DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি পাতার অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।


রঙিন কাগজ দিয়ে একটি পাতার অরিগামিঃ


IMG_20231008_225704.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি পাতার অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন শুরু করার আগে আমার কি উপকরন লেগেছে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ
২. কাঁচি

20231003_110500.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20231003_110523.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বি ও আআড়াআড়িভাবে চার ভাজ করে নিলাম।

ধাপ -- ২


20231003_110557.jpg

20231003_110632.jpg

একটা ভাজ খুলে মাঝ বরাবর দুপাশে ভাজ করে নিলাম।এবার উল্টো দিকের পাশে ছবির মতো করে ভাজ করে নেবো।

ধাপ -- ৩


20231003_110832.jpg

20231003_111007.jpg

কাগজটিকে ছবির মতো করে উভয়পাশেই ভাজ করে নেবো।

ধাপ -- ৪


20231003_111143.jpg

20231003_111223.jpg

পোস্টে দেয়া ছবির মতো করে কেটে নিলাম।

ধাপ -- ৫


20231003_111252.jpg

BeautyPlus_20231003135718839_save.jpg

20231003_135751.jpg

20231003_111603.jpg

এবার ভাজ খুলে দেখলাম সুন্দর একটি পাতা হয়ে গেছে।


উপস্থাপনা


IMG_20231008_225716.jpg


IMG_20231008_210830.jpg


CollageMaker_2023103141814812.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে পাতার অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQX38h1gzwwBKaBpZAoQTPQrPRYEjmJYD6yDmDBagqEp6XZwz6upLWizSBZLzHfoiP9VQWNex46.png

Sort:  
 10 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতে ভালো লাগে। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার দক্ষতা টা অর্জন করাও বেশ কঠিন। আপনি খুব সুন্দরভাবে একটি অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, বেশ ভালো লাগলো আপনার সুন্দর ডাইপোস্ট।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 10 months ago 

আমার বাংলা ব্লগে না আসলে জানতামই না আমি কিভাবে অরিগামি তৈরি করা হয। আমিও আগে তৈরি করতাম। আপনার টা দেখে আমিও শুরু করব আবার। আপনার এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ আমি আশা করব আপনার কাছ থেকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজের বানানো জিনিসগুলো দেখতে সুন্দর হয়। আর কাজটি সম্পূর্ণ করতে পারলে ভালো লাগে। আপনার রঙিন কাগজের পাতার অরিগ্যেমিটি দারুণ ছিল। তবে কমলা রঙের হলেও দেখতে আরও সুন্দর লাগতো হয়তো।

 10 months ago 

হয়তো ভালো হতো। আমিতো পাতার রঙেই করলাম।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা পাতার অরিগামি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা পাতার অরিগামি তৈরি করতে হয়।

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে একটি পাতার অরিগামি তৈরি করেছেন।দেখতে খুবই দারুণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি পাতার অরিগামি বানিয়েছেন। ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে দেখতেও ভীষণ ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে। সত্যি বলতে আপনার রঙিন কাগজের পাতা তৈরি অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের পাতার অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

ওয়াও অসাধারণ আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে পাতার অরিগামি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন আমার কাছে ভালো লাগে ।তেমন দেখতে ও অনেক ভালো লাগে। তবে আপনার রঙিন কাগজের পাতা দেখে মনে হচ্ছে বাস্তবে কোন পাতার ফটোগ্রাফি হবে। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে হলে বাঁজগুলো খুব সুন্দর করে দিতে হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে রঙ্গিন কাগজ দিয়ে পাতার অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। কারণ এগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই ম্যাপল পাতাটি এমনিতেই খুব ভালো লাগে। এগুলো যত বেশি কালারফুল হয় তত বেশি সুন্দর লাগে আপনি খুব সুন্দর করে ভাঁজে ভাঁজে পাতাটি কেটেছেন। দেখতে ভালো লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 10 months ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 10 months ago 

অনেক সুন্দর একটি অরিগামি পোস্ট তৈরি করেছেন আপু। এই পাতাগুলো তৈরি করতে আমারও খুব ভালো লাগে। এই পাতা তৈরীর একটি পোস্ট আমিও করেছিলাম অনেক আগে। পাতাটি তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

 10 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 10 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59926.69
ETH 2622.88
USDT 1.00
SBD 2.38