বিষয় -৩ || ঈদ এর পরবর্তী দিনে ঘোরাঘুরি আর সামান্য কিছু খাওয়া-দাওয়া ||Kudos ওয়ারী , ঢাকা || @shimulakter

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম , আদাব

হ্যালো,
বন্ধুরা সবাই কেমন আছেন ? সবাই ভাল আছেন আশাকরি । আমিও আপনাদের দোয়া ও শুভকামনায় ভালোই আছি ।

ঈদ আনন্দ, ঈদ খুশি । এই বিশেষ দিনে আমরা সবাই মজার মজার রান্না করি । সবাই মিলে মিশে আনন্দ হইচই করে সময় কাটাই । আপনি যত রান্নাই করেন না কেন , বাইরে ঘুরতে গেলে বাচ্চারা বাইরে খাবেই । বাইরের খাবার যদিও স্বাস্থ্যসম্মত নয় , কিন্তু বাচ্চারা কি আর বোঝে। তারা ফুচকা , চটপটি খুব পছন্দ করে। তাই অনিচ্ছা সত্ত্বেও তাদের খাওয়াতে হয় । আর সব কাজিনরা যখন একসাথে হয় , তখন ত কথাই নেই।

WhatsApp Image 2022-07-14 at 8.32.21 PM.jpeg
Kudos

যাইহোক আমরা সবাই মিলে ভাইয়ার বাসা পুরনো ঢাকার ওয়ারীতে যাই । সবাই মিলে অনেক ঘোরাঘুরি করি । ঘোরাঘুরির পর সবার খুব ক্ষুধা পেয়ে গেল। কি আর করার , সামনে Kudos খাবারের দোকানটাতে গেলাম ।গিয়ে ত আমার চোখ ছানাবড়া । দেখি , আমাদের মত আরও অনেকে সেখানে খাবারের জন্য দাঁড়িয়ে । আমার মনে একটা প্রশ্ন ই জাগল, ঈদে সবার বাসায় এত মজার মজার খাবার , তাও সবাই কেন বাইরে খাবে ? আমরা খাবারের অর্ডার করে কিছু সময় বসলাম । এই সময় কিছু ছবি তুললাম । আপনাদের সাথে তা শেয়ার করছি ।কিছু সময় পর খাবার চলে এলো। সবাই খাবার খেয়ে পানীয় খেয়ে এক এক করে বাইরে চলে গেলাম ।

WhatsApp Image 2022-07-14 at 7.45.03 PM.jpeg
খাবারের অর্ডার করে প্রতীক্ষায় আছে ।
WhatsApp Image 2022-07-14 at 7.31.36 PM (1).jpeg
প্রতীক্ষার শেষ হয়নি ।

WhatsApp Image 2022-07-14 at 7.31.37 PM.jpeg
অবশেষে খাবার এলো

WhatsApp Image 2022-07-14 at 7.31.37 PM (1).jpeg
এখন শুধু খাওয়ার পালা

বাইরে কিছু সময় ওয়ারী এলাকায় ঘুরতে ঘুরতে সবার চোখ পরল ফুচকার দোকানটাতে । ফুচকা ত তারা খাবেই । কি আর করা ফুচকার অর্ডার দিলাম ।

WhatsApp Image 2022-07-14 at 7.31.36 PM (2).jpeg
ফুচকা হাজির হয়ে গেল
ফুচকা চলেও এলো । সবাই টক দিয়ে মজা করে ফুচকা খাচ্ছিল ।আর আমি ওদের ছবি তুলেছিলাম ।কারন আমি বাইরের এসব খাবার পছন্দ করি না । সবার খাওয়া শেষ হলে আর কিছুক্ষন ঘুরে সবাই বাসার দিকে রওনা দিলাম ।

WhatsApp Image 2022-07-14 at 7.31.36 PM.jpeg
অবশেষে সবার ফুচকা খাবারের পালা
বাচ্চারা খুব বেশি মজা ও আনন্দ সেদিন পেয়েছিল । ঘুরতে কে না ভালবাসে , সবাই ভালবাসে ।আর ঘুরতে গিয়ে এমন খাওয়া দাওয়া ত বাচ্চারা পছন্দ করেই । তাই ঈদ এবং এর পরবর্তী দিন গুলি ভালোই কেটেছে ।

আমার আজকের এই ঘোরাঘুরি আর সামান্য কিছু খাওয়া দাওয়া আপনাদের কাছে কেমন লেগেছে , জানাবেন ।

সব ছবি গুলো আমি আমার মোবাইলে ধারন করেছি । তার কিছু তথ্য আমি নীচে তুলে ধরলাম -

ক্যাটাগরিফটোগ্রাফি
ডিভাইসSamsungA23
ফটোগ্রাফার@shimulakter
স্থানKudos,Wari

আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে , আশাকরি ভালোই লেগেছে । আজ এ পর্যন্তই । আবার আসব নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে । সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভাল থাকবেন ।

আল্লাহ্‌ হাফেজ
শিমুল আক্তার
@shimulakter

সবাইকে ধন্যবাদ

Sort:  
 2 years ago 

ঈদের পরে রোদ গরমে ঘোরাঘুরি করে শরীর কেমন সুস্থ রয়েছে সেটা একটু জানাবেন। করণ আমাদের এখানে যারা ঈদের আনন্দে লাফ ঝাপ খেলে বেড়াইছে সবাই অসুস্থ। এবারের আবহাওয়াটা খুবই খারাপ। এই মুহূর্তে বাইরের খাবার না খাওয়াই উচিত।

 2 years ago 

খুব সত্যি কথা। ভাইয়া বাচ্চারা কি আর মানে?? ওদের জন্যই বের হওয়া। আল্লাহর রহমতে সব বাচ্চারা আমরা সুস্হ্য আছি এখনও। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

এভাবে সবাই মিলে ঘোরাঘুরি করতে এবং হালকা পাতলা খাওয়া-দাওয়া করতে ভীষণ ভালো লাগে। আমি তো যখনই সময় পাই তখন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে চলে যাই। ভীষণ ভালো লাগলো দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47