Diy পোস্ট --- 💕 " রঙিন কাগজের ওয়ালমেট " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই ???
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার কিন্তু সার্থকতা।
বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেটের ডিজাইন শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
রঙিন কাগজের ওয়ালমেটঃ
বন্ধুরা,আমরা রঙিন কাগজ দিয়ে নানা ধরনের ডাই পোস্ট করে থাকি।আর রঙিন কাগজ দিয়ে যা কিছু করা হয় দেখতে ভীষন ভালো লাগে। আজ তাইতো ডাই পোস্ট নিয়ে চলে এলাম।রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটের ডিজাইনটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন তবে শুরু করার আগে উপকরনগুলো দেখে নেই।
প্রয়োজনীয় উপকরনঃ
১. রঙিন কাগজ।
২.কাঁচি
৩.সাইন পেন
৪. আঠা
৫.এক টুকরো মোটা কাগজ
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে দুই টুকরো কাগজকে ছবির মতো করে ভাঁজ করে নেবো।
ধাপ -২
এবার মাঝ বরাবর ভাঁজ করে উভয় পাশে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপ - ৩
কাগজটির উল্টা পাশে কলম দিয়ে গোল করে এঁকে কেটে নিয়ে ওয়ালমেটের উল্টা পাশে আঠা দিয়ে কাগজটি মাঝ বরাবর লাগিয়ে নিলাম।
ধাপ - ৪
এবার হলুদ কাগজের টুকরোটিকে ছোট ছোট ভাঁজ করে কেটে নিলাম।
ধাপ - ৫
একেকটা অংশকে ছোট ভাঁজ করে নিয়ে কলম দিয়ে এঁকে নিলাম।
ধাপ - ৬
ফুল কেটে নিয়ে সাইন পেন দিয়ে মাঝে এঁকে নিলাম।
ধাপ -৭
এরপর ফুলের একটি পাপড়ির কিছু অংশ কেটে অন্য পাপড়ি দিয়ে সেটা আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপ -৮
এবার আঠা দিয়ে এক এক করে ফুলগুলো লাগিয়ে নেবো।এভাবেই আমার ওয়ামেলটি সম্পন্ন হলো।
উপস্থাপনাঃ
পোস্ট বিবরন
শ্রেণী | DIY |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজের ওয়ালমেটটি আপনাদের কাছে ভাল লেগেছে।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হবো। সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে। আপনার শেয়ার করা রঙিন কাগজের ওয়ালমেট তৈরি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজের ওয়ালমেট বাহ্ অনেক সুন্দর লাগতেছে। চতুর্দিকে ছোট ছোট ফুল তৈরি করে দেওয়ার কারনে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার পোস্ট গুলো প্রতিনিয়ত দেখার চেষ্টা করি ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট। এইরকম ওয়ালমেটগুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এর ফলে ঘরের সৌন্দর্যতা ও বৃদ্ধি পায়। সবুজ রঙের কাগজটির উপরে কমলা রঙের ফুল গুলো অনেক সুন্দর লাগছে। বিশেষ করে মাঝখানে কলম দিয়ে দাগগুলো দেওয়ার কারণে একটু বেশি ভালো লেগেছে ফুলগুলো।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। আপনাকে অনেক ধন্যবাদ।
ব্যক্তিগতভাবে আমি মনে করি পোস্টে ভিন্নতা নিয়ে আসা অনেক বেশি জরুরী ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে সেই সাথে এনগেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পায়। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ। বিশেষ করে এই ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা আমার কাছে অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপু অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখছি।এই ওয়ালমেট তৈরি তে কালার কম্বিনেশন টা দারুণ লেগেছে আপু। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।
Twitter link
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি দারুন কিছু রঙিন কাগজের ব্যবহার করেছেন। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার এই ওয়ালমেট দেখে।
সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় লাগলো ও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার রঙিন কাগজের তৈরি ওয়ালমেটটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর ও সাবলীল মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
অনেক ভালো লাগার মত একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার এই সুন্দর ওয়ালমেট দেখে যেন মুগ্ধ হয়েছি আমি। যেখানে লক্ষ্য করলাম সাদা কাগজের উপর গোল করে দাগ কেটে নিয়েছেন তারপর আঠা লাগিয়ে সবুজ কালারের কাগজ বসিয়েছেন। তার উপর ছোট্ট ছোট্ট ফুল বসিয়ে দারুন ভাবে তৈরি করেছেন এই ওয়ালমেটটা।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।