অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিমের অরিগামি "

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি অরিগামি পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিমের অরিগামিঃ


photocollage_20245311263577.jpg

20240530_175605.jpg

20240530_174347.jpg

IMG_20240530_173418.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

যেকোনো কাজ করতে হলে সময়,ধৈর্যের খুব দরকার।ধৈর্য আমার থাকলেও সময় আজকাল খুব কমই পাচ্ছি।আর রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে বরাবরই আমার খুব ভালো লাগে।তাই চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার জন্য।তবে সমস্যা হচ্ছে রঙিন কাগজের কোন জিনিস তৈরি করা যতটা কঠিন।তার চেয়ে বেশী কঠিন সেই প্রসেসগুলোকে লেখার মাধ্যমে তুলে ধরা।আমি আজ চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।আশাকরি সঙ্গেই থাকবেন।আমি আজ "কোন আইসক্রিম" এর অরিগামি তৈরি করে দেখাবো।আসলে এই গরমে আমরা সবাই আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালোবাসি।তবে আমি মনে হয় একটু বেশী ভালোবাসি আইসক্রিম।এই গরমে ঠান্ডা পানি না খেয়ে থাকার চেষ্টা করলেও আইসক্রিম কিন্তু আমি মাঝে মাঝেই খেয়ে থাকি।তবে আমার ছেলের পছন্দ কোন আইসক্রিম আর আমার পছন্দ চকবার আইসক্রিম।আর তাইতো আজ প্রিয় আইসক্রিমের অরিগামি নিয়ে চলে এলাম।বন্ধুরা,চলুন আগে দেখে নেই এই কোন আইসক্রিমের অরিগামিটি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. গ্লু
৩.কেঁচি

20240530_162605.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240530_162837.jpg

আমি কোন আইসক্রিম দুটো তৈরি করবো।তাই রঙিন কাগজ তিন রকমের চার কোনা করে কেটে নিলাম।

ধাপ-২


20240530_162933.jpg

20240530_163005.jpg

20240530_163129.jpg

এরপর এই কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে ও আড়াআড়ি ভাবে একদম ছোট ছোট ভাজ করে নিলাম।

ধাপ-৩


20240530_163259.jpg

20240530_163808.jpg

20240530_164129.jpg

এরপর কাগজটিকে ছবির মতো কেটে নিয়ে পানের খিলির মতো পেচিয়ে গ্লু দিয়ে আটকে নলাম।এরপর কালো রঙের কাগজ চিকন করে কেটে গ্লু দিয়ে উপরে লাগিয়ে নিলাম।

ধাপ-৪


20240530_164316.jpg

20240530_164408.jpg

এরপর এই কাগজের টুকরোটিকে দুই ভাবেই কোনাকুনি করে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20240530_164543.jpg

20240530_164638.jpg

এবার দুপাশ থেকে কাগজের টুকরোটিকে ভাজ করে নিলাম।এরপর পেন্সিল দিয়ে প্রতিটি অংশ পেচিয়ে নিলাম।

ধাপ-৬


20240530_165358.jpg

20240530_165349.jpg

20240530_164950.jpg

এভাবে দুই টুকরো কাগজ দিয়ে দুটো করে নিলাম।

ধাপ-৭


20240530_165047.jpg

20240530_170111.jpg

20240530_172532.jpg

এবার দুই অংশ গ্লু দিয়ে আটকে নিলাম।এরপর কোনের ভেতরে কাগজের টুকরোটিকে বসিয়ে কোন আইসক্রিম তৈরি করে নিলাম।এভাবে ই তৈরি হয়ে গেলো আমার কোন আইসক্রিমের অরিগামি।

উপস্থাপনা


photocollage_202453113127406.jpg

photocollage_202453112953802.jpg

20240530_175536.jpg

20240530_174347.jpg

20240530_172532.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা, বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...v3zmf3ts5r1YcCv1akrcVQaw7WCSJp3aJ7vmCrJfNV2xHDmEofAjpuyDkwZWp9GQWHWFcWWmnMqYV28AwBwcDQFu93p1NU52E9eHs5nYHLjGg65Gq4KeRqNqPc (1).png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিমের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গরমের দিনে আপনার তৈরি করার রঙিন কাগজের আইসক্রিম দেখে যেন আইসক্রিম খাওয়ার আগ্রহ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গরমের খুবই উপযোগী একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

রঙিন কাগজের তৈরি আইসক্রিম গুলো দেখতে অসাধারণ হয়েছে আপু।দেখে বোঝার উপায় নেই এগুলো রঙিন কাগজের তৈরি। কালার গুলো খুব সুন্দর হয়েছে।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার তো কোণ এবং চকবার দুটোই খুব পছন্দ। আসলে আইসক্রিম জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর আইসক্রিমের অরিগামি তৈরি করেছেন আপু। দারুন লাগছে আপনার আইসক্রিমের অরিগামি টা দেখতে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙ্গীন কাগজের কোন আইসক্রিম চমৎকার হয়েছে আপু।আপনার আইসক্রিম গুলো দেখে তো মনে হচ্ছে সত্যিকারের আইসক্রিম এগুলো।তৈরি পদ্ধতি ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আইসক্রিম গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

মন্তব্য পেয়ে ভালো লাগলো দিদি।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব চমৎকার একটা কোন আইসক্রিমের অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে আপনার বানানো অরিগামি টা। প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

 2 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিমের তৈরি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে তৈরি করেছেন, রঙিন কাগজ দিয়ে এই ডাই পোস্টটি দেখতে পেয়ে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 2 months ago 

অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমারও চকবার আইসক্রিম বেশি পছন্দ। আইসক্রিম খেতে হলে চকবার আইসক্রিম খাই। এটা ঠিক বলেছেন আপু কাগজের কোন কিছু বানানো মোটামুটি সহজ কিন্তু বানানোর পদ্ধতির বর্ননা করা বেশ কঠিন। তবে আপনি বেশ ভালোভাবেই সেই কাজটি করেছেন। যে কেউ সহজে আপনার পোস্ট পড়ে কোন আইসক্রিম বানিয়ে নিতে পারবে। ধন্যবাদ কোন আইসক্রিম এর অরিগ্যামি বানানোর ধাপগুলো শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য।

 2 months ago 

ওয়াও আপু আপনার কোন আইসক্রিম দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি আজ আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিম তৈরি করে শেয়ার করেছেন প্রতিটি ধাপ ভীষণ ভালো লেগেছে আমার কাছ থেকে আমি শিখে নিয়েছি ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন আইসক্রিমের অরিগামি তৈরি করেছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিভিন্ন কালারের তৈরি করেছেন এজন্য বেশি আকর্ষণীয় লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

 2 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68643.84
ETH 3277.52
USDT 1.00
SBD 2.67