the effect of contraceptive pill

in #health7 years ago

জন্মনিয়ন্ত্রণ বড়ি যখন বিষণ্ণতা!

জন্মনিয়ন্ত্রণ বড়ি ব্যবহারের ফলে যে শারীরিক অসুবিধার মধ্যে পড়েছিলেন তার বর্ণনা করেছেন এক নারী। তিনি বলেন, তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল যেন পাগল হয়ে যাচ্ছেন।

সম্প্রতি পুরুষের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ইঞ্জেকশন তৈরির জন্য গবেষণা চলছে। কিন্তু এ সামগ্রী এখনও বাজারে আসেনি পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে। বহু নারী চাইছেন পার্শ্বপ্রতিক্রিয়া হলেও এ ওষুধটি যেন দ্রুত বাজারে ছাড়া হয়। এর কারণ হিসেবে তারা নিজেদের শারীরিক অসুবিধার কথা বলছেন। আর এক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণের দায়িত্ব যেন শুধু নারী নয় পুরুষেরও দায়িত্বের অংশ হয় সেজন্য দাবি করছেন তারা।

বহু নারীই জন্মনিয়ন্ত্রণ বড়ির পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যক্ষ করছেন। জন্মনিয়ন্ত্রণ বড়িতে নারীদের বিষণ্ণতার আশঙ্কা তৈরি হয় বলে মনে করছেন গবেষকরা। সর্বশেষ এ গবেষণাটি করেছেন ডেনমার্কের গবেষকরা।

সম্প্রতি এক গবেষণায় বিষণ্ণতার সঙ্গে জন্মনিয়ন্ত্রণ বড়ির এ সম্পর্কের বিষয়টি জানা যায়। গবেষকরা জানান, প্রায় এক মিলিয়ন নারীর ওপর গবেষণায় এ বিষয়টি প্রকাশিত হয়েছে। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে এ গবেষণাটি করা হয়েছে। এতে অল্পবয়সী নারী থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত বিভিন্ন বয়সের নারীদের অন্তর্ভুক্ত করা হয়।

গবেষকরা জানান, যে নারীরা গর্ভধারণ রোধ করতে পিল সেবন করেন তাদের ২৩ শতাংশ ক্ষেত্রে বিষণ্ণতার জন্য ওষুধ দিতে হয় বলে দেখা গেছে মেডিক্যাল রিপোর্টে। অধিকাংশ ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন শুরুর প্রথম ছয় মাসে এ বিষণ্ণতার প্রভাব দেখা যায়। তবে এর পরেও নানা ধরনের শারীরিক অসুবিধা দেখা যাওয়ার রেকর্ড রয়েছে।

বিষণ্ণতা মূলত একধরনের মানসিক সমস্যা। এ সমস্যায় আক্রান্ত হওয়ার পেছনে বহু কারণ রয়েছে। আর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গর্ভনিরোধক ওষুধও বিষণ্ণতার কারণ।

গর্ভনিরোধের জন্য জন্মনিয়ন্ত্রণ বড়ি মূলত হরমোনের ওপর প্রভাব ফেলে। আর এ হরমোরনের তারতম্যের কারণেই বিষণ্ণতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন গবেষকরা।

এই লিখাটি পড়ে আপনি যদি একটু হলেও উপকৃত হন, তবে লিখাটি শেয়ার করে আপনার বন্ধুদের উপকৃত হবার সুযোগ করে দিন !

Sort:  

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone and get added to our voting list for valuable up-votes!

Dear friend, you do not appear to be following @wafrica. Follow @wafrica to get a valuable upvote on your quality post!

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.26
JST 0.040
BTC 98098.76
ETH 3483.62
USDT 1.00
SBD 3.27