জেনারেল রাইটিং -- 💕 " মুখোশের আড়ালে মানুষ " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।তাই এখন চেষ্টা করছি লেখার।আজ জেনারেল রাইটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি জেনারেল পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
মুখোশের আড়ালে মানুষঃ
বন্ধুরা,সিজন চেঞ্জ হচ্ছে।এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।একটু উল্টা-পাল্টা হলেই খুব বেশি অসুস্থ হয়ে যেতে পারেন।তাই নিজেকে নিরাপদ রাখাটা খুব বেশী জরুরী।ঠিক তেমনি আজকে আমার পোস্ট শেয়ার করার বিষয়টি ও কিন্তু খুব জরুরী।দেখুন,আমরা মানুষ আল্লাহর সৃষ্টি। কিন্তু সব মানুষ কিন্তু এক আল্লাহর সৃষ্টি হলেও একই রকম মন মানসিকতার হয় না।মানুষ ভিন্ন, সেই সাথে স্বভাব - চরিত্র ও ভিন্ন।আর এজন্য ই সব মানুষের সাথে সব মানুষের খুব বন্ধুত্ব, ভালো লাগার সমন্বয় ঘটে এমনটা কিন্তু নয়।
বেশীর ভাগ মানুষের দুটো রুপ দেখা যায়।মানুষ ও মুখোশের আড়ালে মানুষ। দেখুন,আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন তারা সকলের সামনে খুব ভালো মানুষ। কিন্তু সেই মানুষের মুখোশের আড়ালের মানুষগুলো নানান কুটিলতায় ভরপুর।এর সংখ্যা অনেক হলেও।ভালো মানুষ অর্থাৎ মুখোশ ছাড়া মানুষ ও কিন্তু আছে।যাদেরকে আপনি খুব সহজেই চিনতে পারবেন।সমস্যা হচ্ছে এই মুখোশধারী মানুষ গুলোকে নিয়ে।এ ধরনের মানুষগুলোকে সহজে চেনা যায় না।এই মানুষ গুলো মুখে এক, মুখোশের আড়ালে অন্য মানুষ। এই মানুষ গুলোকে যদি আপনি চিনতে পারেন। তবে বলবো আপনি একজন সার্থক মানুষ। কারন দূরহ কাজটি আপনি করতে পেরেছেন।মুখোশের আড়ালে মানুষগুলো যদি চিনতে পারেন তবে অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অনেকেই মুখোশের আড়ালে মানুষগুলো চিনতে পারিনা।যারা চিনতে পারেনা। তাদের ভোগান্তির ও কিন্তু শেষ নেই।
বন্ধুরা,মুখোশের আড়ালে মানুষ গুলো আমাদের জন্য খুবই বিপদজনক।এ ধরনের মানুষের সংস্পর্শে থাকলে আপনার উন্নতির কিছুই হবে না।দিনের পর দিন এই মানুষগুলো আপনাকে শুধু ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করে যাবে।তাই মুখোশের আড়ালে মানুষ গুলোকে যদি খুব সহজেই আপনি চিনতে পারেন। তবে খুব সহজেই নিজেকে সেভ পয়েন্টে রাখতে পারবেন।
আমি মনে করি আপনি যদি সমাজে চলতে গিয়ে এমন মুখোশের আড়ালে মানুষগুলোকে চিনতে পারেন।তবে তাকে ইগনোর করে নিজের পথটা পরিষ্কার রাখবেন।এতে করে আর কোন ভুল হয়তো আপনার হবে না।এই সমাজে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশের আড়ালে মানুষকে চেনা।এই কাজটা আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালোই পারি।অনেক মানুষ আছেন যুগ যুগ পার হয়ে যায় এই মুখোশের আড়ালে মানুষগুলোকে চিনতে পারেন না।কিন্তু আমি বেশ ভালোভাবেই পারি।আর এদের থেকে নিজেকে সরিয়ে রাখারই চেষ্টা করি।
ইন্টারমিডিয়েট এ আমার মেইন একটা সাবজেক্টের মধ্যে মনোবিজ্ঞান সাবজেক্টটি ছিল।ইচ্ছা ছিল এই সাবজেক্ট নিয়ে পড়ার।যাই হোক মানুষের মন নিয়ে এতো গবেষণা করে কি হবে।মানুষ থাকুক মানুষের মন নিয়ে।আমি শুধু নিরাপদ থাকি মুখোশের আড়ালে মানুষগুলো থেকে,হিহিহি।আমরা শুধু একটা বিষয় খেয়াল রাখবো মুখোশের আড়ালে মানুষগুলোকে চেনার চেষ্টা করবো। কারন মুখোশের আড়ালে মানুষগুলো খুবই বিপদজনক।এদেরকে চিনতে পারলে নিজেকে সেভ রাখা যাবে।আর তখন নিজেদেরকে সেভ রাখতে সচেষ্ট থাকবো।তবেই আমরা আর ভুলের পথে থাকবো না।আর এতেই নিজেদের সফলতা বিদ্যমান।
বন্ধুরা,শুষ্কতা নিয়ে শীত গুটিগুটি পায়ে আসছে।এ সময়টাতেও নিজেদেরকে সাবধান রেখে চলতে হবে।সাবধানতা অবলম্বন করলে এই শীতঋতু আমরা দারুনভাবে উপভোগ করতে পারবো।ঠিক তেমনিভাবে মুখোশের আড়ালে মানুষগুলোকে চিনতে পেরে নিজেদেরকে সেভ পয়েন্টে রেখে আমাদের চলার পথটাকে সহজ করে নিতে পারবো।আর এতে করেই আমরা ভালো থাকতে পারবো।আজ আর নয়।আশাকরি আমার আজকের লেখা জেনারেল রাইটিং পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগায় ই আমার সার্থকতা।
পোস্ট বিবরন
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
লেখা | @shimulakter |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Twitter link
একদম বাস্তবিক কিছু কথা তুলে ধরেছেন। আসলেই মানুষের মধ্যে দুই ধরনের মানুষ থাকে, একটি হচ্ছে শুধু মানুষ আর একটি হচ্ছে মুখোশের আড়ালে মানুষ। মুখোশের আড়ালে মানুষ তাদেরকে আমরা খুব সহজে চিনতে পারিনা। এদের বহু রূপ থাকে তাই এরা যেকোনো সম্পর্কের জন্য ক্ষতিকারও বটে। যাই হোক আপনি যে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন এটি জেনে খুব ভালো লাগলো। সর্বোপরি পুরো পোস্টটি খুব ভালো লাগলো কারণ বাস্তবিক চিত্রপট তুলে ধরেছেন ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।
যেহেতু বর্তমান আবহাওয়া চেঞ্জ হতে চলেছে তাই আমাদের সকলেরই নিরাপদ থাকা উচিত। কারণ নিরাপদে না থাকলে আবার কখন যে অসুস্থ হয়ে যাবো তার কোনো ঠিক নেই। আর হ্যাঁ আপনি ঠিক বলেছেন মুখোশের আড়ালে থাকা মানুষগুলোকে চেনা খুবই জরুরি। কারণ তাদেরকে না চিনতে পেরে যদি মেলামেশা করি তাহলে কখন যে কি ক্ষতি করবে তার কোন ঠিক নেই। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
সমাজ ও বিশ্ব রাষ্ট্র ব্যবস্থায় এখন মুখোশের আড়ালে মানুষ নামে বহুরূপী মানুষের অভাব নেই। প্রতিনিয়ত মানুষ চিনতে কষ্ট হচ্ছে। কারণ মানুষের মুখোশের আড়ালে অমানুষ বসবাস করে। এরা সবার জন্যই ক্ষতিকর। তাই এদের থেকে দূরে থাকাই শ্রেয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু মুখোশের আড়ালের মানুষ গুলো চেনা অনেক কঠিন। আর এই ধরনের মানুষ গুলো আমাদের সব সময় ক্ষতির দিকে নিয়ে যায়। ধন্যবাদ আপু শিক্ষা মূলক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
সেই মানুষকে খুঁজে বের করাই টাফ! তারা সমাজে এমনভাবে থাকে, দেখে বোঝা মুশকিল তার ভেতরটা যে প্যাচে ভরা। আপু, মনোবিজ্ঞান নিয়ে না পড়ে মস্তবড় ভুল করলেন। না হয় মানুষের মন নিয়ে কিছু তো বলতে পারতেন 😁
মন নিয়ে ভেবে আর কাজ নেই।শুধু মুখোশের আড়ালে মানুষগুলোকে যেনো চিনে নিতে পারি সেটাই দোয়া করবেন।ধন্যবাদ ভাইয়া।
ওয়েদার পরিবর্তনের কারণে ঘরে ঘরে অসুস্থতা অনেক বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। যাইহোক আমাদের সমাজে মুখোশধারী মানুষের সংখ্যা অনেক। আসলে তাদেরকে চেনা খুবই কঠিন। এই ধরনের মানুষজন প্রচুর স্বার্থপর এবং নিজের স্বার্থ হাসিল করতে যেকোনো মানুষকে বিপদে ফেলে দেয়। তাই আমাদের উচিত বুঝে শুনে মানুষজনের সাথে মেশা এবং ব্যক্তিগত কিছু শেয়ার না করাই ভালো। যাইহোক এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন ভাইয়া।এ ধরনের মানুষ শুধু নিজের স্বার্থের কথা ভাবে।আর এতে অন্যের ক্ষতি করতে ও এরা দ্বিধা বোধ করেনা।ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।