ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " আমার রান্না করা বিভিন্ন খাবারের ফটোগ্রাফি "
আসসালামু আলাইকুম
প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,."আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
যদিও খুব একটা বাইরে আমি যাই না।তাইতো ঘরে বসেই কিছু খাবারের ফটোগ্রাফি করেছিলাম।আজ তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।যাই হোক আমি চেষ্টা করছি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য। তাই এই "ফুড ফটোগ্রাফি"করা।আজকের এই রেসিপি গুলো সবটাই আমার নিজের হাতে রান্না করা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।
প্রথম ফটোগ্রাফি
প্রথম ফটোগ্রাফিটিতে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন। বিরিয়ানি আমরা সবাই কিন্তু পছন্দ করি তাই না, হে ঠিক তাই।আর বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের আবদারের যেনো শেষ নেই।তাই মাঝে মাঝেই রান্না করতে হয়।আর সাথে চিকেন কাবাব হলে তো কথাই নেই।তাইতো রান্না করতে হলো।তারই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
দ্বিতীয় ফটোগ্রাফি
চিকেন কারি খুব মজার একটি রেসিপি। খেতে ভীষণ মজার।ছোট-বড় সবাই ভীষন পছন্দ করে এই রেসিপিটি। রান্না করা হয়েছিল।ফটোগ্রাফি করে রেখেছিলাম।
তৃতীয় ফটোগ্রাফি
সব সময় চিকেন রান্না খেতে আসলে ভালো লাগে না। তাই মাঝে মাঝে চিকেন ফ্রাই আর চিকেন কাবাব খাওয়া হয়।যখন তখন মন চাইলে তো আর চিকেন কাবাব করে খাওয়া যায় না।তাইতো সময় সুযোগ বুঝে চিকেন কাবাব করে সংরক্ষণ করে রাখি।তখন ইচ্ছে হলেই বের করে ভেজে নেওয়া যায়। খেতে কিন্তু দারুন মজার।
চতুর্থ ফটোগ্রাফি
শীত মানেই নানা রকমের সবজির সমারোহ।তাই এই শীতে মিক্সড সবজি খেতে আমি ভীষণ পছন্দ করি।সবজি গলে গেলে আসলে খেতে ভালো লাগে না।এই রকম ভাজি করে খেতে খুব পছন্দ করি আমি।
পঞ্চম ফটোগ্রাফি
এই রেসিপিটি হচ্ছে ছোট মাছের পাতুরি রেসিপি। এই রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।এই রেসিপিটি প্রতিযোগিতার জন্য করেছিলাম।আশাকরি আপনাদের কাছে আমার রান্না করা এই ছোট মাছের পাতুরি রেসিপিটি ভালো লেগেছে।
ষষ্ঠ ফটোগ্রাফি
এই রেসিপিটি আমার ভীষণ পছন্দের একটি ভর্তা রেসিপি। চিনতে পারলেন না তো? যাক, আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে মসুরের ডাল ভর্তা।আমি ঝাল খুব পছন্দ করি।তাইতো শুকনা মরিচ ও কাঁচা মরিচ দিয়ে ভর্তাটি করে নিয়েছি।খেতে কিন্তু দারুন মজার হয়েছিল। আপনারা আমার মতো কে কে ডাল ভর্তা পছন্দ করেন, বলবেন তো।
আজ আর নয়। আশাকরি আমার ফুড ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
এতো রাতে আপনার খাবার দেখে লোভ লেগে গেল আপু। বিরিয়ানী খেতে তো খুব ইচ্ছে করছে। সাথে চিকেন কাবাব! মজার মজার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ☘️
অনেক ধন্যবাদ ভাইয়া।
ইয়াম্মি সব খাবারের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। প্রত্যেকটি খাবার অনেক লোভনীয় ছিল। আপনার মত আমারও ডাল ভর্তা অনেক পছন্দের। চিকেন আর চিকেন বিরিয়ানি দেখতে তো খুবই লোভ লাগছে।
প্রত্যেকটি খাবার খুবই লোভনীয় লাগছে দেখতে। চিকেন বিরিয়ানি আমারো বেশ পছন্দের। দেখে তো খেতে ইচ্ছে করছে । চিকেন কাবাব এভাবে সংরক্ষণ করা যায় এটা জানা ছিল না। চিকেন কাবাবও ভালো লাগে খেতে। মসুর ডালের ভর্তা এভাবে কখনো খাওয়া হয়নি। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এত লোভনীয় খাবার যদি একসাথে চোখের সামনে চলে আসে তাহলে কি কোন ভাবেই লোভ সামলানো যায়। বিশেষ করে বিরিয়ানি এবং চিকেন কারি দেখেই লোভ লেগে যাচ্ছে।
তাই বুঝি,ধন্যবাদ ভাইয়া।
আমরা যারা বাহিরে কম বের হই তাদের জন্য ফটোগ্রাফি পোস্ট করা বেশ কঠিন। আপনি তাইতো আপনার রান্না করা খাবারের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। প্রতিটি খাবার দেখতে বেশ লোভনীয় লাগছে। আর ফটোগ্রাফিও বেশ সুন্দর হয়েছে। মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
উপসস চিকেন বিরিয়ানি,চিকেন, চিকেন ফ্রাই। উপ এগুলো দেখেতো জিভে পানি চলে আসলো। সব গুলো ফটো দেখেই লোভ লেগে গেলো।
তাই আপু, ধন্যবাদ আপনাকে।
মসুর ডালের ভর্তা দেখেই তো চিনতে পেরেছি আপু। কারণ ডাল ভর্তা আমার ভীষণ পছন্দের। লোভনীয় সব খাবারের আইটেমগুলো দেখে সত্যি ভালো লাগলো। চিকেন গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
Twitter link
আপু আপনি অনেক সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে চিকেন বিরানি চিকেন কারি এবং চিকেন কাবাব গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার মসুর ডালের ভর্তাটাকে আমি ভেবেছিলাম আলুর ভর্তা। লোভনীয় অনেকগুলো খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
এতগুলো লোভনীয় খাবার একসাথে দেখে সত্যি জিভে জল চলে আসলো।
বিশেষ করে বিরিয়ানি চিকেন কারি এবং চিকেন ফ্রাই সবথেকে বেশি ভালো লাগলো।
তৃতীয় নাম্বার ফটোগ্রাফি দেখে তো লোভ সামলানো মুশকিল ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।