আমার স্বরচিত অনুভূতির কবিতা -- 🖤💙 " অপেক্ষা "
শুভ দুপুর বন্ধুরা।সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।
আমার স্বরচিত কবিতাঃ
আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি।কবিতা লেখা সহজ কাজ নয়।কবিতা লেখার জন্য স্থির মন থাকা জরুরী।কবিতায় ছন্দ না হলে কবিতা কেমন যেনো পানসে লাগে আমার লাগে।কখনো কবিতা লিখবো ভাবিনি।ভাবনাতে কখনো একটি লাইন ও মাথা থেকে বের হয়নি।কিন্তু আজ এখানে এসে বড় দাদা আর ছোট দাদার কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে কবিতা লিখে শেয়ার করে যাচ্ছি।আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সপ্তাহে একটি কবিতা আমি পোস্ট করে থাকি।
আমার আজকের কবিতাটির নাম অপেক্ষা। আমরা সবাই অপেক্ষা করি কিছু না কিছুর জন্য।কেউ অপেক্ষাতে থাকে প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য, কেউ বা অপেক্ষা করে একদিন অনেক টাকা হবে সেই অপেক্ষা,কেউ বা অপেক্ষা করে লেখাপড়া শেষ করে কিছু করার অপেক্ষা।এই অপেক্ষার যেনো শেষ নেই।মানুষ ভিন্ন তাই তার অপেক্ষাটা ও ভিন্ন।আজ আমি আমার কবিতায় প্রিয় মানুষটিকে নিয়ে অপেক্ষায় থাকা অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছি।প্রিয় মানুষের জন্য যুগ যুগ ধরে অপেক্ষায় থাকার মাঝে ও ভালো লাগা থাকে।অপেক্ষার প্রহর শেষ হবে সেই আশায় বসে বসে প্রহর গুনে দিন কাটানো।সে এক বিরহের অনুভূতি।সেই অনুভূতিটুকু আমি আমার কবিতাটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।বিরহ অনুভূতি নিয়ে কবিতা গুলো লিখতে একটু বেশীই ভালো লাগে।আজকাল কবিতা পড়তে যেমন ভালো লাগে ঠিক তেমনি লিখতে ও ভালো লাগে।
আমার আজকের কবিতাটি চলুন পড়ে আসি--
কবিতা - অপেক্ষা
ঝাপসা চোখে চেয়ে থেকে
বসে ভাবছি আমি একা
আপন হয়ে ছিলে পাশে
কতো ছিল ভালোবাসা।
আড়াল হয়ে গেলে তুমি
নিয়ে আমার ভালোবাসা
কতো কষ্ট পেয়েছিলে
ভাবছি বসে একা একা।
ভালোবাসা শিখিয়েছিলে
মধুর ছিল সেই ভালোবাসা
চলে গেলে কি সে ভুলে
কষ্ট নিয়ে তুমি একা।
প্রেম বিহীন এই জীবন নিয়ে
কাটে কি করে আমার বেলা?
তোমায় ছাড়া মন যে আমার
বিরহে কাটে সারাবেলা।
কখনো যদি ভোর বেলাতে
শিউলি ফুলের সুবাস ভাসে
জেনে নিও আছি অপেক্ষায়
তোমার জন্য এ প্রভাতে।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপনি অনেক চমৎকার কবিতা লেখেন। আপনার কবিতাগুলোর ভাবার্থ অনেক বেশি সুন্দর হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।
আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে চমৎকার মতামত প্রকাশ করার জন্য।
Twitter link
যদিও যে কোন অপেক্ষা অনেক কঠিন। তবে এই অপেক্ষার মাঝে সুখ রয়েছে। আর এই অপেক্ষাটা যদি ভালোবাসার মানুষের জন্য হয় তাহলে তো আরো বেশি সুখ বেড়ে যায়। আপনার কবিতার মধ্যে যে অপেক্ষার কথা বলেছেন সেটা ঠিক ভালোবাসার অপেক্ষার কথাই। ভালোবাসার অপেক্ষা সব সময় মধুময়। সুন্দর লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
বেশ আবেগঘন কবিতা লিখেছেন দেখছি। আপনার কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ। যেন ভালোবাসার মধ্যে গড়া এক আবেগ অনুভূতি দ্বারা বিরহ চেতনা। অনেক সুন্দর হয়েছে লেখাটা। আশা করব এমন সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন প্রত্যেক সপ্তাহে।
আপনাদের অনুপ্রেরণায় আজ এতোটুকু।আশাকরি লিখে যাব।ধন্যবাদ আপনাকে।
দারুন অনুভূতিতে গড়া আপনার কবিতা। আবৃত্তি করতে খুবই ভালো লাগলো আমার। অনেক সুন্দর ছিল আপনার অনুভূতি। আর আপনার কবিতার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। সবমিলে খুবই সুন্দর লিখেছেন আপনি। অনেক অনেক ভালো লাগলো আপনার কবিতাটি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
আসলে অনেক সময় অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারি না। আবার কোন কোন সময় অপেক্ষা করার ফলে করুণ এক পরিস্থিতিতে পড়তে হয় আমাদের।আর বিশেষ করে প্রিয় জনের জন্য অপেক্ষা করাটা আমার কাছে অনেক আনন্দের।যখন আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর প্রিয় মানুষটির দেখা পাই তখন মনের মধ্যে অন্যরকম একটি অন্যরকম আনন্দের দেখা মিলে। যাইহোক প্রিয় মানুষের অপেক্ষা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপু আমরা সবাই মনে হয় এই কমিউনিটিতে এসেই কবিতা লেখা শিখেছি, আপনিও এখানে এসে কবিতা লিখতে শিখেছেন জেনে ভালো লাগলো ।আর প্রতি সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করেন বেশ ভালো লাগলো ।আপনার আজকের কবিতাটি চমৎকার ছিল। ভিন্ন ভিন্ন মানুষের অপেক্ষা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে ঠিকই বলেছেন।আজ আপনি প্রিয় মানুষের জন্য অপেক্ষা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। প্রিয় মানুষের জন্য অপেক্ষা প্রহর যেন শেষ হতে চায় না। ধন্যবাদ আপনাকে।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
কবিতা লেখা আসলেই সহজ কাজ নয়। অনেক ভেবেচিন্তে তারপর কবিতার লাইনগুলো সাজাতে হয়। আপনার আজকের কবিতাটা দারুন হয়েছে আপু। আসলে আমাদের সবার জীবনেই কোন না কোন কিছু পাওয়ার অপেক্ষা থাকে। আপনার কবিতার লাইন গুলো আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে শেষের চারটি লাইন অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু কবিতাটি পড়ার জন্য।
দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া।
আমাদের এই প্লাটফর্মে অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আজকে আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন।অপেক্ষা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মানুষ জীবন-যাপন করতে অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করে। এবং ভালোবাসার জন্য ও অন্যান্য কাজের জন্য অপেক্ষা করে। শুধুমাত্র ভালো কিছু পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।