DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি মোরগের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি মোরগের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন শুরু করার আগে আমার কি উপকরন লেগেছে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২.গ্লু
৩.কলম
৪. কাঁচি



কার্য প্রনালীঃ


ধাপ-১


প্রথমে কাগজের টুকরোটিকে কোনাকুনি ভাবে ভাজ করে এরপর ছবির মতো করে ভাজ করে নিলাম।

ধাপ-২


এবার কাগজের টুকরোটিকে মাঝ বরাবর ভাজ করে নিয়ে ছবির মতো করে আরো এক ভাজ করে নিলাম।

ধাপ-৩


এরপর কাগজ দুপাশ দিয়ে টেনে নিলাম।এবার মোরগের মাথা করে নিলাম।

ধাপ-৪


এরপর মোরগের লেজ করে নিলাম।

ধাপ-৫


এরপর কাগজ কেটে মোরগের মাথার ফুল করে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৬


এরপর চোখ ও লেজের পালক গ্লু দিয়ে লাগিয়ে দিলাম।

উপস্থাপনা



পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ



আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে আমার মোরগের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 
 last year 

মোরগের অরিগামি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক পরিশ্রম করে সুন্দর একটি মোরগের অরিগামি তৈরি করেছেন আপু। আপনার ইউনিক হাতের কাজ অনেক ভালো লেগেছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলে দেখতে খুবই অসাধারণ লাগে। আজ আপনি খুব সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে একটি মোরগের অরিগামি তৈরি করছেন

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা অরগামি গুলা দেখতে খুবই অসাধারণ লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে মোরগের অরিগামি তৈরি করেছেন যেগুলা সত্যি অসম্ভব সুন্দর হয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

সু স্বাগতম আপু।

 last year 

ওয়াও অসাধারণ আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে মোরগের অরিগামি তৈরি করেছেন। আপনার মোরগ তৈরি অসাধারণ হয়েছে। যদিও মোরগের পা দুটি দেওয়া হতো তাহলে আরো চমৎকার লাগতো। অনেক সুন্দর করে ধাপে ধাপে রঙিন কাগজের মোরগের অরিগামি তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হে আপু পা দেইনি।মোরগের পা দিলে আরো ভালো হতো।যাই হোক আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিনিয়ত একদমই ইউনিক কিছু অরিগামি শেয়ার করে আসছেন আপনি৷ আজকেও একদম ইউনিক একটি অরিগামি শেয়ার করেছেন। এরকম ইউনিক অরিগামি আমি কখনো দেখিনি। অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি অরিগামি শেয়ার করার জন্য। আর এই অরিগামিটি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর করে মোরগের অরিগামি বানিয়েছেন। তবে আপনার রঙিন কাগজের মোরগের অরিগামি খুব চমৎকার হয়েছে। আমি নিজেও রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে খুব ভালো লাগে। এবং কাগজের মোরগের মাথার উপর দিয়ে একটু ভিন্ন রকম কাগজ দেওয়ার কারণে দেখতে বেশ চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে কাগজ কেটে খুব সুন্দর করে মোরগের অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সহজেই মোরগের অরিগ্যামি তৈরি করেছেন আপু।মোরগের অরিগ্যামি টি দেখতে খুবই সুন্দর লাগছে। এ ধরনের অরিগ্যামি তৈরি করতে একটু সময়ের প্রয়োজন হয়। সুন্দর এই অরিগ্যামি টা ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে মোরগের অরিগামি তৈরি করা হয়েছে। এই মোরগটা অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি। ইউনিক পদ্ধতিতে এই মোরগটা তৈরি করা হয়েছে। এভাবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করলে সুন্দর লাগে। মোরগের মাথার উপরে ফুল লাগানোর কারণে বেশি ভালো লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা না করে থাকতেই পারলাম না।

 last year 

অনেক ধন্যবাদ আপু, সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার করা ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86