DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজের বুকমার্কঃ


IMG_20231121_011800.jpg

IMG_20231121_011657.jpg

20231120_234113.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্কের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার মতো আপনাদের কাছেও এই বুকমার্কটি ভালো লাগবে।সত্যি কথা বলতে যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বুকমার্ক খুব দরকার।আমি বই পড়তে ভীষণ পছন্দ করি।তাইতো এই বুকমার্ক আমার জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস।কেননা বই পড়া কতটুকু হলো সেই চিহ্ন দিতে বই ভাজ করে রাখা আমার ভালো লাগে না।বইটাতে ভাজ ফেলতে খুব খারাপ লাগে আসলে।শুধু যে আমি নিজের বইয়ে ভাজ ফেলি না তা কিন্তু নয়।অন্য কারো বই পড়তে নিলেও আমি ভাজ করি না।মোট কথা এই বই ভাজ করা বিষয়টি আমার ভালো লাগে না।তাইতো বুকমার্কটি করেছি।চলুন দেখে নেই এটা বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ


১. রঙিন কাগজ (দুই টুকরো)

20231120_232101.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20231120_232201.jpg

20231120_232309.jpg

প্রথমে চার কোনা বড় কাগজের টুকরোটিকে কোনাকুনি ভাজ করে নিলাম।এরপর দুই কোনা টেনে নিলাম।

ধাপ-২


20231120_232351.jpg

20231120_232525.jpg

ভাজ খুলে মাঝের টুকরোটিকে ভাজ করে নিয়ে দুই
পাশ থেকে টেনে কাগজের ভাজের মধ্যে দুই পাশ থেকে লাগিয়ে নেবো।

ধাপ-৩


20231120_232648.jpg

20231120_232714.jpg

20231120_232805.jpg

এবার ছোট কাগজের টুকরোটিকে লম্বালম্বি ও আড়াআড়ি ভাবে ভাজ করে নিলাম।এরপর কোনাকুনিভাবেও ভাজ করে নিলাম।

ধাপ-৪


20231120_232824.jpg

20231120_232945.jpg

এরপর কাগজটিকে খুলে ভাজ ভাজ করে নিলাম।

ধাপ-৫


20231120_233013.jpg

20231120_233235.jpg

এরপর খুলে আবার উল্টোদিকে ভাজ ভাজ করে নিলাম।

ধাপ-৬


20231120_233332.jpg

20231120_233615.jpg

20231120_234131.jpg

20231120_234107.jpg

এবার দুই পাশ থেকে টেনে নিয়ে পেছনের অংশটুকু বসিয়ে নেবো।এরপর দুই পাশের ফাঁকা অংশে ভাজ করে আটকে নেবো।

উপস্থাপনা


20231120_234524.jpg

IMG_20231120_235129.jpg

photocollage_202311202350650.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বুকমার্কের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

Sort:  
 8 months ago 

আপু আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য সবসময়ই খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। আপনার পোস্ট গুলো খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর বুকমার্ক শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে এই ধরনের বুকমার্ক আমার কাছে অনেক ভালো লাগে। যারা বই পড়ে তাদের জন্য এই ধরনের বুকমার্ক খুবই প্রয়োজন। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর পাতার বুকমার্ক বানিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর বুকমার্ক শেয়ার করার জন্য।

 8 months ago 

আসলে যারা বই পড়েন তাদের জন্য বুক মার্ক আমার কাছে মনে হয় বেশ কাজের। তাহলে আর বইতে ভাজ দিয়ে রাখতে হয় না। বুক মার্ক দিয়েই নির্দিষ্ট পড়া টি চিহ্নিত করে রাখা যায় ।আপনার রঙিন কাগজের বুকমার্ক দেখতে বেশ ভালো হয়েছে ।প্রতিটি ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল। ধন্যবাদ।

 8 months ago 

ছোটবেলায় ত্রিভুজাকৃতিতে প্রথম তৈরি করতাম, কিন্তু এখন বিভিন্ন ধরনের দেখছে যা খুবই আকর্ষণীয়। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি বুক মার্ক তৈরি করেছেন।বাচ্চাদের এগুলো খুবই পছন্দ হবে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু রঙিন কাগজ দিয়ে তৈরি বুক মার্ক টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বুক মার্ক তৈরি করেছেন। এগুলো দেখতে আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে পোষ্টটি উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি বুকমার্ক প্রস্তুত করেছেন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
এ ধরনের বুকমার্ক আমার কাছে অনেক ভালো লাগে।
আপনি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর ভাবে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি এমন সুন্দর করে ধাপে ধাপে লিখে এবং ছবিতে বুঝিয়ে দিয়েছেন যে সেগুলো ফলো করে যে কেউই এই বুকমার্ক টি বানাতে পারবে। আবার কি সুন্দর করে বাচ্চার বইয়ে সে বুকমার্ক রেখে ছবি তুলেছেন, দেখে ভীষণ ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ আপু এমন দারুন একটি পোষ্ট আমাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 
 8 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে আমারও অনেক ভালো লাগে আপু। তবে এখন সময়ের স্বল্পতার কারণে সেগুলো করা হয়ে ওঠেনা। কিছুদিন আগেও আমি একটা আপুর বুক মার্কের অরিগ্যামি দেখে তৈরি করার চেষ্টা করেছিলাম। তবে আপনারটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আপু।

 8 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বুক মার্ক অরিগামি আপনি তৈরি করে দেখিয়েছেন আপু।বুক মার্ক গুলো বেশ দরকারি।ভালো লাগলো আপনার ক্রিয়েটিভ কাজটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

যারা বই পড়তে ভালবাসে তাদের বুকমার্ক এর অনেক প্রয়োজন হয়। আর আজকে আপনি সেটি তৈরি করার মাধ্যমে আপনার প্রতিভাকে খুব ভালোভাবে তুলে ধরেছেন। আর এরকমই ইউনিক একদিন বুকমার্ক তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63