টার্গেট ডিসেম্বর -💗 পাওয়ার আপ সিজন -- ৪ (২০ স্টিম পাওয়ার আপ ) | | আমার বাংলা ব্লগ
হ্যালো,
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
বন্ধুরা,আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগএর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আজকে আমি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।কারণ আমরা সবাই জানি পাওয়ার বৃদ্ধি আমাদের স্টিমিট একাউন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷ যার যত বেশি পাওয়ার তার তত শক্তি ৷টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর মাঝে আমার ৫০০০ এসপি পুরন করার ইচ্ছা আছে। অর্থাৎ এই সিজনে ৫০০০ এসপি পূরণ করতে পারলে আমার দ্বিতীয় ডলফিন হওয়ার টার্গেটটি পূরণ হবে। আশা করি প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করে আমি আমার লক্ষ্য পূরন করবো ইনশাআল্লাহ।
আজ আমি টার্গেট ডিসেম্বর-৪ এ আমার টার্গেট নির্ধারণ করে ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করবো এবং পাওয়ার বৃদ্ধির প্রক্রিয়া গুলো আপনাদের মাঝে শেয়ার করব,আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ধাপ --১
প্রথমে আমি স্টিমিট একাউন্টে এ যাব,এরপর প্রোফাইল থেকে আমি আমার ওয়ালেটে যাব। এখানে আমার বর্তমান অবস্থা দেখতে পাবো।অর্থাৎ পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার যা ছিল তার স্ক্রিনশট।আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ও স্টিম পাওয়ারের চিত্র।
ধাপ - ২
এবার পাওয়া আপের জন্য,প্রথমে স্টিম এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৩
এবার কত স্টিম পাওয়ার আপ করব সেই এমাউন্টটা বসাবো। আমি ২০ স্টিম পাওয়ার আপ করছি তাই ২০ বসিয়ে দিয়েছি।এবার পাওয়ার আপে ক্লিক করতে হবে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৪
এবার এক্টিভ কী দিয়ে সাইন ইন করে দিতে হবে।ব্যাস আমার পাওয়ার আপ কমপ্লিট।
ধাপ -- ৫
পাওয়ার আপের পর স্ক্রিনশট।আমার বর্তমান স্টিম পাওয়ার।আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি | ৬১১৩.৫৩০ |
---|---|
পাওয়ার আপ | ২০ স্টিম |
বর্তমান এসপি | ৬১৩৩.৫৩১ |
আজকের মত এখানেই শেষ করছি।আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আমি প্রতিনিয়ত চেষ্টা করব পাওয়ার আপ করে আমার একাউন্টের ক্ষমতা বৃ্দ্ধি করতে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
আপনি আজকে ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন, এটা দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। পাওয়ার আপ মানেই হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা। নিজের লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছানোর জন্য ও পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। এমনকি নিজের স্থান অনেক বেশি শক্ত করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার পাওয়ার আপ দেখলে সবাই উৎসাহিত হবে। দোয়া করি আপু যেন আপনি ডাবল ডলফিন শীঘ্রই অর্জন করে নিতে পারেন।
ধন্যবাদ ভাইয়া সাপোর্ট করার জন্য।
Twitter link
পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি এই প্লাটফর্মে স্থায়ীভাবে টিকে থাকতে হয় তাহলে পাওয়ার আপ করতে হবে। আপনি আস্তে আস্তে অনেকে পাওয়ার আপ করে ফেলেছেন। দোয়া করি আপনি জন্য আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমিও গতকাল ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি । আসলে এই প্লাটফর্মে আমার মনে হয় টিকে থাকার জন্য পাওয়ার সবারই জরুরী। যাই হোক দোয়া করি আপু আপনার টার্গেটে যেন আপনি পৌঁছে যেতে পারেন। ধন্যবাদ আপনার পাওয়ার বৃদ্ধি করার পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ও।
নিজের সক্ষমতা কে বৃদ্ধি করতে প্রতিনিয়ত আপনি কিন্তু ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন। আর এমন পাওয়ার আপ গুলোই এক সময়ে আপনার একাউন্টকে লক্ষ্য পূরণে সহায়তা করবে। শুভ কামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু।
নিজেকে শক্তিশালী করতে পাওয়ার আপ করে যাচ্ছেনা, আপনার ২০ স্টিম পাওয়ার আপ দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এভাবে এগিয়ে যাবেন শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যি আপু আপনার পাওয়ার আপ দেখে অনেক ভালো লেগেছে। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে দ্বিতীয় ডলফিন অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। ইতিমধ্যেই ৬০০০+ এসপি পূরণ করে ফেলেছেন। আশা করছি এই সিজনে বাকি এসপি গুলো ও পূরণ করে ফেলতে পারবেন এবং ডবল ডলফিন অর্জন করে ফেলতে পারবেন। পাওয়ার আপ যত বেশি করবেন, তত বেশি সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এমনকি আপনার একাউন্টের শক্তিও অনেক বেশি বৃদ্ধি পাবে। এই কমিউনিটিতে দীর্ঘমেয়াদি টিকে থাকার জন্য ও পাওয়ার আপ জরুরী।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে সত্যিই আমার কাছে খুবই ভালো লাগলো। এ প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। আপনি ২০ স্টিম পাওয়ার আপ করে নিজেকে আরও একটা এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন। শুভকামনা রইল আপনার জন্য ।
আপনাদের সবার শুভ কামনায় একদিন সত্যিই লক্ষ্যে পৌঁছে যাব।ধন্যবাদ আপু।
আজকে আমিও পাওয়ার আপ করেছি। আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমি ভীষণ অনুপ্রেরণা পেলাম। সামনে আরো অধিক পরিমাণে পাওয়ার আপ করার চেষ্টা করব। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য। আমরা পাওয়ার আপকে ভালবাসি।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।
এভাবে পাওয়ার বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখলে অবশ্যই আপনার প্রতিটা লক্ষ্য পূরণ হবে। যেমনটা প্রথম ডলফিন হওয়ার লক্ষ্য পূরণ হয়েছে । এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই দ্বিতীয় ডলফিন হওয়ার লক্ষ্য পূরণ হবে। এ বছরের মধ্যেই আপনার লক্ষ্য পূরণ হবে আশা করি । সেজন্য ধারাবাহিকভাবে পাওয়ার বৃদ্ধি করতে হবে। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।