে ভালো থাকুন এই কামনা করছি।

 last year 

এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে, একটু বুদ্ধি না করে চললে, টিকে থাকা বড্ড মুশকিল।

 last year 

বর্তমান মহান সময়ে যাদের সামর্থ্য অনেক তাদের কাছে কিছুই না কিন্তু দিন আনে দিন খায় তাদের কাছে তো এটা স্বপ্নের মত হয়ে গিয়েছে। ইলিশ মাছের যে দাম তাতে অবাক হওয়াটাই স্বাভাবিক। কি আর করার ভাই সব কিছুর দাম এত পরিমান বেড়ে গিয়েছে নিজের সামর্থের বাইরে চলে গিয়েছে। ইলিশ মাছ কিনতে পারেননি খারাপ লাগলো ভাই।

Posted using SteemPro Mobile

 last year 

কি আর করব ভাই বলো, কিছুই তো করার নেই আমার কাছে।

 last year 

আসলে ভাইয়া বর্তমান শুধু ইলিশ নয় আরো অনেক জিনিস আছে যার দাম আমাদের সাধ্যের বাইরে। সত্যি যাদের টাকা আছে তারা দাম দেখে না তারা সব কেনে।আর আমাদের মতো মানুষেরা কিনবে কোথা থেকে। সত্যিই তো এক কেজি ইলিশ মাছ কিনার থেকে অন্য মাছ (৪-৫) কিনা হয়ে যাবে।আপনার মতো আপনার ভাই ও গতকাল ইলিশ মাছ কিনতে গিয়ে ফেরত এসেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

আমাদের ভাইয়া ফেরত এসেছে, ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম। আসলে পরিস্থিতির কাছে আমরা সকলেই অসহায়।

 last year 

বাংলাদেশ থেকে আমাদের এক আত্মীয় এসেছে আজ তিনি সাথে করে বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে এসেছে । এক কেজি ওজনের একটি ইলিশ ১৭০০ টাকা দিয়ে কিনে এনেছে । এটা সত্যি কথা দাদা, মধ্যবিত্ত মানুষের জন্য এত বেশি দাম দিয়ে কিনে খাওয়া সত্যি কষ্টকর। আমাদের এইখানেও ইলিশের অনেক বেশি দাম সেই জন্য আমরাও এই বছর এখনো ইলিশ কিনে খাইনি। এই টাকা দিয়ে পুরো মাসের মাছের চাহিদা মেটানো সম্ভব এটা ঠিক কথা বলেছ। তারপরও বছরে কয়েকবার শখের পার্শ্ববর্তী হয়ে এই মাছ মধ্যবিত্তরাও খেয়ে থাকে। ইলিশের দাম একটু হলে এই ইলিশ মিশন পুনরায় সফল করার চেষ্টা করো দাদা। বছরে দুই একবার টাকার কথা বাদ দিয়ে ইলিশ মাছের টেস্টের কথাও ভাবতে হয় । 🤭🤭

 last year 

মার্কেট নিয়ন্ত্রনে আসুক, সাধ্যের মধ্যে হলে অবশ্যই কেনার ইচ্ছে আছে, তবে আপাতত নয়।

 last year 

আচ্ছা দাদা ঠিক আছে।

 last year 

মধ্যবিত্তরা ইচ্ছে করলে শখের বসে দুই একটি ইলিশ মাছ এতো দাম দিয়ে কিনে খেতে পারবে,তবে ব্যাগ ভরে ইলিশ মাছ কিনতে পারবেনা। যারা বর্তমান বাজারে ব্যাগ ভরে ইলিশ মাছ কিনে নিয়ে যায়, তাদের অবৈধ ইনকাম রয়েছে বলে আমি মনে করি। আর সেজন্যই টাকার মায়া নেই। সৎভাবে টাকা ইনকাম করলে অবশ্যই মায়া থাকে। আর খরচও তখন হিসেব করেই করে। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনার কথায় অনেকটা যুক্তি আছে ভাই, বেশ ভালো বলেছেন।

 last year 

এই বাজারে ইলিশ খাওয়া মানে টাকা খাওয়ার সমান।১৮শ টাকা হলে এক মাসের মাছ কেনা যাবে আমাদের মতো ছোট পরিবার গুলোর।আমি বাজারে গেলে শুধু একটাই চিন্তা করি যে বর্তমান বাজারের যে অবস্থা তাতে করে আমরা কষ্ট করে হলেও খেয়ে পড়ে বেঁচে আছি,কিন্তু যে মানুষ গুলো দিন আনে দিন খায় তাদের কি হয়!এগুলো ভাবতে গেলেই মাথা নষ্ট হয়ে যায়।জানিনা আগামীতে আরও কতটা ভয়াবহ পরিস্থিতি হবে তা ঈশ্বর জানেন।সুন্দর করে বাস্তবতা কে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ, আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45