ফটোগ্রাফি পোস্ট -- 🥰 ফুড ফটোগ্রাফি | | আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

সবাইকে আমার বাংলা ব্লগে স্বাগতম


হ্যালো বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

Add a heading (46).jpg

Canva দিয়ে বানানো

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ফুড ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

সবুজ,বন-বনানির ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে।আমার মনে হয় সবাই খুব পছন্দ করে।কিন্তু আমরা যারা বাইরে কম বের হই তাদের জন্য ঘরে বসেও ফটোগ্রাফি করার একটি মাধ্যম হল " ফুড ফটোগ্রাফি "। এটাও কিন্তু কম নয় কিছুতে।একটা খাবারকে সুন্দরভাবে তুলে ধরা ।তো যাই হোক আমি চেষ্টা করছি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য এই " ফুড ফটোগ্রাফি " করার।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আজ আমি কিছু সব্জির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।

ফটোগ্রাফি নংঃ ১

WhatsApp Image 2023-03-23 at 10.21.05 AM.jpeg

ক্যাপসিকাম খুব পছন্দ আমার।অনেক রান্নাতেই আমার এই জিনিসটির খুব দরকার হয়।তাই একসাথে অনেক এনে আমি ডিপ ফ্রিজে রেখে দেই।সবজি রান্নাতে,পাস্তায়,নুডুলসে,ফ্রাইড রাইসে,আরো অনেক কিছুতে এই ক্যাপসিকাম আমার প্রয়োজন মেটায়।তাই এই জিনিসটা খুব উপকারী আমার জন্য। বেশকিছু দিন আগে এনেছিলাম।তারই ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফি নংঃ ২

WhatsApp Image 2023-03-23 at 10.21.06 AM (1).jpeg

এখানে কিছু টমেটো দেখতে পাচ্ছেন। রান্নার জন্য ধুয়ে নিয়েছিলাম। তারই ফটোগ্রাফি শেয়ার করলাম।

ফটোগ্রাফি নংঃ ৩

WhatsApp Image 2023-03-23 at 10.21.06 AM (2).jpeg

এটা মিষ্টি কুমড়া ভাজির ফটোগ্রাফি। ভাজি করার জন্য কেটে ধুয়ে রেখে ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি নংঃ ৪

WhatsApp Image 2023-03-23 at 10.21.06 AM.jpeg

করলা আমার পছন্দের একটি সবজি। এই গরমে করলা খাওয়া খুব ভাল।আমি ভাজি করব বলে কেটে ধুয়ে নিয়েছি।আর সেই সাথে ফটোগ্রাফি ও করে নিয়েছি।

ফটোগ্রাফি নংঃ ৫

WhatsApp Image 2023-03-23 at 10.21.07 AM.jpeg

এটা তরকারী রান্নার শসা। রান্নার জন্য কেটে ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি নংঃ ৬

WhatsApp Image 2023-03-23 at 10.21.05 AM (1).jpeg

মিক্সড সবজি খেতে খুব ভালো লাগে।কিছু সবজি কেটে আমি ফটোগ্রাফি করে নিয়েছি।

ফটোগ্রাফি নংঃ ৭

WhatsApp Image 2023-03-23 at 10.25.27 AM.jpeg

বেশকিছুদিন আগে আচার করব বলে জলপাই কেটে হলুদ-মরিচ দিয়ে বারান্দার রোদে দিয়েছিলাম।তার ই ফটোগ্রাফি করেছিলাম,যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশাকরি আমার আজকের সব্জির ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার সার্থকতা।

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আজ আর নয়। আশাকরি আমার ফুড ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।🎀

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLRSQhQJhNKRTz62kGjtZ7F5RFpYFXow3mm1nCXmyudmvp6oMoQ3i12tnGYgVMQkRpNQ9pRTygtRywTPtHS4tCYiwkAgvYEzmYSST8DyNUvARfV.png

🧡 সবাইকে ধন্যবাদ 🧡

Sort:  
 3 years ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট একেবারেই ভিন্ন রকমের হয়েছে। বিভিন্ন রকমের সবজিগুলো সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। আসলে নতুন নতুন আইডিয়া দেখে ভালো লাগে। নতুন কিছু করলে নিজের কাছে ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফুড ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগছে। প্রতিটা ফটোগ্রাফির খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুড ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে ও।

 3 years ago 

এত বুদ্ধি নিয়ে কিভাবে থাকেন আপু। এই বিষয়টা তো আমি কখনোই ভাবিনি। আপনি ঠিক বলেছেন বাহিরের ফটোগ্রাফি সবাই অনেক পছন্দ করে কিন্তু যারা বাহিরে না যায় তারা কিভাবে ফটোগ্রাফি করবে। কিন্তু আপনি বুদ্ধি করে ফুড এর ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে করেছেন। আপনার ফটোগ্রাফি দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। আপনার এই আইডিয়াটা আমি ফলো করব।

 3 years ago 

বাইরে যাওয়া হয় না আপু, খুব কম।ছেলের স্কুল, তাই।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন।ফুড ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি মধ্যে ভিন্নতা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর করে ফুড ফটোগ্রাফি করেছেন। এরকম ভিন্ন ফটোগ্রাফি দেখতে আসলে খুব ভালো লাগে। আপনি একদম ভিন্ন আইডিয়া করে ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম।অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করলেন খুব ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত ছিল। করলা আমার পছন্দের একটি সবজি। করলা শরীরের জন্যও অনেক ভাল। আর ক্যাপসিকাম খুব কম খাওয়া হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

বেশ সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন আপু। আপনার আজকের ফটোগ্রাফি দেখে তো ‍শুধু খাই খাই ভাব জাগছে। প্রতিটি খাবারই আমাদের দেহেরে জন্য অনেক প্রয়োজন । সুন্দর ছিল আপনার আজকের পটোগ্রাফি।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 104740.08
ETH 3582.10
USDT 1.00
SBD 0.55