আমার স্বরচিত বিরহের কবিতা -- 💔 " বিরহী মন "
সবাইকে নতুন আর একটি দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট স্বরচিত কবিতা।আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে এমনটাই প্রত্যাশা করি।
আমার স্বরচিত বিরহের কবিতাঃ
কানভা দিয়ে বানানো
বন্ধুরা, আজ আবার চলে এলাম নতুন একটি কবিতা নিয়ে।কবিতা লিখতে আর পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কবিতা লেখার।আজ ভাবলাম একটি বিরহের কবিতা শেয়ার করি।সত্যি কথা বলতে বিরহ নিয়ে লিখতে কিংবা পড়তে বেশী ভালো লাগে।ভালোবাসা গুলো লুকানো থাকাই ভালো। আমার কাছে মনে হয় ভালোবাসা যত গোপন,ততই তা সুন্দর। আর তাই ভালোবাসা নিয়ে লিখতে কেমন কেমন লাগে।তারপরেও কিন্তু আমরা ভালোবাসা নিয়ে নানা কবিতা ও গান লিখে থাকি।তবে আজ বিরহ নিয়ে কবিতা লিখলাম।আশাকরি আপনারা যারা বিরহের কবিতা পড়তে ভালোবাসেন তাদের কাছে আমার আজকের এই কবিতাটি আবৃত্তি করে ভালো লাগবে।
আমার আজকের কবিতাটির নাম বিরহী মন।বিরহী মন নিয়ে কবিতাটি লিখতে বসে ভাবলাম আজ সাধু ভাষায় কবিতাটি লিখবো।আর তাই করলাম।তবে এটা সত্যি সব সময় চলিত ভাষায় কথা বলার জন্য সাধু ভাষাতে কবিতাটি লিখতে একটু কষ্ট হচ্ছিল।তারপরেও চেষ্টা করলাম।বাকিটা আপনারা বলতে পারবেন কেমন হলো আজকের এই কবিতাটি।
ভালোবাসা সব সময় সুন্দর।তবে এই ভালোবাসার উল্টো দিকে বিরহ চলে পাশাপাশি হয়েই।সবকিছুই একই রকম ভাবে চলে না।মাঝে মাঝেই জীবনের ছন্দ পতন ঘটে।আর তাই ভালোবাসাতেও এক সময় বিরহ এসে হানা দেয়।ভালোবাসার মানুষটিকে হারিয়ে মানুষ যন্ত্রনায় দিন কাটাতে থাকে।মানুষটির অপেক্ষায় চেয়ে চেয়ে দিন কাটিয়ে দেয়।তবুও অপেক্ষার যেনো শেষ হয় না।মনের মাঝে চলতে থাকে সুখের সেই অনুভূতি।আর চোখ দুটো খুঁজে ফিরে সেই মানুষটিকে।সেই রকম কিছু অনুভূতি নিয়েই আমার আজকের কবিতা বিরহী মন।আশাকরি প্রতিবারের মতো আজকের কবিতাটি ও আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা নিহত।
আসুন বিরহের কবিতাটি পড়ে আসি--
কবিতার নাম -বিরহী মন
লেখা - শিমুল আক্তার
দিবানিশি বসিয়া ভাবি তব কথা
আসে নাতো নিদ্রা কভু এই দুটি আঁখিতে
দিয়াছিলে হৃদয় খানি উজার ও করিয়া
হারিয়া গিয়াছো আজি এই পথ ভুলিয়া।
ভালোবাসিয়া তুমি ভুলিয়াছো মোরে
ব্যথিত হৃদয় আজি এখনো তোমারি তরে
খুঁজিয়া ফিরে সেই মুখখানি
ব্যথায় ভরা মন নিয়া আজি পথ পানে।
চাহিয়া চাহিয়া কাটিলো মোর
দিবস ও রজনী
আঁখির ও তৃষ্ণা আজি
মিটিলো না আমারি।
হারিয়াছি তোমারে আজি আমি এই ভুবনে
খুঁজিয়া কি পাইবো, মন ও নাহি মানে
দিনগুলি মোর ছিল সুখের ও মোহনায়।
বেলা শেষে আজি একাকী আমি এই নিরালায়।
ক্লান্তি আজি মোর আঁখিতে আঁখিতে
তোমারে পাওয়ার আশা আজি হারিয়ে মনেতে
দীর্ঘশ্বাস আজি শুধু ই এই বুকেতে
হইবে না দেখা আর তোমারি সনে তে।
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
খুঁজে দেখতে হবে এই বিরহের পিছনে রহস্য কি? আর সেই ভাগ্যবান লোকটিই বা কে যার জন্য এত বিরহ। দারুন লিখেছেন এক কথায় অসাধারণ। আমি তো মুগ্ধ। পুরো কবিতা জুড়েই নিজেকে নতুন করে আবিস্কার করলাম। তবে নিচের লাইন গুলোর কথা যদি না বলি তাহলে ভুল হবে। দারুন ছিল পুরো কবিতাটি।
হিহিহি,কেউ নেই আপু।ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু সব সময় চলিত ভাষায় কথা বলার কারণে সাধু ভাষার তেমন একটা চর্চা করা হয় না। এজন্য এ ভাষার কবিতা পড়তে গেলেও কিছুটা হিমশিম খেতে হয়। তারপরও আপনার আজকের কবিতাটি কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও বেশ কঠিন লেগেছে তারপর গুছিয়ে লিখেছেন প্রতিটি লাইন।
অসংখ্য ধন্যবাদ আপু।
X-promotion
কবিতাটার নামটা বেশ সুন্দর। আসলেই ভালোবাসার উল্টো দিকে বিরহ চলে।আপু আপনার কবিতাটা বেশ সুন্দর হয়েছে। সাধু ভাষার কবিতা।যদিও আমি কবিতা লিখতে জানি না,তেমব বুঝিও না।তবে বোঝার চেষ্টা করি।ভালো লাগলো।ধন্যবাদ
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনি আগেও বেশ কয়েকবার বলেছিলেন আপনার বিরহের কবিতা লিখতে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমি খুব কম সময় আপনার বিরহের এই কবিতা গুলো পড়েছি। আজকে আপনার লেখা নতুন একটা কবিতা পড়ে সত্যিই খুব ভালো লাগলো। প্রত্যেকটা লাইন অসাধারণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপু এত দারুন একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মতামত তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।
খুবই চমৎকার একটি ছন্দময় কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে মনের বিরহগুলো কবিতার ছন্দে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপু, আপনি যে এই কবিতাটি সাধু ভাষায় লিখেছেন, সেটা দেখে বেশ অবাক হলাম আমি। আমি হলে তো কোনদিনই সাধু ভাষায় এভাবে কবিতা লিখতে পারতাম না। যাইহোক, ভালোবাসা রিলেটেড এই কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো আমার। ভালোবাসার মানুষের জন্য আমাদের অপেক্ষা সব সময়ই থাকে। এই অপেক্ষার শেষ আসলেই কখনো হয় না। ভালোবাসার মানুষের জন্য বিরহী মনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে আপনি এখানে তুলে ধরেছেন।
আমি ও পারছিলাম না লিখতে।অনেক ভেবে ভেবে শব্দগুলো মিলিয়ে লিখতে হলো আমার।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।