জেনারেল রাইটিং -- 💕 "প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয়নাঃ


yoga-2176668_1280.jpg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

বন্ধুরা,আমার আজকের জেনারেল পোস্টটি খুব পরিচিত একটি বিষয় কে নিয়ে লেখা। আর বিষয়টি হলো "প্রান থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয়না।" এই পৃথিবী সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামীন অনেক প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেছেন।তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী।আর এই শ্রেষ্ঠ হওয়ার জন্য এই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীন একটি মন দিয়ে দিয়েছেন।এই মনের কারনেই মানুষ সকল প্রাণী থেকে শ্রেষ্ঠ।

পৃথিবীর আর সকল প্রাণীর মধ্যে আল্লাহ প্রাণ দিলেও তাদের মাঝে মন,বিবেক,বুদ্ধি আল্লাহ দেননি।এটা মানুষের মাঝেই তিনি দিয়েছেন।আর এই মানুষের মন আছে বলেই মানুষ ভালো মন্দ,সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,বিবেক-বুদ্ধি দিয়ে কাজ করতে পারে।এই বিবেকের কারনেই মানুষ ভালো -মন্দ বুঝে চলতে জানে।যা কিনা অন্য প্রাণীদের মাঝে আশা করা যায় না।

আমরা মানুষ আমাদের মধ্যে সুন্দর একটি মন আছে।অথচ এই মনকে আমরা অনেকেই ভালো কাজে লাগানো থেকে দূরে থাকি।আমরা যদি আমাদের মনের বিবেক দিয়ে কাজ নাই ই করি তবে তো আমরা দিনশেষে অন্য প্রাণীর মতোই হয়ে গেলাম।সেখানে মনের অস্তিত্ব কোথায় রইলো।মানুষ হিসেবে আমাদের মনকে কাজে লাগিয়ে মানবিক গুনাবলী অর্জন করতে হবে।তবেই মানুষ হিসেবে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে।

মন আর বিবেক আছে বলেই প্রাণী হলেও সে মানুষ। আর প্রাণ আছে বলেই তারা শুধু প্রাণী।আবার এই মানুষ যখন তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে তখন সে শুধু একজন প্রাণী হয়েই পৃথিবীর বুকে বেঁচে থাকে।তখন তাকে মানুষ বলা যায় না।তাই আমাদের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে।শুধু মন আছে বললেই কিন্তু মানুষ হওয়া যায় না।তাতে যদি বিবেক বুদ্ধি দিয়ে কাজ না করা হয়।তাই মানুষ হিসেবে শুধু প্রাণ থাকলেই হবেনা,সুন্দর মন ও থাকতে হবে।মনের বিকাশ সাধনের মাধ্যমে একজন যথার্থ মানুষ হতে হবে।

আসুন,আমরা শুধু প্রাণী নয় একজন পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠি।আমাদের মধ্যে বিবেক, বুদ্ধিকে জাগ্রত করি।নিজেদেরকে অন্য প্রাণী থেকে আলাদা করে তুলি।মনের সুন্দর যত্ন করি।এতে করে সমাজ,দেশ সমৃদ্ধি লাভ করবে।দেশে যত পরিপূর্ণ মানুষ পাওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

আজ আর নয়।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

পোস্ট বিবরন


শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 
 last year 

আপু আপনার এই লেখাটি পড়ে আমার একটা কথা মনে পড়ে গেল, একজন বলছিল গায়ে চামড়া থাকলে মানুষ হওয়া যায় না। তখন ছোট ছিলাম কথাটা বুঝতে পারছিলাম না কিন্তু এখন বুঝি আসলে গায়ের চামড়া থাকলে মানুষ হওয়া যায় না। ঠিক যেমন আপনি প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। আমার ঐ কথার সাথে আপনার লেখাটি অনেকটা মিল রয়েছে। আমরা জাতি আজকে কোন জায়গায় গিয়ে ঠেকেছি। আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ পোরটাই শেষ হয়ে গেছে। আমাদের বিবেক জাগ্রত করতে হবে। আমরা যে মানুষ তা আমাদেরকে প্রমান করতে হবে। আর তার জন্য আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। তাহলে সম্ভব তাছাড়া সম্ভব না।

Posted using SteemPro Mobile

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে এটা কিন্তু একেবারে সত্যি বলেছেন মন থাকলেই মানুষ হওয়া যায় না। যারা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে তারাই হচ্ছে মানুষ। আপনি এই পোস্টের মাধ্যমে যে কথাগুলো তুলে ধরেছেন সেগুলো একেবারে সত্যি এবং বাস্তবিক। আমার কাছে আপনার সম্পূর্ণ পোস্টটা পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আসলে এখন প্রত্যেকটা মানুষ বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে চায় না। হুট করে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে নেয়। দশটা অসাধারণ ছিল আপনার লেখাটা।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আসলে মানুষ হচ্ছে সকল সৃষ্টির সেরা জীব। মানুষের মন অবশ্যই আছে, কিন্তু তারা মানবিকভাবে মানুষ হতে পারেনি। আসলে আমরা সবাই মানুষ কিন্তু আমরা অনেকেই রয়েছে যারা ভেবেচিন্তে কোন কাজ করি না। বিবেক বুদ্ধি দিয়ে যদি যেকোনো কাজ করা হয় তখন সেই কাজটা অনেক সুন্দর হয়। যারা বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে না তারা জীবনে উন্নতিও করতে পারেনা। শিক্ষামূলক পোস্ট নিয়ে হাজির হওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year (edited)

আপনি ঠিক বলেছেন মন না থাকলে মানুষ হওয়া যায় না। পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটি মন দিয়েছে। সেই মনের কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। মানুষ তাদের বিবেক খরচ করতে পারে ভালো-মন্দ বুঝতে পারে এই কারণে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ জীব। তবে অনেক মানুষ আছে যাদের বিতরের অন্তর টা ঠিক নেই। যদিও মানুষ তাদের বিবেক খরচ দিয়ে সবকিছু করতে পারে তাহলে সেই শ্রেষ্ঠ মানুষ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ আপনি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। প্রাণ থাকলে প্রাণী কিন্তু মন না থাকলে সেটি মানুষ হয় না। পৃথিবীতে মানুষ হচ্ছে বিবেক বুদ্ধিমান প্রাণী। সকল প্রাণীর মধ্যে প্রাণ আছে কিন্তু মানুষের মধ্যে বিবেক এবং মন আছে। যদি মানুষ সেই মন এবং বিবেক খরচ করে তাহলে অনেক ভালই কিছু করে। আসলে পৃথিবীতে অনেক মানুষ আছে বিবেক এবং মন ঠিকমতো খরচ করে না। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার টাইটেল পড়েই মুগ্ধ হয়ে গেছি। প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। শত ভাগ সত্য একটি বাক্য। বর্তমান সমাজে কয় জনের ভাল মন মানুষিকতা আছে....। সবাই চায় অন্যের ঘাড়ে পা রেখে উপরে উঠতে। যায়হোক আমাদের ভিতরে আল্লাহ সঠিক বুঝ দান করুন। ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91