লাইফ স্টাইল পোস্ট -- 💖 " আবার আনতে হলো "

in আমার বাংলা ব্লগ6 months ago
শুভ সন্ধ্যা সবাইকে

আমার বাংলা ব্লগ এ সবাইকে স্বাগতম।

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter, আমি বাংলাদেশের একজন নাগরিক।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি আমার পোস্টের ভিন্নতা আনতে প্রতিনিয়ত নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আমি চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার জন্য।আজ তাই লাইফ স্টাইল পোস্ট শেয়ার করতে চলে এলাম।আমাদের দৈনন্দিন জীবনে নানা রকমের থটনার মধ্যে দিয়ে কাটে।তারই ছোট একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আজ।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার এই ব্লগিং করার সার্থকতা নিহিত।

আবার আনতে হলোঃ


আবার আনতে হলো_20240502_161835_0000.png

canva দিয়ে বানানো



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমার পোস্টের টাইটেল পড়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমার আবার কি আনতে হলো?? আসলে সেই ঘটনা বলতেই আমার আজকের পোস্টটি লেখা।প্রায় দুই বছর আগে আমি দারাজ থেকে ওয়েট মাপার মেশিনটি এনেছিলাম।খুব ভালো ভাবেই ওয়েট মাপার কাজ করে যাচ্ছিলাম।মাঝে একবার ব্যাটারি বদলানো হয়েছে।আসলে প্রতিদিন তো আর ওয়েট মাপার দরকার হয় না।১৫ দিনে কিংবা মাসে একবার ওয়েট দেখা হয়।তবে সেদিন রমজান শেষ হওয়ার পর আসলে দেখতে চেয়েছিলাম রমজানের রোজা রেখে ওজন কতোটা কমেছে।কিন্তু দেখতে পেলাম ওয়েট মেশিনটা কোন কাজ করছে না।ভাবলাম,হয়তো আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে।কিন্তু ব্যাটারি এনে লাগানোর পরে ও কোন কাজ হলো না।তাই মনে করলাম হয়তো নষ্ট হয়ে গেছে।

20240502_162506.jpg

20240502_162432.jpg

উপরে যে ফটোগ্রাফি শেয়ার করেছি ওটাই আসলে নষ্ট হয়ে গিয়েছে।এরপর আবার দারাজে অর্ডার করলে আসলে ঈদের জন্য এখন ডেলিভারি করা সম্ভব নয়।তাই ভেবে রেখেছিলাম ঈদের পরেই আবার অর্ডার করবো।আমি ঈদের এক সপ্তাহ পর আবার দারাজে অর্ডার করেছিলাম।অর্ডার করার তিন দিনের মাথায় তারা নতুন ওয়েট মাপার মেশিনটি দিয়ে গেলো।এটা ও আমি পছন্দ করেই এনেছি।নীচে ফটোগ্রাফি দিলাম।

20240427_115545.jpg

20240427_115616.jpg

এবার শীতের সময়টাতে আমার ননদরা এসেছিল সবাই।ওরা যাওয়ার সময় ওদের সাথের মালপত্রের ওয়েট ও ওরা করে নিয়েছিল।আমাদের ওয়েট মাপা ছাড়া ও ওদের জিনিসপত্রের ওয়েট ও মাপা হয়েছিল।যাই হোক এটা নষ্ট হয়ে যাওয়াতে আর দেরি করিনি।দারাজ থেকে নিয়ে এলাম।এজন্য ই লিখেছি আবার আনতে হলো। আপনাদের সাথে প্রতিদিনের কিছু না কিছু শেয়ার কর‍তে পেরে ভীষণ ভালো লাগে।কারন আপনারা তো আমার পরিবারেরই অংশ বিশেষ।সত্যি কথা বলতে দারাজ থেকে জিনিস আনা আমার খুব ভালো ই লাগে।আমি প্রায় ই আনি।এখানে সুবিধা হলো আমার প্রোডাক্ট কোনটা পছন্দ না হলে ব্যাক করার অপশনটা আছে।এই জিনিসটা আমার খুব ভালো লাগে।মনে আছে একবার জানালার পর্দা ছবি দেখে পছন্দ করে অর্ডার করেছিলাম।কিন্তু বাসায় দিয়ে যাওয়ার পর দেখলাম কালারটা ভালো লাগছে না।তখন ওই পর্দা গুলো আমি ব্যাক করেছিলাম।আসলে এসব জিনিস মার্কেট থেকে আনাই ভালো।কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন মার্কেটের মধ্যে লোকজনের ভীড়ে কেনাকাটা আমার খুব একটা ভালো লাগে না।তাই বাসায় বসে কোন কিছু পছন্দ করে অর্ডার করে ফেলি।এতে ঝামেলা কম মনে হয় আমার কাছে।কেমন লাগলো আমার আজকেত ব্লগ?? আশাকরি সবাই কমেন্ট করে জানাবেন।

আজ আর নয়।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানধানমন্ডি ,ঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 6 months ago 

আমি তো মনে করি এই মেশিনটা সবার ঘরে ঘরে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা ঘরে থাকাই জরুরী। আর আপনাদের আগেরটা নষ্ট হয়ে যাওয়াতে, এখন আবারও আরেকটি কিনেছেন দেখে খুব ভালো লাগলো। আমাদের ওজন ঠিক রাখা আমাদের জন্য সবথেকে বেশি জরুরী। কারণ ওজন বেশি পরিমাণে বৃদ্ধি হলে নিজেদের জন্যই খারাপ। নতুন করে আবারও কিনলেন, আর আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে ঘটনাটি সুন্দর করে তুলে ধরার জন্য।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35