ভ্রমন পোস্ট -- 💖 " হঠাৎ নিউ মার্কেটে যাওয়া "

in আমার বাংলা ব্লগ25 days ago
আসসালামু আলাইকুম

শুভ বিকাল সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।মূলত আজ শেয়ার করবো হঠাৎ নিউ মার্কেটে যাওয়ার অনুভূতি। আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

হঠাৎ নিউ মার্কেটে যাওয়াঃ


হঠাৎ নিউ মার্কেটে যাওয়া_20240610_165955_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,কাল ১১ ই জুন আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হবে।সবাই খুব একাসাইটেড তাই না।আমিও ভীষণ একসাইটেড হয়ে আছি।মনের মধ্যে লালন করছি আমার বাংলা ব্লগের এই সাফল্য কে।আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আমার বাংলা ব্লগের সাথে।তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবার এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমি আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

কাল হঠাৎ করে নিউ মার্কেটে গিয়েছিলাম একটি কাজে।কাজ অল্প সময়ের মধ্যে ই শেষ হয়ে গেলো।তাই ভাবলাম এতো কাছে এসে মার্কেটে ঢুকবো না তাই কি হয়?তাই আর দেরী না করে মার্কেটে ঢুকে পরলাম। দেখবেন,মার্কেটে গেলে প্রয়োজন ছাড়া ও অনেক কিছু কেনা হয়ে যায়।আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার জুতা কেনার কথা মনে পরে গেলো।আপনারা হয়তো আমার পোস্ট যারা পড়েন তারা জানেন আমি সকালে ছেলেকে স্কুলে দিয়ে হাঁটাহাঁটি করি।আর হাঁটার জন্য রিলাক্স ভাবে হাঁটার জুতার প্রয়োজন হয়।আমার দু জোড়া জুতা থাকলে ও দুটোতেই সামান্য সামান্য সমস্যা জনিত কারনে আমার খুব অসুবিধা হচ্ছিল।আসলে মার্কেটে ঢুকলে কিছু না কিছু তো কিনতেই হয়।তাই ভাবলাম প্রয়োজনীয় জিনিস এটা তাই জুতাই কিনে নিলাম।

20240610_093721.jpg

এরপর ব্যাগের দোকানে গিয়ে ব্যাগটি পছন্দ হয়ে গেলে তাও নিয়ে নিলাম।মার্কেটে ঢোকার সময় এতো ভীড় ছিল বিকেলটাতে অস্থির লাগছিলো। দোকানে গেলে শান্তি এসির মধ্যে। আমি ভেবে পাইনা সবাই এতো কি কেনাকাটা করে।আমি সেই রমজান মাসে মার্কেটে গিয়েছিলাম।আজ এখানে কাজে না এলে মার্কেটে ঢোকাও হতো না।

20240610_094111.jpg

যদি ও চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইয়ারের দরকার ছিল না।কিন্তু চুল সেট করার জন্য এটা নিলাম।যদিও হেজাব থাকে মাথায়।তারপরেও বাসায় বা কোথাও গেলে চুল সেট করে নিলে ভালো হয়।আমার সেজো ননদ আমেরিকা থেকে চুল স্ট্রেট করার মেশিন অনেক আগেই দিয়েছে।সেটা দিয়ে চুল মাঝে মাঝে স্ট্রেট করা হয় আমার।তবে এখন গরম তাই করা হয় না।

20240607_142536.jpg

20240607_142624.jpg

20240607_142717.jpg

আমি আরও কিছু টুকিটাকি কিনেছিলাম কাল।যেমন ছোট ছোট কানের টপ,আংটি এসব আর কি।আমার স্বর্নের কিছু আসলে পরতে ইচ্ছে করেনা।সব সময় সাধারন ভাবে থাকতেই ভালো লাগে।তাই ছোট ছোট এ ধরনের জিনিস গুলো পরতেই বেশী ভালো লাগে।তাই নিউ মার্কেটে গেলে এ ধরনের জিনিস গুলো বেছে বেছে আমি নিয়ে থাকি।এইতো এক কাজ করতে গিয়ে নিজের জন্য বেশকিছু প্রয়োজনীয় শপিং করা আমার হয় গেলো।আমি এমনিতেই মার্কেটে যেতে চাই না।আর যেহেতু যাওয়া হলো তখন কিছু না কেনাকাটা করলে কি চলে বলেন তো।তাইতো কেনাকাটা শেষ করে রাত ৮ টার পরে বাসায় এলাম।

আজ আর নয়।আশাকরি আমি আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীভ্রমন
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

Screenshot_20240529-005646_WhatsApp.jpg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 25 days ago 
 25 days ago 

আসলে আপু কেনাকাটা করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন মার্কেটে গেলে না কিনতে চাইলেও ভালো কিছু দেখলে কিনতে হয়। আপনি বেশ কিছু জিনিস কিনেছেন দেখছি।আপনি নিশ্চয় বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

অনেক ধন্যবাদ আপু।

 24 days ago 

নিউ মার্কেটে গেলে আর টাকা থাকলে আপনার প্রয়োজন ছাড়াও অনেক জিনিষ কিনতে মন চাইবে। কারন সেখানে যা আছে দেখলে শুধু কিনতেই মন চাই। আপনার হেয়ার ড্রাইয়ার এন্ড স্টাইলারের কাজ কি..? সেটা আমার অজানা থাকাই ভালো, হে হে হে। ধন্যবাদ।

 23 days ago 

নিউ মার্কেটে গেলে আসলে না কেনার হলে ও কেনা হয়েই যায়।ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

কেনাকাটা করতে আমরা মেয়েরা অনেক পছন্দ করি। আপনি নিউমার্কেট গিয়ে দেখছি বেশ ভালই কেনাকাটা করেছেন। সত্যি কথা বলতে আপু সোনার গহনা পড়তে আমারও খুব একটা ভালো লাগে না। যাইহোক আপনার কেনাকাটার মুহূর্ত পরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু কেনাকাটা সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 23 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু মতামত প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15