💜💙 অনুভূতির কবিতা || স্বরচিত একগুচ্ছ অনুকবিতা || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 months ago

শুভ সকাল সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও কবিতা লিখে শেয়ার করছি। তবে আজ অনু কবিতা শেয়ার করার চেষ্টা করছি।


D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7a8UwW2hDYVVK5D2edUiB19EGH3W4dFTZe8PqXrvnHRKvJacfCkKPG3KsLz4z3Nem2yJ16znjuEbaZrkDmcXwxoLi.jpeg

সোর্স

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (3).png

সত্যি কথা বলতে কবিতা বলেন আর অনুকবিতাই বলেন ইচ্ছে হলেই কিন্তু লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার আছে।আমি আবার ছন্দ ছাড়া কবিতা একদমই লিখতে পারিনা। কবিতায় ছন্দ না হলে কেমন যেনো মনে হয়।আর সব সময় আমি চেষ্টা করি সহজ সাবলীল ভাষায় কবিতা লেখার।কঠিন কোন ভাষা লেখার মাঝে আমার একদম ই আসে না।আজকের অনুকবিতা গুলো ও ঠিক সহজ ভাবেই লিখেছি।

বেশ কিছুদিন থেকেই দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই অনু কবিতা লিখে শেয়ার করছেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় @rme দাদাকে ও প্রতিনিয়ত দেখছি বেশ কিছুদিন আগে থেকেই অনু কবিতা শেয়ার করে আসছেন।দাদার লেখা অনুকবিতাগুলো সব সময়ই আমার ভীষণ ভালো লাগে।আমি খুবই অনুপ্রাণিত হই।

আর তাই আজ এক গুচ্ছ অনুকবিতা এই কমিউনিটিতে আমি শেয়ার করতে চলে এলাম।আর আপনাদের অনেকের অনুপ্রেরণা পাই।যা কিনা আমাকে আজ আবার অনুকবিতা শেয়ার করার উৎসাহ জুগিয়েছে। তাইতো আজ নতুন অনুকবিতা নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে আমার লেখা অনুকবিতাগুলো ভালো লাগবে।আশাকরি আমার লেখা অনুকবিতাগুলো পড়ে আপনাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন।আপনাদের অনুপ্রেরণায় বড় কোন কবি হতে না পারলেও সুন্দর সুন্দর কবিতা আরো লিখে শেয়ার করার অনুপ্রেরণা পাবো।

আমার আজকের অনুকবিতাগুলো ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে লেখা। প্রিয় মানুষটিকে নিয়ে আর শীতকালের অনুভূতি নিয়ে লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগাতেই আমার কবিতা লেখার সার্থকতা।আশাকরি কবিতাগুলো পড়ে মন্তব্য করবেন কেমন লিখেছি।আপনাদের অনুপ্রেরণাতেই লেখার আগ্রহ আমি প্রতিনিয়ত খুঁজে পাই।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

একগুচ্ছ অনুকবিতাঃ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif

অনুকবিতা --১



উজার করে দিয়েছো আজ
আমার কাছে নিজেকে তুমি
তোমার ভালোবাসার ছোঁয়ায়
মন্ত্রমুগ্ধ হই যে আমি।

সরলতার প্রতীক তুমি
তোমাতে তাই বিচরণ আমার
তুমি আমার ভালোবাসার
এক চিলতে রোদের ঝিলিক।

অনুকবিতা -- ২


শীতের হাওয়া লাগলো এসে
মনটাতে তাই শিহরণ জাগে
কুয়াশা ভেজা ঘাসের উপর
পা ফেলতে খুব ইচ্ছে করে।

পায়ে পায়ে পা ফেলছি ঘাসে
শিশিরভেজা এই কুয়াশাতে
মনেতে আজ দোলা দিয়ে যায়
শীতের দিনের আগমনে।

অনুকবিতা -- ৪


তোমারে দেখিয়া হৃদয়ে আমারি
বাজিলো প্রেমের বাঁশির ও রাগিনী
তোমারে পাইয়াছি জীবনে আমারি
কিছু নাহি আর পাইতে গো চাহি।

তোমারি চাঁদ মুখেতে চাহিয়া চাহিয়া
দিবস ও রজনী যাইবে কাটিয়া
সারাজীবন রইবো যে তোমারি
ভালোবাসো তুমি উজার ও করিয়া।

অনুকবিতা -- ৪



সুখের লাগিয়া বেঁধেছিনু ঘর
সেই ঘর আজ শূন্য আমারি
ভালোবাসিয়া হইয়াছি ভিখারি
তোমার পথ পানে চাহিয়া চাহিয়া।

লোকের কথায় কি বা আসে
মন বলিয়া তো কিছু আছে
মনেতে আমার ভীষণ যাতনা
বুঝিতে চাওনি গো তুমি আসিয়া।

HfhigaP72YBd6w1Kgyw9eMoDygDx869D1PKa6jG8D9C9MQ5rA8UuUvaGRermEeDs8YYv1jb4TX4QUAAbRoaAJFmmUaGZUojU1gWvH66zbc...wdYfZe5zwHZgv7fSFyfX5YWvwFGCJXq8EuycKeaUaXARJjpb61mUGxLAjp1XsJ6PQbzF28Bu6LQTgryC3MSekzsBvnPpE3TAcMAMTMQbf9uvFuTHezySGMDKr6.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের একগুচ্ছ অনুকবিতা গুলো আপনাদের কাছে ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 8 months ago 

এইতো সেদিন জেনারেল চ্যাটের মধ্যে কথোপকথন হচ্ছিল আপনার সাথে কবিতা নিয়ে। তখন থেকে ধীরে ধীরে কবিতা শুরু করলেন।আর আজকে আপনার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। কবিতার অর্থের গভীরতা ও ছন্দের মিল দুটোই যথাযথ ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 7 months ago 

হে ভাইয়া আমার সেদিনের কথা মনে আছে।আমার কবিতা পড়ে সেদিন জেনারেল চ্যাটে আমাকে টিপস দিয়েছিলেন।হয়তো সেদিনের সেই টিপসের অনুপ্রেরনায় আজ সুন্দর কবিতাগুলো লিখছি।আপনার কাছে আমার লেখা কবিতাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 7 months ago (edited)

কমিউনিটিতে অনু কবিতা আমার মনে হয় সবাই লিখতে পারে আর অনু কবিতার সবার প্রিয় হয়ে গেছে।আপনি কিছু অনু কবিতা লিখেছেন সবগুলো অনু কবিতা আমার অনেক ভাল লেগেছে। তবে দুই তিন চার কবিতাটি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 7 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

হ্যাঁ কমিউনিটিতে কবিতা পড়ে অনেকেই কিন্তু কবিতা লেখার প্রতি আগ্রহ দেখিয়েছে। আমি নিজেও এখান থেকেই কবিতা পড়ে কবিতা লেখা শুরু করেছি। আপনি বোধহয় শীতের মৌসুম টা বেশি পছন্দ করেন।শীত নিয়ে আপনার আবেগ কবিতার ভাষায় তুলে ধরেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক ভালো লেগেছে মন্তব্য পেয়ে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

 8 months ago 

খুব সুন্দর ভাবে অনু কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি প্রায় আপনার অনু কবিতাগুলো পড়ে থাকি, বেশ চমৎকারভাবে লিখে থাকেন আপনি। শীতকে কেন্দ্র করে সুন্দর কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতা আবৃত্তি করার মত ছিল।

 7 months ago 

আপনার কাছে আমার লেখা কবিতা গুলো ভালো লাগে জেনে ভীষণ ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

তাই তো দেখছি আপু দাদার অনুপ্রেরণায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে। অনেকদিন হলো দাদার লেখা কবিতা মিস করি। যাইহোক, আপনি আজকে ভালোবাসার অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার মধ্যে প্রকাশ করেছেন। প্রতিটা লাইনের মধ্যে অনেক অনুভূতি লুকিয়ে আছে। যেটা পড়ে খুবই ভালো লাগলো । প্রতিটা মানুষের অনুভূতিগুলো এভাবেই প্রকাশ পাক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 
 8 months ago 

অনু কবিতা আমি খুবই পছন্দ করি। অনু কবিতা অনেক ভালো লাগে আমার কাছে। বিভিন্ন রকম অনুভূতি তুলে ধরে যদি কবিতা লেখা হয় তাহলে অনেক বেশি সুন্দর হয়। কবিতার সবগুলো লাইন আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে লিখেছেন। মনটা একেবারে ভরে গিয়েছে, আপনার লেখা অনুকবিতাগুলো পড়ে। সবগুলো কবিতা অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন আপনি।

 7 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

আপু মাঝে মাঝে মনে হয় যেন নিজের মধ্যে কবি কবি ভাব চলে এসেছে। যাই হোক আপনি খুব সুন্দর চারটি অনু কবিতা লিখেছেন। আপনার প্রতিটা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। অনু কবিতা ছোট ছোট ছন্দ দিয়ে লেখা হয় বলে বেশি ভালো লাগে। আপনি ছন্দ মিলিয়ে খুব সুন্দর ভাবে চারটি অনু কবিতা লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপনাকে আপু।

 8 months ago 

আপু আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। সবগুলো অনু কবিতা আমি যত পড়ছিলাম আমার ততই পড়তে ইচ্ছে করছিল। দাদার কবিতা গুলো আমি খুবই পছন্দ করি। দাদার অনু কবিতা গুলো পড়ে সবাই অনেক সুন্দর অন্য কবিতা লিখে এবং খুবই ভালো অনুপ্রেরণা পায়। আর সেই অনুপ্রেরণা থেকে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আপনার লেখা সবগুলো অনু কবিতা জাস্ট অসাধারণ ছিল। পরবর্তীতেও আপনার অনু কবিতা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 7 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক বেশী ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

অনু কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও এই কবিতাগুলোর ভাষা অসাধারণ। এই প্লাটফর্মে অনেকে দেখতেছি খুব চমৎকার চমৎকার অনু কবিতা লিখে থাকে। সত্যি আজকে আপনার অনু কবিতাগুলো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে অনু কবিতাগুলো শেয়ার করার জন্য।

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64