ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " আমার রান্না করা কিছু খাবারের ফটোগ্রাফি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

যদিও খুব একটা বাইরে আমি যাই না।তাইতো ঘরে বসেই কিছু খাবারের ফটোগ্রাফি করেছিলাম।আজ তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।যাই হোক আমি চেষ্টা করছি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য। তাই এই "ফুড ফটোগ্রাফি" করা।এই সব খাবার সবটাই আমার নিজের হাতে রান্না করা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।

প্রথম ফটোগ্রাফি


IMG-20220726-WA0011.jpg

প্রথম ফটোগ্রাফিতে করলা ভাজি দেখা যাচ্ছে।অনেকেই আমরা করলা ভাজি খেতে পারি না।অথচ এই করলা শরীরের জন্য অনেক উপকারী সবজি।আমি তো ভীষণ পছন্দ করি।আর আমার হাতের রান্না করা করলা ভাজি একদমই তেতো হয়না।তাই তো সবাই বাসায় এলে এই ভাজিটি খেতে চায়।

দ্বিতীয় ফটোগ্রাফি


20230818_220941.jpg

20230818_220952.jpg

এরপর আমি কাঁচাকলা রান্না করেছিলাম কাতল মাছ দিয়ে। সত্যি কথা বলতে শরীরের কথা ভেবে সব ধরনের সবজি আমি পছন্দ করি।আসলে ছোটবেলা আম্মু অনেক রকম করেই সবজি খাওয়া শিখিয়েছে।তাইতো মাছ মাংসের মতো সবজি ও আমার ভীষণ পছন্দ। কাঁচাকলায় প্রচুর আয়রন আছে,যা শরীরের জন্য খুবই দরকারী।

তৃতীয় ফটোগ্রাফি


20230919_195600.jpg

20230919_195646.jpg

আমি আমার ছেলের জন্য প্রায়ই কেক করে থাকি।আর চকলেট কেক ওর ভীষণ পছন্দ। আর তাইতো আমি চকলেট কেক নিজ হাতে ওকে করে দেই।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

চতুর্থ ফটোগ্রাফি


IMG-20220805-WA0001.jpg

আমার বাসায় খাসির মাংসের রেজালা সবাই খুব পছন্দ করে।আর তাই আমি রেজালা রান্না করেছিলাম। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

পঞ্চম ফটোগ্রাফি


IMG-20220927-WA0008.jpg

শাপলা আমার খুবই পছন্দ। শাপলা চিংড়ি মাছ ও ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগে।

ষষ্ঠ ফটোগ্রাফি


20230720_132221.jpg

এই ফটোগ্রাফিতে পুঁইশাক ভাজি দেখতে পাচ্ছেন।পুঁইশাক খুব ভালো লাগে খেতে।সব সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়।সেদিন ভাজি করেছিলাম।খেতে খুব মজাই হয়েছিল।


পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার ফুড ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আহ কি যে লোভ লাগলো।তবে প্রথম ছবিটি দেখে ভাবছি এটা কেন দিলেন,হাহাহা।কারণ আমি একদমই খেতে পারি না। যাইহোক বেশি লোভ লাগলো আপনার কেক,খাসির রেজালা দেখে। এ ২টা জিনিস আমার খুবই পছন্দের।আর পুঁইশাক কখনো ভাজি করে খাওয়া হয়নি,বেশিরভাগ সময়ই মাছ আর ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়েছে,এমনকি আজও রান্না করেছে আম্মু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year (edited)

আপু আপনার রান্না করা খাবারের ফটোঅগ্রাফি গুলো দেখে আর লোভ সামলাতে পারছি না। দেখে খেতে ইচ্ছে করছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি ভালো ছিল। তবে বিশেষ করে চকলেট কেক এর ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে। সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার তৈরি খাবারের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা খাবার দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। সবগুলো খাবার একসাথে খেতে পারলে খুবই ভালো হতো। আমিও দু'দিন আগে এমন একটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। অনেক সময় দেখা যায় সময়ের অভাবে রেসিপির সম্পূর্ণ ফটোগ্রাফি করা হয় না কিন্তু ফাইনাল ছবি তুলেও কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

হে আপু একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

আমিও মাঝে মাঝে বাসায় তৈরি খাবারের ফটোগ্রাফি করে রাখি আপু। আর সেই খাবারের ফটোগ্রাফি সবার মাঝে শেয়ারও করি। বাসায় তৈরি খাবারের মজাই আলাদা। খাবার গুলো দেখে বুঝতে পারছি ভিন্ন ভিন্ন খাবার তাই ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া গেছে। প্রতিটি খাবারের ফটোগ্রাফি খুবই লোভনীয় ছিল, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

ফেভরিট শাকের মধ্যে পুঁইশাক অন্যতম। খেতে ভীষণ ভালো লাগে আপু সাথে গরম ভাত আর শুকনো মরিচ। পুরো জমে যায় ব্যাপারটা 😁। দারুণ সব ফটোগ্রাফি করেছেন রেসিপির।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 last year 

আমরা যারা বাহিরে কম বের হই তাদের ফটোগ্রাফি পোস্ট করা বেশ সমস্যা। আপনি বেশ মজাদার কিছু ফুড ফটোগ্রাফি করেছেন । দেখতে বেশ লোভনীয় লাগছে। আর ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। তবে খাসির রেজালার ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে।ধন্যবাদ মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল। আসলে আপু নিজের হাতে খাবার গুলো সব সময় সুস্বাদু ও পুষ্টিকর হয়ে থাকে। আপনার প্রতিটি খাবারের ফটোগ্রাফি চমৎকার ছিল। আর শাপলা দিয়ে চিংড়ি কিংবা ইলিশ মাছ রান্না করলে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই আমার জিভে জল চলে এসেছে আপু। প্রত্যেকটি খাবারের ফটোগ্রাফি অসাধারণ ছিল এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে কেক এর ফটোগ্রাফি। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

খাবার নামটা শুনলেই মনের মধ্যে কেমন জানি করে উঠে। বাঙালি মানেই খাদ‍্যরসিক। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। তবে চকলেট কেক এবং খাসির রেজালা টা বেশি আকর্ষণীয় লাগছে। বেশ সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপু।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90