DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির বুকমার্ক " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই ??


হ্যালো বন্ধুরা,



"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।


একটি রঙিন প্রজাপতির বুকমার্কঃ


CollageMaker_20238220504639.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (1).png

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন প্রজাপতির বুকমার্ক নিয়ে হাজির হয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন শুরু করার আগে আমার কি উপকরন লেগেছে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ
২.সাইন পেন


20230821_204858.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230821_204944.jpg

20230821_205047.jpg

প্রথমে ছোট এই কাগজের টুকরোটিকে আড়াআড়ি দুই ভাজ করে নিলাম।এরপর উল্টোভাবে আর একটি ভাজ করে নিলাম।

ধাপ-২


20230821_205123.jpg

20230821_205244.jpg

20230821_210254.jpg

এরপর দুই কোনায় ভাজ দিয়ে ছবির মতো করে নিলাম।

ধাপ-৩


20230821_210315.jpg

20230821_210303.jpg

20230821_210419.jpg

এবার মাঝের এই ফাঁকা ধরে ভাজ করে নেবো।

ধাপ-৪


20230821_210500.jpg

20230821_210746.jpg

20230821_210753.jpg

এবার ছবির মতো ভাজ করে নিয়ে ভাজ খুলে কোনা গুলো ভেতরে দিয়ে দেবো।

ধাপ-৫


20230821_210957.jpg

20230821_212146.jpg

20230821_211102.jpg

20230821_211052.jpg

এরপর দুই পাশ থেকে কাগজ টেনে নিয়ে প্রজাপতি করে নিলাম।

ধাপ-৬


20230821_212513.jpg

20230821_212456.jpg

প্রজাপতির বুকমার্ক করার পর ফাঁকা ফাঁকা লাগছিলো। তাই সাইন পেন দিয়ে এঁকে নিলাম।

উপস্থাপনাঃ


CollageMaker_2023821213931905.jpg

20230821_213236.jpg

20230821_212829.jpg

20230821_212615.jpg


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটিপ্রজাপতির অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

আপু আপনি আজকে খুব দারুণ একটি প্রজাপতির বুকমার্ক তৈরি করেছেন। আসলে রুমিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে প্রজাপতির বুকমার্ক তৈরি করেছেন এবং এটি তৈরি প্রত্যেকটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

অনেক সুন্দর একটা প্রজাপতির বুকমার্ক তৈরি করেছেন তো আপনি। আপনার তৈরি করা এত সুন্দর রঙিন কাগজের বুকমার্ক দেখে আমি তো অনেক মুগ্ধ হয়েছি। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এই বুকমার্ক খুবই গুরুত্বপূর্ণ। ভাঁজে ভাঁজে এরকম জিনিস গুলো তৈরি করতে কষ্ট হয়, তবে তৈরি করার পরে দেখতে ভালো লাগে। ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

বকুমার্ক কি গুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আপনি আজকে ভিন্নভাবে প্রজাপতির বুকমার্ক তৈরি করেছেন। উপস্থাপনা দেখে যে কেউ এটা খুব সহজে তৈরি করে নিতে পারবে বলে আমি মনে করি। প্রজাপতির ভিতরে দাগ দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে দেখতে। ভাঁজ গুলো ও অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার তৈরি করা বুকমার্ক।

 last year 

অনেক ভালো লাগলো আপু মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

এই বুকমার্ক গুলো বানাতে আমার কাছে বেশ ভালো লাগে। কেননা খুব অল্প সময়ই তৈরি করে ফেলা যায় ।আপনার রঙিন কাগজের প্রজাপতির বুকমার্কটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক অনেক সুন্দর কিছু বানায়। যেমন আপনিও রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বুকমার্ক বানিয়েছেন। আর এটি দেখতে বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

বুকমার্ক গুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে অনেক ধরনের বুকমার্ক দেখেছি। আজকে ভিন্ন রকম একটি পোস্ট করেছেন। প্রজাপতির বুকমার্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 
 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। এই প্রজাপতি তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখে নিলাম। পরবর্তীতে তৈরি করবে ইনশাল্লাহ।

 last year 

ঠিক আছে করবেন আশাকরি। ধন্যবাদ আপনাকে।

 last year 

আগে তো চমৎকার প্রজাপতি তৈরি করেছেন তারপর এটা হচ্ছে বুক মার্ক। বইপ্রেমী মানুষদের জন্য এটা চমৎকার একটা জিনিস, খুব দারুন একটা জিনিস আজকে আপনি পোস্ট করেছেন।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42