অনুভূতির কবিতা --- 💖 " অপেক্ষা " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও একটি কবিতা লিখে শেয়ার করছি।আশাকরি আমার আজকের এই কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

blur-1867402_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমরা মানুষ।তাই আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি বড় হওয়ার।তবে এমন স্বপ্ন কখনও দেখা উচিত নয়,যে স্বপ্ন দেখতে প্রিয়জনদেরকে হারাতে হয়।দুজন মানুষ বন্ধু। হতে পারে ছেলে ও মেয়ে বন্ধুত্ব।সেই বন্ধুত্ব যদিও গড়ে উঠেছে অনেকটা ই কিন্তু এই দুজনের ভাবনা চিন্তায় ছিল অনেক অমিল।ছেলেটির স্বপ্ন ছিল এতোটাই বড় হওয়ার,যার ফলশ্রুতিতে মেয়েটির সাথে তার এতোটাই অমিল। দুজন মানুষ এতোটাই বন্ধুত্বের সম্পর্কে থেকে ও আজ দুজন আলাদা,অনেক দূর।সেই মেয়েটির মনের অনুভূতি নিয়েই আমার আজকের এই কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমার আজকের কবিতার নাম অপেক্ষা।ছেলে আর মেয়ে দুজনের বন্ধুত্ব অনেকটাই গভীর হলেও তাদের দুজনের স্বপ্ন ছিল আলাদা।সেই স্বপ্নের জন্য ই আজ অপেক্ষা।

তবে চলুন শুরু করি---

স্বরচিত কবিতা -- " অপেক্ষা "


লেখা - শিমুল আক্তার


হঠাৎ দেখা তোমার সাথে
ব্যস্তময় এই শহরের পথে
হেঁটে যাচ্ছিলে তুমি ব্যস্ত আর কিছুটা আনমনে।
দেখলাম ভারী চশমা চোখে
আজও সেই ব্যস্ততা তোমার
দেখলাম ব্যস্ততা আমি তোমার সেই চোখে - মুখে।
কমেনি এক ফোটাও ব্যস্ততা তোমার
বেড়েছে মনে হয় বয়সের সাথে সাথে।
আমায় তুমি খুব সহজেই চিনতে পেরেছো
আমি যে সেই ছিপছিপে আমিটি ই রয়েছি
বদলাইনি আমি একটুও,
বেড়েছে শুধু বয়সটাই একটুখানি।
চশমা নেই আমার চোখে
আজ ও আছি সেই উচ্ছলতা নিয়ে।
তোমার আমার বন্ধুত্ব ছিল অনেকখানি
শুধু ভাবনাতে দুজন ছিলাম অনেক অমিল।
আমি আকাশ হতে চেয়েছিলাম
তুমি চেয়েছিলে হতে এক টুকরো রৌদ্র।
আমি আকাশ হতে না পারলে ও
আকাশ ছোঁয়ার স্বপ্ন আজ ও দেখি।
তুমি এক টুকরো রৌদ্র হতে চাইলেও
রৌদ্রের ঝলকানি তোমাকে জ্বলতে শিখালো
কিন্তু রৌদ্র তো ছুঁতে পারোনি,রৌদ্র তো ছোঁয়া যায় না।
মেঘের দেখা আর মেলেনি তোমার
দুজনের পথ আজ দুদিকেই রয়ে গেলো।
আমি আজ আকাশ ছোঁয়ার অপেক্ষায়
তুমি আছো এক টুকরো মেঘের প্রতীক্ষায়।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীকবিতা পোস্ট
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ


আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (1).png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

অনেক দিন পর আপু আপনার কবিতা পড়লাম।আসলে অসুস্থ থাকার কারনে ঠিক মত কমিউনিটিতে সময় দিতে পারছি না তবে এখন থেকে চেষ্টা করছি একটু একটু একটিভ হওয়ার ভালো লাগলো কবিতাটা পড়ে।

আমি আকাশ হতে চেয়েছিলাম
তুমি চেয়েছিলে হতে এক টুকরো রৌদ্র।
আমি আকাশ হতে না পারলে ও
আকাশ ছোঁয়ার স্বপ্ন আজ ও দেখি।

ধন্যবাদ

 last year 

আপু আপনার সুস্থতা কামনা করছি। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 
 last year 

আপনার অপেক্ষা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে ঠিক বলেছেন দুইজন মানুষ বন্ধুত্ব হয় ছেলে অথবা মেয়ে। বন্ধুত্ব থেকে অনেক সময় ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা থেকে একজনের জন্য একজন অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে।তবে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনি অপেক্ষা কবিতাটা খুব সুন্দর করে লিখেছেন তো। অনেক সুন্দর ছিল আপনার লেখা এই কবিতা। আমি কবিতা লিখতে যেমন পছন্দ করি তেমনি কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। প্রত্যেকটা লাইন আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন দেখে পড়তে খুব ভালো লেগেছে। আপনার কবিতা লেখার টপিক অনেক বেশি সুন্দর ছিল। সব মিলিয়ে সম্পূর্ণটা অসম্ভব ভালো ছিল এটাই বলতে হচ্ছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বিভিন্ন টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অপেক্ষা নিয়ে অনেক সুন্দর করে কবিতা লিখেছেন, যা পড়ে আমার কাছে ভালো লেগেছে। প্রত্যেকটা লাইন আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে শেয়ার করেছেন দেখে খুব ভালো লেগেছে। এরকম ভাবে কবিতা লিখলে অনেক সুন্দর হয় যা পড়তেও খুব ভালো লাগে। জাস্ট অসাধারণ ছিল এই কবিতাটি।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44