আর্ট পোস্ট -- 💦 " একটি জ্যামিতিক আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ একটি জ্যামিতিক আর্ট নিয়ে হাজির হয়েছি।জানি না কতেটা কেমন হলো। তবে আপনাদের অনুপ্রেরণায় সামনের দিনগুলোতে আরো চেষ্টা করবো আশাকরি।

একটি জ্যামিতিক আর্টঃ


CollageMaker_2023826234554700.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,যেকোনো ধরনের আর্ট করতে আমার ভালো লাগে।তবে আর্টের জন্য সময় দরকার হয়।সেই সময়ের খুব বেশি অভাব।তারপরেও চেষ্টা করি সময়কে বের করে নিতে।আজ এই জ্যামিতিক আর্টটি করেছি।আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে খুব ভালো লাগবে।এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে আপনাদের মাঝে শেয়ার করছি।

প্রয়োজনীয় উপকরণঃ


১.সাদা কাগজ
২ স্কেল
৩.সাইন পেন


20230826_231059.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20230826_231241.jpg

প্রথমে লম্বালম্বিভাবে ও আড়াআড়ি ভাবে দাগ দিয়ে নেবো।

ধাপ -- ২


20230826_231331.jpg

এরপর কোনায় কোনায় দাগ দিয়ে মিলিয়ে নেবো।

ধাপ -- ৩


20230826_231510.jpg

20230826_231619.jpg

20230826_232055.jpg

20230826_232108.jpg

ছবির মতো করে কোনায় কোনায় মিলিয়ে নেবো।এরপর সবটা হয়ে গেলে মাঝের ঘরে সাইন পেন দিয়ে গাঢ় করে এঁকে নেবো।

ধাপ -- ৪


20230826_232426.jpg

20230826_232744.jpg

20230826_232811.jpg

একইভাবে দ্বিতীয় ঘরটিতেও এঁকে নিলাম।

ধাপ -- ৫


20230826_233241.jpg

BeautyPlus_20230826233352024_save.jpg

একইভাবে তৃতীয় ঘরটিতে ও এঁকে নিলাম।

ধাপ -- ৬


BeautyPlus_20230826233421970_save.jpg

20230826_233945.jpg

এরপর চার নাম্বার ঘরটিও এঁকে নিলাম।

ধাপ -- ৭


BeautyPlus_20230826234109535_save.jpg

BeautyPlus_20230826234150337_save.jpg

BeautyPlus_20230826234205234_save.jpg

আঁকা হয়ে গেলে নিজের নামটি লিখে নিলাম।এভাবেই আমার আঁকাটির সমাপ্তি হলো।

উপস্থাপনাঃ


20230826_234454.jpg

CollageMaker_2023826234820651.jpg

20230826_234319.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার জ্যামিতিক আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

বর্তমান সময়ে আমার বাংলা ব্লগের প্রতিটা সদস্য খুব সুন্দর সুন্দর আর্ট তৈরি করছেন। আপু আপনি আজকে খুব সুন্দর একটি জ্যামিতিক আর্ট তৈরি করেছেন। জ্যামিতিক আর্ট তৈরির ধাপগুলো আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি খুব সুন্দর করে বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি বলতে কি আপু আপনার সুন্দর জ্যামিতিক আর্ট দেখে যেন মনে হচ্ছে আমি চোখে ভুল দেখছি। তবে যাই হোক এই জাতীয় আর্ট গুলো কিন্তু আমার অনেক প্রিয় আমিও মাঝেমধ্যে চেষ্টা করে থাকি কিন্তু অনেক ধৈর্য সহ্যের ব্যাপার। তবে উৎসাহ পেলাম সুন্দর এই কাজের জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 
 last year 

এই ধরনের ইলিউশন আর্ট গুলো দেখতে খুবই চমৎকার লাগে। কিন্তু এগুলো করতে গেলে বোঝা যায় কতটা কঠিন। কারণ কলম দিয়ে করতে হয় এবং খুবই সাবধানে আঁকতে হয়। তা না হলে ভুল হলে ঠিক করার উপায় থাকে না। আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে এটি এঁকেছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার করা এই আর্ট। এই আর্টের মধ্যে কিছুটা থিডি ভাব দেখা যাচ্ছে৷ খুবই ভালোভাবে আপনি এই আর্ট এর বিষয়বস্তুগুলো ফুটিয়ে তুলেছেন৷ এভাবে কোন আর্ট আগে কখনো দেখা হয়নি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর আর্ট প্রথম দেখলাম৷

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

এই ধরনের আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আপু। জ্যামিতি আর্ট গুলো দেখতে অনেকটা থ্রিডি আর্টের মতো লাগে। এই আর্ট গুলোর দিকে তাকালে চোখ যেন ধাঁধা লেগে যায়। অনেক সুন্দর ভাবে আপনি এই জ্যামিতিক আর্ট করেছেন আপু। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

ওয়াও অসাধারন হয়েছে তো আপনার এই জ্যামিতিক আর্ট। অনেক সুন্দর করে করেছেন কিন্তু আপনার এই জ্যামিতিক আর্ট। এই ধরনের আর্ট গুলো দেখলে অনেক ভালো লাগে আমার কাছে। অনেক সময় দিয়ে ধৈর্যের সাথে এবং দক্ষতার সাথে এটা করেছেন যা দেখে বুঝতে পারছি। একেবারে চোখে ধাঁধানো ছিল আপনার করা এই আর্ট। সত্যি আপনার আর্টের প্রশংসা করতে হয়।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর একটি জ্যামিতিক আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আর্টনটি করতে আপনার খুবই সময় ও ধৈর্য প্রয়োজন হয়েছে। এই ধরনের আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি জ্যামিতি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি জ্যামিতিক আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি করা জ্যামিতিক আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের আর্ট পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে তৈরি করে পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42