Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজ দিয়ে একটি বার্বি ডল পুতুলের ড্রেস " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি তার তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি বার্বি ডল পুতুলের ড্রেসঃ


CollageMaker_202310199214545.jpg

CollageMaker_202310199141456.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি বার্বি ডলের ড্রেস বানিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই প্রজাপতিটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ



১.রঙিন কাগজ
২. গ্লু
৩.একটি ছোট ফুলের পুথি

20231019_084608.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231019_084702.jpg

20231019_084732.jpg

প্রথমে এক টুকরো কাগজকে চার ভাজ করে নিয়েছি।

ধাপ-২


20231019_084816.jpg

20231019_084952.jpg

কাগজটিকে এক ভাজ করে দুই সাইড থেকে টেনে ভাজ করে নিলাম।এরপর উল্টো দিকে গিয়েও ভাজ করে নিলাম।

ধাপ-৩


20231019_085036.jpg

20231019_085109.jpg

20231019_085314.jpg

এবার ছবির মতো করে দুই পাশ টেনে ভাজ করে নিলাম।এবার দুই পাশের মাঝে ভাজ করে নিলাম।

ধাপ-৪


20231019_085341.jpg

20231019_085418.jpg

20231019_085431.jpg

20231019_085521.jpg

আমি গোল শেপের তিন টুকরো কাগজ নিয়েছি।কাগজটিকে চার ভাজ করেছি।এরপর উপরের ও নীচের অংশ ছবির মতো ভাজ করে লিয়েছি।

ধাপ-৫


20231019_085643.jpg

20231019_085738.jpg

20231019_090142.jpg

এবার কাগজটিকে খুলে ভাজ করা কাগজের উল্টোদিকে আবার দু কোনায় ভাজ করে নিলাম।এভাবে তিন টুকরো গোল শেপের কাগজ দিয়েই করে নিলাম।

ধাপ-৬


20231019_090500.jpg

20231019_090535.jpg

20231019_090634.jpg

এবার প্রতিটি কাগজের টুকরো গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এবার উপরের অংশ গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭


20231019_090644.jpg

20231019_090716.jpg

20231019_091010.jpg

20231019_090948.jpg

20231019_090943.jpg

এরপর গ্লু দিয়ে ড্রেসের মাঝে পুথি লাগিয়ে নিলাম।আর এভাবেই আমি বার্বি ডল পুতুলের ড্রেস করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

উপস্থাপনা


IMG_20231019_100816.jpg

20231019_091022.jpg

আজ আর নয়। রঙিন কাগজের বার্বি ডল পুতুলের ড্রেসটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQX38h1gzwwBKaBpZAoQTPQrPRYEjmJYD6yDmDBagqEp6XZwz6upLWizSBZLzHfoiP9VQWNex46.png

Sort:  
 last year 

আপু রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা বার্বি ডল পুতুলের ড্রেস তৈরি করছেন।রঙিন কাগজের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে আমার। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে পুতুলের ড্রেসটি তৈরি করা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 
 last year 

রঙিন কাগজ দিয়ে একটি বার্বি ডল পুতুলের ড্রেস তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা ভিন্ন ধরনের এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে পুতুলের অনেক সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন আপু। ড্রেসটি দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম এটি আসল কোন ড্রেস। তৈরি করার ধাপ গুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু ।অল্প উপকরণ দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। কাগজ কেটে পুতুলের খুব সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। লাল রংয়ের হাওয়াই ড্রেসটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকেও।

 last year 

বেশ অন্য রকম একটি পোস্ট শেয়ার করেছেন আপু। বেশ সুন্দর হয়েছে আপনার কাগজ দিয়ে তৈরি বার্বিডল পুতুলের ড্রেসটি। আর রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বাহ! দারুণ হয়েছে তো আপু। বার্বি ডল পুতুলের ড্রেসটি দেখতেও সুন্দর লাগছে 😍। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন আপু। এই ড্রেসটি আমিও অনেকদিন আগে তৈরি করেছিলাম। তখন অনেক সময় লেগেছিল। আপনারও নিশ্চয় অনেক সময় লেগেছে ড্রেসটি তৈরি করতে। যাই হোক লাল কালারের হওয়ার কারণে ড্রেসটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 64050.44
ETH 2502.78
USDT 1.00
SBD 2.65