DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই ??


হ্যালো বন্ধুরা,



"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামিঃ


CollageMaker_20238141119329.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

বন্ধুরা,আমি আজ রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামি শেয়ার করবো। আসলে রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে।কিন্তু করতে গেলে খুব বেশি কষ্ট হয়।আমার আজকের এই ডাই পোস্টটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।আর ভালো না লাগলেও জানাবেন।বন্ধুরা এই মাকড়সার অরিগামি যখন আমি কাগজ ভাজ করে কাটতে যাই তখন খুব কষ্ট হয়েছিল।আসলে একটি কাগজকে কয়েকটা ভাজ করে কাটা একটু কষ্টেরই।যাই হোক চলুন এই অরিগ্যমিটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা তুলে ধরছিঃ

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ
২.কাঁচি
৩. কলম
৪. ছুরি

20230814_084718.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230814_084806.jpg

20230814_084828.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে কোনাকুনি করে কেটে নেবো।

ধাপ-২


20230814_085041.jpg

20230814_085203.jpg

20230814_085311.jpg

20230814_085344.jpg

এবার কলম দিয়ে এঁকে নিলাম।এরপর আরো একটি ভাজ দিয়ে কেটে নিলাম।

ধাপ-৩


20230814_085825.jpg

20230814_090127.jpg

এবার আবার এক পাশে কলম দিয়ে এঁকে নিলাম।আর কাটতে লাগলাম ছুরি দিয়ে।

ধাপ-৪


20230814_090416.jpg

20230814_090859.jpg

এরপর এঁকে রাখা অংশগুলো কেটে কেটে নিলাম।

ধাপ-৫


20230814_091107.jpg

এই ধাপে এসে আমার মাকড়সার অরিগামিটি করা শেষ হলো।

উপস্থাপনাঃ


20230814_093325.jpg

20230814_091407.jpg

20230814_091107.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

কাগজের উপরে মাকড়সার অংকন করে পরবর্তীতে কাগজ কেটে মাকড়সা তৈরি করেছেন।কালো মাকড়সা দেখে বেশি ভালো লেগেছে। কীভাবে মাকড়সা তৈরি করতে হয় সেটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 last year 

রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামি দেখে তো আমি অবাক হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে আসলেই অনেক কিছু তৈরি করা যায়। আপনি খুব চমৎকারভাবে মাকড়সাটি বানিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year 

আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সা তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। মাকড়সা টি আমার কাছে খুবই ভালো লেগেছে ও খুবই ভয়ংকর ও লাগছে। কাগজ ব্যবহার করে কিছু তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভয় ও লেগেছে, আহারে।ধন্যবাদ আপু।

 last year 

আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সা তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। মাকড়সা টি আমার কাছে খুবই ভালো লেগেছে ও খুবই ভয়ংকর ও লাগছে। কাগজ ব্যবহার করে কিছু তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি মাকড়সা তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করেছে দক্ষতার পরিচয় দিয়েছেন।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সার অরিগামি তৈরি করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে। প্রথমে দেখে একটু ভয় পেয়েছিলাম 😅।যাই হোক আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ভয় ও পেয়েছেন, আহারে।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি মাকরসার অরিগাম বানিয়েছেন অনেক সুন্দর হয়েছে প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year (edited)

রংগিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ ভালো লাগে। আপনি রঙ্গিন কাগজ দিয়ে বেশ সুন্দর মাকড়সা তৈরি করেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার বানানো মাকড়সাটি। অনেক ধন্যবাদ সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু। লেখায় কিছু ভুল আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47