ফটোগ্রাফি-কয়েকটি ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। আর ফুলের ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আজকে চমৎকার ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।


কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

IMG_20250909_173833.jpg
Device-OPPO-A15
Location


টগর ফুলের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ছোটবেলায় এই ফুলগুলো কড়ি ফুল নামেই চিনতাম। এখন জানতে পেরেছি এগুলোর নাম মূলত টগর ফুল। দেখতে যেমন সুন্দর তেমনি অসাধারণ তার সৌন্দর্য। সব মিলিয়ে এই ফুলের অপরূপ সৌন্দর্য দেখে ভালো লেগেছিল। আর চমৎকার এই জোড়া ফুলের ফটোগ্রাফি করতেও ভালো লেগেছিল। সাদা কালারের ফুল গুলোর সৌন্দর্যই আলাদা রকমের হয়।


IMG_20250909_173738.jpg
Device-OPPO-A15
Location


আমাদের অফিসের পাশের একটি বাগানে এই সুন্দর ফুলের দেখা পেয়েছিলাম। অফিসের কাজে যাচ্ছিলাম আর হঠাৎ করে বাগানের দিকে চোখ পড়েছিল। আর চমৎকার এই ফুল দেখতেও ভালো লাগছিল। তাই কাছে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম। দেখতে অনেকটা মাইক ফুলের মত। তবে এই ফুলের অরিজিনাল নাম আমার জানা নেই। ফুলের সৌন্দর্যটা অসাধারণ ছিল।


IMG_20250909_173804.jpg
Device-OPPO-A15
Location


জবা ফুলের সাথে আমরা সবাই পরিচিত। জবা ফুলের সৌন্দর্য খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই এই ফুল আমার ভালো লাগে। কারণ আমাদের স্কুলের মাঠেও এই ফুলের গাছ ছিল। এর আগে হয়তো আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে বলেছিলাম। আজকে যখন আবারও জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করার প্রস্তুতি নিয়েছিলাম তখন আবারো স্কুল জীবনের কথা আমার বারবার মনে পড়ছিল।


IMG_20250909_173920.jpg
Device-OPPO-A12
Location


এই ফুলটি দেখতে অনেকটাই জবা ফুলের মত। তবে জবা ফুল নয়। এই ফুলের আকৃতি দেখতে ঠিক জবা ফুলেরই মত। তবে রংটা কিন্তু বেশ সুন্দর। অনেকটা গাঢ় খয়েরী রংয়ের এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর আকৃতি। খুবই চমৎকার এই ফুল ফুটে থাকতে দেখে ভালো লেগেছিল। আমি সাথে সাথে ছবি তুলে রেখে দিয়েছিলাম।


IMG_20250909_173903.jpg
Device-OPPO-A12
Location


এই ফুলের সাথে আপনারা হয়তো সকলেই পরিচিত। এটি আমার বাগানের একটি ফুল। মাঝে মাঝে যখন এই রেইনলিলি ফুল ফুটে তখনই আমি ছবি তুলি। এই ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। রেইনলিলি ফুল দেখতে খুবই আকর্ষণীয় লাগে। আশা করছি এই ফুল সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 11 days ago 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে। আমার কাছে এক দুই এবং চার নং ফটোগ্রাফি গুলি বেশি ভালো লেগেছে। খুবই সামঞ্জস্যপূর্ণ বর্ণনার সাথে আপনার পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

সবগুলো ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

IMG_20250910_172945.jpg

 10 days ago 

ফুলের ফটোগ্রাফি দেখলে কিন্তু আমার কাছে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। আর ফটোগ্রাফির মধ্যে জবা ফুলের ফটোগ্রাফি এবং রেইনলিলি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 days ago 

জবা ফুলের সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 9 days ago 

সবসময় আপনার কাছ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এখানে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে শেষের দিকে আপনি আপনার বাগানের রেইনলিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 9 days ago 

দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.035
BTC 115955.47
ETH 4472.38
SBD 0.86