ভ্রমন পোস্ট -- 💖 " নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা "

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি মনে প্রানে কাজকে ভীষণ ভালোবাসি।সব সময় তাই নানা রকমের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখি।আমি একজন অ্যাক্টিভ ইউজার।আমি আমার এই কমিউনিটিতে নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।মূলত আজ শেয়ার করবো ভ্রমন পোস্ট। নিজের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সেদিন আমি মার্কেটে গিয়েছিলাম।আমার বাসা থেকে নিউ মার্কেট খুব কাছে।তাই আমি আমার প্রয়োজনীয় জিনিস গুলো সেখান থেকেই এনেছিলাম।তবে চলুন দেখে আসি আমি আসলে সেদিন কি কি এনেছিলাম।

নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটাঃ



CollageMaker_2024615155112307.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আর একদিন পর মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম আনন্দ উল্লাসের দিন ঈদুল আজহা।এই ঈদকে সামনে রেখে সবাই ভীষণ ব্যস্ত।কেউ বা নিজের গ্রামের বাড়িতে যাবে ঈদ পালন করতে।আর আত্মীয় স্বজনের সাথে ঈদের আমেজকে ভাগ করে নেবে।আর আমরা যারা গৃহিনী তাদের ব্যস্ততা তো আরো বেশী।মজার মজার রান্না করা আর সেই রান্না সবাইকে খাওয়ানো।তবুও এই ব্যস্ততার মাঝে ও এই পরিবারে এসে নিজের ভালো লাগা,মন্দ লাগা শেয়ার করতে পেরে আরো বেশী আনন্দিত হই।আজ নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে চলে এলাম।নিজের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে সেদিন নিউ মার্কেট গিয়েছিলাম।আমি সেদিন কি কি জিনিস কেনাকাটা করেছিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।

20240609_185204.jpg

20240609_185019.jpg

20240609_185152.jpg

প্রতিনিয়ত নানা রকমের পোস্ট আমি শেয়ার করে থাকি।এর মধ্যে ডাই পোস্ট অন্যতম।এই ডাই পোস্টের জন্য প্রায় সময় নানা রকমের ডাই এর উপকরণ আমি বাসার কাছের লাইব্রেরি থেকেই নিয়ে থাকি।সেদিন ভাবলাম একটু নিউ মার্কেটে যাই।সেখান থেকে এক সাথে বেশি পরিমানে নিলে দাম ও কম পাওয়া যাবে।আর অনেক ধরনের জিনিসের মধ্যে থেকেও বাছাই করে নেয়া যাবে।এই ভাবনা থেকে মূলত যাওয়া।

20240609_185632.jpg

20240609_185007.jpg

20240609_184959.jpg

20240609_184952.jpg

আমি দোকানে গিয়ে সবকিছুই দেখছিলাম।প্রথমে কালার পেপার নিয়েছিলাম ১০০ পিস ১০ রঙের।এরপর রঙের দিকে চোখ পরে গেলো।যদিও তেমন আঁকতে পারিনা।তবে চেষ্টা করতে তো দোষ নেই তাই না।আর এ কারনেই রঙ নিয়েছিলাম।পোস্টার রঙের ১৪ কালারের।নিয়েছিলাম কলম,গ্লু এসব আর কি।এখন থেকে প্রতিনিয়ত কালার পোস্ট শেয়ার করবো।কারন আমি পারিনা বলে বসে থাকলে জীবনেও আমার পারা হবেনা।আর যদি আমি চেষ্টা করে যাই এক সময় না এক সময় ঠিক সফল হবো।আর এ ভাবনা থেকেই পোস্টার রঙ নিয়েছিলাম।

20240609_200347.jpg

20240609_200226.jpg

20240609_201324.jpg

নিজের প্রয়োজনীয় কেনাকাটা নিজে করলেই ভালো হয়।এতে নিজের মন মতো আনা যায়।তাই মার্কেটে যেতে ভালো না লাগলেও সেদিন ভালো লাগা থেকেই নিজ দায়িত্বে কেনাকাটা করতে গিয়েছিলাম।আশাকরি আমার কেনাকাটার মূহুর্তগুলো আপনাদের কাছে ভালো লেগেছে।

আজ আর নয়।আশাকরি আমি আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীভ্রমন
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশননিউ মার্কেট,ঢাকা

আমার পরিচয়


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

Screenshot_20240529-005646_WhatsApp.jpg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 7 days ago 

প্রয়োজনীয় কেনাকাটার জন্য, ঢাকার নিউমার্কেট ভ্রমণ নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপু। পোস্টের ছবি গুলোও অনেক সুন্দর হয়েছে। সবমিলে ভালো লেগেছে পোস্টটি। আপনি ঠিকেই বলেছেন, নিজের কেনাকাটা নিজে করাতে একটা মজা আছে। আশাকরি এখন থেকে দারুণ দারুণ কালার পোস্ট পাবো আপনার কাছে থেকে। ভ্রমণ নিয়ে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 6 days ago 

চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভরসা।মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 
 7 days ago 

আমিও কয়েকদিন আগে এই রংগুলো কিনেছিলাম। আসলে এখানে কাজ করার জন্য অনেক কিছুই প্রয়োজন হয়। আমি লাইব্রেরীতে গিয়ে একসাথে অনেক কিছু নিয়ে আসি। আপনার কেনাকাটা গুলো দেখে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 7 days ago 

মাঝে মাঝে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে মার্কেটে যেতেই হয় আপু। আর মার্কেটে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছেন জেনে ভালো লাগলো। দেখে শুনে প্রয়োজনীয় জিনিস কিনার জন্য মার্কেটে যেতেই হয়।

 6 days ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 7 days ago 

অনেক ভালো লাগলো আপু আপনার আজকের এই সুন্দর পোস্ট দেখে। যেখানে ঘোরাঘুরি করেছেন আবার প্রয়োজনীয় আর্ট ও ডাই পোস্ট করার জন্য জিনিস কিনেছেন। আর খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিস্তারিত। বিস্তারিত সবকিছু জেনে অনেক অনেক ভালো লেগেছে আমার।

 6 days ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 7 days ago 

আসলে আপু নিজের জিনিস কেনাকাটা নিজে করায় অনেক ভালো। এটা সত্যি আপু পারিবো না বলে বসে থাকলে চলবে না।মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ চেষ্টা করলে সবই পারে। আর এক সাথে অনেক গুলো কিনলে আসলে দামে কম পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনি বেশ ভালো কেনাকাটা করেছেন।

 6 days ago 

হে যতদিন জীবন আছে ততদিন সব বিষয়েই আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয়।মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 6 days ago 

মুসলিম উম্মার ঈদ, ঈদুল আযহা উপলক্ষে সবারই কমবেশি কেনাকাটা হয়ে থাকে। তবে আপনার কেনাকাটার ধরন গুলো ছিল সম্পূর্ণ আলাদা। তবে আপনার এমন আনন্দময় মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

অসংখ্য ধন্যবাদ।

 3 days ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ নিজের প্রয়োজনীয় কিছু ক্রয় করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগছে। এখানে আপনি অনেক কিছুই কেনাকাটা করেছেন দেখছি৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54