আর্ট পোস্ট -- 💦 " বসন্তকালের দৃশ্য অংকন "

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


শুভ সকাল সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

বসন্তকালের দৃশ্য অংকনঃ


CollageMaker_2024217201937425.jpg

photocollage_202421811338512.jpg

photocollage_2024218172745.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,আর্ট করতে আমার খুব ভালো লাগে।কিন্তু সময় নিয়ে বসাটা খুব কঠিন।সময় নিয়ে ধৈর্য ধরে আঁকতে হয়।কিন্তু সেই ভাবে সময় না হওয়াতে আঁকাটা হয়ে উঠে না।তবে আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে একটি আর্ট পোস্ট শেয়ার করার।আর কালারফুল আর্ট করতে হলে সময় তো একটু বেশীই লাগে।এখন চলছে বসন্ত কাল।এই সময়টাকে আমি আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।আমি আর্ট করতে বসলেই আমার ভাবনাতে শুধু প্রকৃতিই আসে।অবশ্য এম্নিতেও আমার ভাবনার মাঝে সবুজ সতেজ প্রকৃতিই থাকে।তাই চেষ্টা করেছি এমন একটি প্রকৃতির দৃশ্য তুলে ধরার।কেমন হয়েছে তা আপনারাই ভালো বলতে পারবেন।তবে চেষ্টার জায়গা থেকে আমি আমার চেষ্টা করেছি।অবশ্যই কমেন্ট করে জানাবেন।কারন আপনাদের উৎসাহে আজ আমার এতোটা প্রেরণা আমি খুঁজে পেয়েছি।তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল।

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২.সাইন পেন
৩.পেন্সিল
৪.রাবার

20240217_185940.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240217_191431.jpg

20240217_192613.jpg

প্রথমে আমি এক এক করে সবটা এঁকে নিলাম।

ধাপ -- ২


20240217_193823.jpg

20240217_193836.jpg

20240217_193955.jpg

মোটামুটি ভাবে আমিতো চিত্রটা এঁকেই নিয়েছি।এবার হচ্ছে রঙ করার পালা।আমি প্রথমে গাছের ডালে বসে থাকা গাছটির রঙ করে নিলাম।এরপর পাখিটির রঙ করলাম।

ধাপ -- ৩


20240217_194100.jpg

20240217_194123.jpg

এরপর ফুলের মাঝে রঙ করে নিয়ে ফুলটা সাদা ই রেখে দিলাম।

ধাপ -- ৪


20240217_194609.jpg

20240217_195517.jpg

এরপর ফুলের পাশে দুই রঙের রঙ দিয়ে রঙ করে নিলাম।এরপর ঘর ও গাছে রঙ করে নিয়েছি।

ধাপ -- ৫


20240217_195951.jpg

20240217_200457.jpg

এরপর নীল কালার দিয়ে রঙের শেড দিয়ে সূর্যটাকে এঁকে নিলাম। এরই মাঝে আমার আর্ট শেষ হলো।

ধাপ -- ৬


20240217_200646.jpg

20240217_200743.jpg

অংকনটি শেষ হলে আমি নীচে আমার নামটি লিখে দিলাম।

উপস্থাপনা


photocollage_20242181247128.jpg

CollageMaker_2024217201937425.jpg

20240217_200249.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ (1).png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 4 months ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর করেই বসন্ত কালের একটা দৃশ্যের আর্ট করে ফেলেছেন। বসন্তকালের এই দৃশ্যের আর্ট এত বেশি সুন্দর হয়েছে যে, আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। পুরো দৃশ্যটার মাঝে সৌন্দর্যটা লুকিয়ে ছিল যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। পাখিটা কেও খুবই কিউট লাগতেছে গাছের ডালে বসে থাকার কারণে। আর ফুল আঁকার কারণে তো আরো বেশি ভালো লেগেছে দেখতে। আপনার এই দক্ষতা মূলক কাজ দেখেই ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

অসাধারণ একটি আর্ট করেছেন আপু। খুব ভালো লাগলো আপনার আর্ট টি দেখে। ধাপে ধাপে তুলে ধরাতে সবার জন্য আরেকটু ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 
 4 months ago 

বসন্ত চলে এসেছে চারিদিকে নতুন ফুলের সুবাস। আপনি আপনার চিত্রের মাধ্যমে সবকিছু একসাথে ফুটিয়ে তুলেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনি আপনার অংকন করার পদ্ধতি আমাদের কাছে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

যেহেতু বসন্তকাল চলছে আর বসন্তকাল উপলক্ষে খুবই চমৎকার একটা বসন্তকালের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বসন্ত কালকে বলা হয় ঋতুরাজ দারুন ভাবে আপনি আমাদের মাঝে বসন্তকালের দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এ ধরনের অংকন করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা অংকন আমাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জাস্ট অসাধারন লাগতেছে আপু। বসন্তকালের দৃশ্য অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালারফুল একটি আর্ট করেছেন। কালার কম্বিনেশন নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। এধরনের দৃশ্য গুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনি একটি সমসাময়িক পোস্ট করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনি বসন্ত কাল উপলক্ষে বসন্তকালের দৃশ্য অংকন করেছেন। বসন্ত কালের দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বরাবরের মতো এরকম আর্ট গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি মনে হয় বসন্তের প্রেমে পড়ে এতো সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন।

 4 months ago 

বসন্তকালের খুব সুন্দর দৃশ্য আর্ট করেছেন আপনি। আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে গাছ ডালের উপর পাখি বসে থাকা দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর্ট কলার ধাপ গুলো খুব সুন্দর সহজ ভাবে গুছিয়ে শেয়ার করেছেন আপনি। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

বসন্তকালের খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পাখি বসে থাকার মুহূর্ত দেবার কারণে এটা দেখতে সবথেকে বেশি ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64886.88
ETH 3516.64
USDT 1.00
SBD 2.37