আর্ট পোস্ট --- 💦 " ফুলদানিসহ ফুলের আর্ট " || আমার বাংলা ব্লগ
শুভ সকাল সবাইকে
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ বিদ্যুৎ থাকবে না সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত।কাল রাতে মাইকিং করে গেলো।এজন্য ফোনে ডাটা নিয়ে কাজ করতে হবে সারাদিন।তাই আজ এখন চেষ্টা করছি লেখার।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।
ফুলদানিসহ ফুলের আর্টঃ
কোন কাজ আসলে যেমন সহজ নয়।আবার সবকাজ কিন্তু কঠিনও নয়।কঠিন কাজগুলো নিয়মিত চর্চা করলে সহজ হয়ে উঠে।তাই আমিও চেষ্টা করে যাচ্ছি নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার।সেই প্রচেষ্টায় আজ আমি একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে।তবে আমি আমার চেষ্টা চালিয়েই যাবো। আজ এই আর্ট পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে চলুন আগে দেখে নেই।
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
৪.সাইন পেন
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে একটি ফুলদানি এঁকে তার উপর ডিজাইন করে নিলাম।
ধাপ -- ২
এরপর আমি এক এক করে পাতা ও ডাল এঁকে নিলাম।
ধাপ -- ৩
সম্পূর্ণ চিত্রটি কালো সাইন পেন দিয়ে এঁকে নিলাম।
ধাপ -- ৪
এরপর এক এক করে ফুলগুলোতে কালার করে নিলাম।
ধাপ -- ৫
এরপর বাকি ফুলগুলো ও কালার করে নিলাম।
ধাপ -- ৬
পাতায় কালার করা ও হয়ে গেলো।
ধাপ -- ৭
এরপর এক এক করে ফুলদানিতে রঙ করে নিলাম।এরপর ফুলের ডালে কালার করে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার আর্টটি শেষ হলো।
ধাপ --৮
সব শেষে আমি নিজের নামটি লিখে নিলাম।
উপস্থাপন
পোস্ট বিবরন
বিষয় | আর্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বিদ্যুৎ না থাকলে আসলেই কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে যায় তারপরও আপনি মোবাইলের ডাটা কিনেছেন কাজ করার জন্য যেন ভালো লাগলো। কোন কাজ খুব একটা কঠিন নয় আবার ঠিক তেমনিভাবে কোন কাজ যে খুবই সহজ তা নয়। কঠিন কাজ প্রতিনিয়ত করতে থাকলে একটা সময় গিয়ে সেটা সহজ হয়ে যায়। ফুলদানি সহ ফুলের অনেক সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম, দারুন ভাবে আপনি এটা অংকন করেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো মন্তব্যটি শেয়ার করার জন্য।
সারাদিন বিদ্যুৎ না থাকলে অনেক ঝামেলায় পরতে হয়। আর প্রয়োজনীয় কিছু কাজ গুছিয়ে রাখতে হয়। যাইহোক আপু আপনার আর্ট খুবই সুন্দর হয়েছে। ফুলদানিসহ ফুলের আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে।
ধন্যবাদ আপু।
ফুলসহ ফুলদানির খুবই চমৎকার এবং কালারফুল একটি দৃশ্য প্রস্তুত করেছেন ।সত্যিই দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে চিত্রের কালার কম্বিনেশনটা দারুন ভাবে ফুটেছে।
আপনার চিত্রটি দেখে সত্যি দারুন সৌন্দর্য উপভোগ করতে পারলাম।
ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
খুবই চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলদানিসহ ফুলের চিত্র অংকনটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ফুলদানিতে ফুলের চিত্র অঙ্কন করে রং করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
আমাদের এখানেও কারেন্টের ছিল না, আমি আগেভাগে চার্জ দিয়ে রেখেছি কাজ করার জন্য। আপনি দারুন দক্ষতায় ফুলদানি সহ ফুলের আট সম্পূর্ণ করেছেন ও কালার কম্বিনেশনটি আমার অত্যন্ত সুন্দর লেগেছে, প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। বিশেষ করে ফুলগুলি চমৎকারভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর ভাবে আপনি এই ফুলদানি সহ ফুলের আর্ট তৈরি করে ফেলেছেন৷ এই সুন্দর আর্টটি আপনার কাছ থেকে দেখতে পেরে খুবই ভালো লাগলো। এখানে আপনি খুবই সুন্দরভাবে সবগুলো ডিজাইন দিয়েছেন এবং ছোট ছোট ডিজাইনগুলো খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
এই ধরনের আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে ফুলদানি সহ খুবই চমৎকার ফুলের আর্ট তৈরি করেছেন। ফুলদানি এবং ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। এত চমৎকারভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রতিনিয়ত পোষ্টের ভিন্নতা আসলে পোষ্টের ভেরিয়েশন অনেক বৃদ্ধি করে। ফুলদানি সহ রঙিন আর্ট দেখতে ভীষণ ভারী সুন্দর লাগছে। তুমি অনেক সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।
যেহেতু সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত কারেন্ট থাকবে না আপনাদের ওইদিকে, তাই ডাটা দিয়ে কাজ করতে হবে আপনাকে। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেন দেখে আমি খুব পছন্দ করি। আজকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর ভাবে, ফুলদানি সহ ফুলের আর্ট করেছেন। ফুলদানি সহ করা এই ফুলের আর্ট অনেক বেশি সুন্দর হয়েছে। কালার টা আপনি খুব সুন্দর ভাবেই ফুটিয়ে তুলেছেন, যার কারণে পুরোটা দেখতে মনোমুগ্ধকর লাগছে।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আমাদের এখানেও বিদ্যুৎ এই আপু। হয়তো সব জায়গাতে একই অবস্থা । তবুও ফোনে সব সময় অনেক নেট থাকে। আজকে ফুলদানি সহ ফুলের আর্ট অসাধারণ । এতটাই সুন্দর করে আর্ট করেছে এবং কালারফুল করায় খুব সুন্দর ফুটে উঠেছে। বাস্তবিক গাছের কোন দৃশ্য দেখতে পাচ্ছি। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। এত সুন্দর চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।