Steem Bangladesh Contest : The Diary Game

in Steem Bangladesh2 years ago

আসসালামু-আলাইকুম



আজ রোজঃ ৩আগষ্ট, ২০২২ ইং.

সকাল

Picsart_22-08-03_17-55-05-224.jpg
location:MVG2+CVM Digharan
সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাহিরে বের হলাম হাঁটার জন্য। দীর্ঘ সময় দৌড় ঝাপের পরে ক্লান্ত কিন্তু প্রফুল্ল মনে বাসায় আসলাম।বাসায় এসে ফ্রেস হয়ে কলেজে যাওযার প্রস্তুতি নেই।সকাল ৯ঃ৩০ মিনিটে বাসা থেকে বের হয়ে যাই, কলেজে পৌঁছাতে পৌঁছাতে ১০ঃ০০মিনিট বেজে যায়।কলেজে সব বন্ধু ও স্যারদের সাথে দেখা হয় অনেক দিন পরে।



দুপুর

কলেজে প্রায় দুপুর পর্যন্ত ক্লাস করি এবং ক্লাস শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেই। বাসায় এসে গোসল করে দুপুরের খাবার খাই।একটু মোবাইল চালাতে চালাতে ঘুমিয়ে পরি নিজের অজান্তেই।হঠাৎ বন্ধুর কলে ঘুম ভাঙে,তার ল্যপটপ এর কি যেন সমস্যা হয়েছে, তাই সেটা সার্ভিসিং করার জন্য বের হতে বলে। যখন টের পাই ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল প্রায়।



বিকাল

Picsart_22-08-03_17-58-08-619.jpg
location:QVFG+9XH Sonapukur
বন্ধুর সাথে সৈয়দপুরের উদ্দেশ্য রওনা দিলাম দুজনে।সেখানে গিয়ে সার্ভিসিং এর কাজ শেষে বাসার দিকে আসার প্রস্তুতি নেই।কিন্তু বন্ধু একটু ঘুরতে চাওয়ায় আমরা মেইন রোড বাদে গ্রামের লোকাল রোড দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।



সন্ধ্যা

Picsart_22-08-03_17-56-27-159.jpg
location:MW38+WF Parbatipur, Bangladesh
বাসা থেকে অন্য আর ও কয়েকজন বন্ধুদের সাথে দেখা করতে যাই। সবাই মিলে বেশ খানিকটা সময় অতিবাহিত করে, নাস্তা করলাম এবং এক এক করে সবাই বাসায় চলে আসলাম।



রাত

Screenshot_20220803-181054.png
location:MVG4+XR Khorakhai, Bangladesh
বাসা আসতে আসতে সন্ধ্যা পা হয়ে রাত হয়ে যায়।এসে দেখি আম্মু রান্না করছে,তাই আম্মুর সাথে বসে অনেক গল্প করে বই পরতে বসি।বই পরতে পরতে কারেন্ট চলে যায়।দীর্ঘ সময় ধরে করেন্ট না আসায় বাসার বাহিরে গিয়ে বসি।তার একটু পরে কারেন্ট আসলে আর ও কিছুক্ষণ বই পরে রাতের খাবার খেতে বসি।রাতের খাবার শেষে মোবাইল নিয়ে বসি মুভি দেখার জন্য। কিন্তু মুভি দেখার প্রতি বেশি চাহিদা না থাকার কারনে একটি গান দেখি কৃতি স্যননের(ক্যামলি সং)। যা আমার আনেক ভালো লাগে।শুনতে শুনতে রাতের লম্বা ঘুম এ আচ্ছন্ন হয়ে পরি।



@steem bangladesh কমিউনিটিতে তাদের নানান ধরনের চমৎকার ও অসাধারণ সব কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি @zubair60 @olaspecial কে।

😘ধন্যবাদ সবাইকে😘

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61521.43
ETH 3387.82
USDT 1.00
SBD 2.49