জেনারেল রাইটিং পোস্ট -🙂 " জীবনে চলার পথটা সহজ নয় "

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম


শুভ সন্ধ্যা সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।নতুন আর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোস্ট লেখা শুরু করছি।

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের ব্লগ জেনারেল রাইটিং।আজকের জেনারেল রাইটিং বিষয়টি সম্বন্ধে আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন।তবে চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে কিছু আলোচনা করি।

জীবনে চলার পথটা সহজ নয়ঃ


জীবনে চলার পথটা সহজ নয়_20240703_175736_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমার আজকের পোস্টের বিষয়টি আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। মানব জীবন খুব চ্যালেজিং জীবন।এই জীবন যেমন সহজ আবার তেমন ই কঠিন। আমাদের চলার পথটি খুব একটা সহজ নয় যেমনটা আমি মবে করি।অতীতের দিনগুলো যেমন সহজ ছিল তেমনি মানুষ গুলো ও সহজ ভাবে জীবনযাপন করেছে।যুগের সাথে সাথে সবকিছুর বদল হয়েছে।মানুষের চিন্তা চেতনার পরিবর্তন এসেছে।

আজকাল এমন হয়েছে প্রতিটি বিষয়ে যা কিনা আমাদের জীবন সহজ তেমনটা ভাবতে পারিনা।যেখানেই আপনি যান না কেন সবকিছুর পরিবর্তন এসেছে।এই পরিবর্তন আমরা অনেকেই সহজ ভাবে মেনে নিতে পারিনা।দেখুন,আজ ঘরে ঘরে এতো এতো শিক্ষিত যুবক-যুবতী আছেন কিন্তু চাকরি নেই অনেকের ই।অনেক যোগ্য কেউ আজও জুতার ক্ষয় করে করে চাকরির চেষ্টা করে চলেছে।কিন্তু আজ চাকরি যেনো সোনার হরিণের মতো হয়ে গেছে।

আজকাল এতো নতুন নতুন রোগ আমরা দেখতে বা শুনতে পাই।তখন জীবনে নতুন করে ভীতির তৈরি হয়।আর এই রোগ নির্নয় ও রোগ প্রতিরোধ করার জন্য চিকিৎসা করাতে হলে অনেক বেশী অর্থের প্রয়োজন হয়।যা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের সাধ্যের বাইরে খরচ চালানোর।জীবন সেখানে সত্যি ই খুব কঠিন মনে হয়।তখন বোঝা যায় জীবনে চলার পথটা সহজ নয়।

এরপর শিক্ষাক্ষেত্রে যদি চোখ দেই তবে দেখতে পাই এখানেও অনেক বিষয় আমদের জীবনটাকে কঠিনতর ই করে তুলছে।আপনি দেশের যেই সেক্টরেই যান না কেন সেখানেই দেখবেন জীবনে চলার পথটা কঠিন ই মনে হবে।আমাদের পারিপার্শ্বিক অবস্থায় ই আমাদের বলে দেয় জীবনে চলার পথটি খুব একটা সহজ নয়।

তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যুগের সাথে সাথে নিজেদের কে অ্যাক্টিভ করার।কেউ হয়তো যুগের সাথে সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়।কিন্তু কেউ আবার একদমই পারেনা।হোঁচট খেয়ে পরে পিছিয়ে যায়।এমনি ভাবে চলতে থাকে মানব জীবন।তবে সবকিছু সহজ নয় বলে ই আমাদের কে চেষ্টা চালিয়ে যেতে হবে।যেখানে চেষ্টা আছে সেখানে সফলতা ও আছে।কঠিন জীবনকে সহজ করতে হবে চেষ্টা দ্বারা।

আজ আর নয়।আশাকরি আমি আমার জেনারেল রাইটিং এর বিষয়টি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 last month 
 last month 

আমার কাছেও ঠিক তাই মনে হয় আপু। জীবন চলার পথটা এতটা সহজ নয়। শিক্ষা, চিকিৎসা বা বাসস্থান সব ক্ষেত্রেই রয়েছে জটিলতা। সবক্ষেত্রেই অর্থের প্রয়োজন। সেই সাথে তো সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে মানিয়ে নেওয়া। ধন্যবাদ বাদ আপু সুন্দর করে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপু।

 last month 

ঠিক বলেছেন আপু আগের দিনের মানুষগুলো সহজ-সরল ছিল। আর আগের দিনগুলোও ছিল সহজ। তাই আগে অল্প লেখাপড়ায়ও চাকুরী মিলেছে। আবার এত রোগও ছিল না। ছোট খাট ডাক্তার দেখিয়ে রোগ সেরে গেছে। কিন্তু যত দিন চলে গেছে আমাদের জীবন থেকে দিনগুলো যেন কঠিন হয়ে গেছে। এখন অনেক শিক্ষিত মানুষও চাকুরী পাচ্ছে না। আবার অনেক মানুষগুলো যেন অনেক বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে। সবমিলিয়ে এখন চলার পথগুলো যেন কঠিন হয়ে পরেছে।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

বাহ্ সুন্দর একটি টপিক নিয়ে লিখেছেন আপু।আসলেই জীবনে চলার পথ টা কঠিন।শিক্ষা ,বাসস্থান ,চিকিৎসা সবক্ষেত্রেই রয়েছে বাধা।আর আমাদেরকে সেগুলো অতিক্রম করে চলতে হয়।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last month 

আপু আপনার সাথে সহমত পোষণ করছি অতীতে মানুষগুলো যেমন সহজ সরলভাবে জীবন যাপন করেছে।এখন কিন্তু ততটা সহজ নয়। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। জীবন চলার পথ যদি সহজ হতো, তাহলে এত প্রতিযোগিতা থাকত না। 💞

 last month 

সত্যি ই তাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি এবং একেবারে বাস্তবিক কিছু কথা আপনার পোস্টের মধ্যে আপনি ফুটিয়ে তুলেছেন৷ আসলে আমাদের জীবনের সব ক্ষেত্রেই অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হয়৷ যদি আমরা কোন ধরনের কষ্ট না করি তাহলে আমরা কখনোই আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না৷ এভাবেই যদি আমরা পরিশ্রম করে যেতে পারি তাহলে আমাদের জীবনের পথ চলা সহজ হবে৷ তা নাহলে কখনোই আমাদের জীবনের পথ চলা সহজ হবে না৷

 last month 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23