আর্ট পোস্ট -- 💦 " একটি রঙিন জ্যামিতিক আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ একটি রঙিন জ্যামিতিক আর্ট নিয়ে হাজির হয়েছি।জানি না কতেটা কেমন হলো। তবে আপনাদের অনুপ্রেরণায় সামনের দিনগুলোতে আরো চেষ্টা করবো আশাকরি।

একটি রঙিন জ্যামিতিক আর্টঃ


CollageMaker_202381912154513.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

বন্ধুরা,যেকোনো ধরনের আর্ট করতে আমার ভালো লাগে।তবে আর্টের জন্য সময় দরকার হয়।সেই সময়টা কে বের করে আঁকতে বসলেও ছেলের দুষ্টমিতে আসলে তেমন একটা করা হয়ে উঠে না। আর আঁকার উপকরনগুলো সব নিজের কাছে আলাদা ভাবে রাখলেও তা সময় মতো খুঁজে পাওয়া যায় না।আমার সবকিছু তার চাই।এটা ও একটা প্যারা কিন্তু। যাক অনেক ঝড় ঝাপটা কে পেড়িয়ে আজ নতুন একটি জ্যামিতিক আর্ট নিয়ে এলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ



১.সাদা কাগজ
২ স্কেল
৩.সাইন পেন তিন কালার

20230818_235954.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20230819_000103.jpg

প্রথমে একটি স্কয়ার এঁকে নিলাম।এরপর মাঝামাঝি লম্বা ও আড়াআড়ি দাগ কেটে নিলাম।

ধাপ -- ২


20230819_000155.jpg

20230819_000339.jpg

এরপর ছবির মতো করে এঁকে নিলাম।

ধাপ -- ৩


20230819_000509.jpg

এরপর মাঝে দাগ কেটে আঁকা শেষ করলাম।

ধাপ -- ৪


20230819_001116.jpg

20230819_001348.jpg

20230819_001636.jpg

20230819_002514_1.jpg

এরপর আমি এক এক করে ইচ্ছে মতো কালার করে নিলাম।

ধাপ -- ৫


20230819_002928.jpg

এই ধাপে এসে আমার কালার করা শেষ হলো।

ধাপ -- ৬


BeautyPlus_20230819003850970_save.jpg

BeautyPlus_20230819003913763_save.jpg

এবার আমি আমার নামটি লিখে দিলাম।

উপস্থাপনাঃ


CollageMaker_202381912122425.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার জ্যামিতিক আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

Sort:  
 last year 

অসাধারণ একটি আর্ট করেছেন আপু। এরকম জ্যামিতিক আর্টগুলো আমার অনেক ভালো লাগে। আপনার আর্টটিও আমার অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

বাহ! দারুন একটি রঙিন জ্যামিতিক আর্ট শেয়ার করেছেন তো। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন জেনে ভালো লাগলো। কালার কম্বিনেশন খুব ভালো হয়েছে। সব মিলিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সুন্দর একটি রঙিন জ্যামিতিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে ও।

 last year 
 last year 

একটু চেষ্টা করলেই আসলে অনেক কিছু করা সম্ভব।
আপনি অংকনটিকে বেশ অসাধারণ করে উপস্থাপন করেছেন। বিশেষ করে কালার করার পর দারুন দেখাচ্ছে।
ধন্যবাদ আপু হাতের সুন্দর কাজটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে চেষ্টার মাধ্যমেই সবকিছু অর্জন করা সম্ভব। আজকে আপনি আমাদের মাঝে চমৎকার একটি রঙিন জ্যামিতিক আর্ট তুলে ধরেছেন। আপনার তৈরি এই আর্ট আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি জ্যামিতিক আর্টটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন ।যেটা আমাদের কাছে খুবই ভালো লাগে। যেটা আপনার ক্রিটিভিটি সেটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। রঙিন পেন্সিল দিয়ে জ্যামিতিক চিত্র যেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর একটা রঙিন জ্যামিতিক আর্ট অঙ্কন করেছেন। এরকম আর্ট যদি রঙিন হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আর এগুলো খুবই সুন্দরভাবে ফুটে উঠে। আপনি তিনটি কালার ব্যবহার করে এই আর্ট সম্পূর্ণ করেছেন যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। আসলে বাচ্চাদের দুষ্টুমির জন্য কোন কাজ এভাবে করা যায় না। এমনটা আপনার ক্ষেত্রেও হয়েছে। তবে সম্পূর্ণটা দেখে ভালো লেগেছে।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

খুবই সাধারণভাবে জ্যামিতিক চিত্র অঙ্কন করেছেন। আপনার ধাপগুলো দেখে আমিও খুব সহজে শিখে নিলাম। পরবর্তীতে আমিও অংকন করব।

 last year 

ওকে ভাইয়া আঁকবেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

এরকম আর্ট যত দেখি ততই ভালো লাগে। তেমনি আপনার আর্ট ও খুব ভালো লেগেছে। আর যদি হয় এরকম রঙিন জ্যামিতিক আর্ট তাহলে তো কোন কথা নেই। অনেক সুন্দর দেখাচ্ছে আপনার করা এই আর্ট। যে কোন কাজ করার সময় অবশ্যই ধৈর্যের প্রয়োজন হয়। আর আপনি ধৈর্য ধরে কাজটি করেছেন বুঝতে পারছি দেখে। অনেক সুন্দর করে তুলে ধরেছেন দেখে আরো বেশি ভালো লেগেছে।

 last year 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91