আমার জীবনের প্রথম প্রেমের অনুভূতি।। আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২০

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ ১৯ শে জুলাই ২০২২ইং
আসসালামু আলাইকুম, আদাব

"আমার বাংলা ব্লগ" এর বন্ধুরা ,সবাই কেমন আছেন? আশাকরি ভাল। আমিও আপনাদের শুভ কামনায় ভাল আছি । আমি একজন নতুন ইউজার হিসেবে আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এসেছি ।আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter, আমি বাংলাদেশ থেকে । “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী যত সদস্য আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মাঝে মাঝেই দেখি "আমার বাংলা ব্লগ”কমিউনিটিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় । তা দেখে আমার বেশ ভালোই লাগে ।সবার জীবনের গল্প গুলো জানা যায় ।আর এবার “ জীবনের প্রথম প্রেমের অনুভূতি “ কে কেন্দ্র করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । @rme ভাইয়াকে ধন্যবাদ এমন এক বিষয়কে মাথায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে । আজকে ২০ তম প্রতিযোগিতায় অংশগ্রহন করব বলে , এই পোস্ট নিয়ে হাজির হয়েছি । সত্যি তা দেখে আমি আমার অতীত জীবনের ফেলে আসা দিনে নিজেকে হারিয়ে ফেলেছি ।অনেক বেশি শুভকামনা ভাইয়াকে আর যারা বিচারের আসনে থেকে রায় দেবেন তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা ।

আমাদের প্রতিযোগিতার বিষয়টি হচ্ছে - “ আমার প্রথম প্রেমের অনুভুতি “

প্রথম ভালবাসা.jpg
source

কোন কিছুর প্রতি ভালবাসার অনুভূতিকেই প্রেম বলে। প্রেম আসলে শুধু যে নারীপুরুষের মাঝেই হতে পারে , তা কিন্তু নয় । প্রেম হতে পারে কোন প্রাণী বা বস্তুর উপর ,হতে পারে মেয়ের সাথে কোন মেয়ের, হতে পারে কোন ছেলের সাথে অন্য কোন ছেলের , আবার হতে পারে কোন দেশ বা প্রাণীর উপর।আসলেই প্রেম হল ভালবাসা ,যেখানে অনুভুতি থাকে ,আবেগ থাকে ,আর থাকে ভাল লাগার আনন্দময় কিছু মুহূর্ত।সবার জীবনেই কোন না কোন ভাল লাগার, ভালবাসার অনুভূতি আছেই । আজ এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তা জানতে পারব । আবার ও ধন্যবাদ দিয়ে আমি আমার প্রথম ভালবাসার অনুভূতি আজ এখানে ব্যক্ত করছি ।

আমার প্রথম ছোঁয়া, প্রথম অনুভূতি, প্রথম ভালবাসাঃ

Screenshot_5.jpg
source
প্রথম জীবনে বই এর স্পর্শ, এর থেকে ভাল লাগা , ভালবাসা ।এখন ও বই এর প্রেমে ডুবে আছি ।

আজ আমি আমার প্রথম প্রেমের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব ।আসলে জীবনের প্রথম সব কিছুই কিন্তু মধুর হয় ।আমি আমার গল্পটা শুরু করছি -

ছোটবেলা থেকে আমি যৌথ পরিবারে ছিলাম । আমার বড় নিজের ভাই এবং কাজিনদেরকে আমি সব সময় ফলো করতাম । ওরা পড়াশুনা করে ,স্কুলে যায় । আমিও যাব । স্কুলে এত আগে ভর্তি না করাতে চাইলেও , আমার যন্ত্রনায় এক পর্যায়ে জোর করেই স্কুলে ভর্তি পরীক্ষা দেই , আর টিকেও যাই । তাই ভর্তি করাতে বাধ্য হয় পরিবার । সে থেকে আমার জীবন এক ভাবেই চলছিল। ওদের দেখে পড়া ,স্কুলে যাওয়া , গল্প করা ।ওদের দেখে দেখে আমার বেড়ে ওঠা ।

Screenshot_1.jpg
source
বন্ধুরা সব এক হলাম

ব্যতিক্রম ঘটল , যখন আমি এস এস সি এক্সাম দেব । আমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করল স্কুল থেকে । এত দিনের , এত চেনা পরিবেশ , স্যার , ম্যাডাম , খালা , দারোয়ান চাচা সবাইকে ছেড়ে যেতে হবে , এই ভাবনাতে কিছুই ভাল লাগছিল না ।আমি আমার ফ্রেন্ডরা সবাই এক হলাম ।সবার মধ্যেই খারাপ লাগা কাজ করছিল । সেদিন স্যার , ম্যাডাম আমাদের নিয়ে অনেক কথা বলছিল , আমাদের সবার চোখ সেদিন ছলছল করছিল ।

Screenshot_3.jpg
source
বই পেয়ে অনেক বেশি ভাল লাগা কাজ করছিল

সেদিন স্কুল থেকে আমাদেরকে কিছু জিনিস গিফট করেছিল ।তার মধ্যে যে জিনিসটি আমার অনুভূতিতে নাড়া দিয়েছিল । তা হচ্ছে - "বই " । এই প্রথম আমি একাডেমীক বই এর বাইরে একটি বই উপহার পেলাম ।আর তা যদি ভাল লাগা , ভালবাসার মানুষদের থেকে পাওয়া যায় , তবে তার অনুভূতি আসলে বোঝানো যায় না । আমার এত বছরের এই স্কুল জীবনে এই প্রথম কেউ বই উপহার দিল । সে এক অন্য রকম অনুভূতি । অনেক বেশি ভাল লাগা সেদিন কাজ করছিল।প্রথম স্পর্শে সেদিন ভাল লাগা থেকে ভালবাসা অনুভব করতে শুরু করি ।সবার দেখা সেটি একটি বই । কিন্তু আমার কাছে ছিল তা অনেক অনুভূতি পূর্ণ ভাল লাগা , ভালবাসা। সেদিনের সেই অনুভূতিটা , সত্যি প্রকাশ করার মত লেখার ভাষা আমার জানা নেই । এখন ভাবি, আজকালকার ছেলেমেয়েদের হাতে দামী মোবাইল, ল্যাপটপ দিলেও এত খুশি হয় না । সেদিন আমি যে পরিমান খুশি হয়েছিলাম । সেই বইটি হাতে নিয়ে ।সেই থেকে বই পড়া । সেই থেকে আমার বই এর প্রতি ভালবাসা । এ ভালবাসা যেন, আমরন আমার ভেতর রয়েই গেল ।

Screenshot_4.jpg
source
বই কেনা আর পড়ার নেশা চেপে গেল

আমি তখন থেকেই বই খুঁজতাম, যেখানেই যেতাম । কত বই যে আমি সংগ্রহ করে পড়েছি, তার কোন হিসেব নেই । কলেজে উঠলাম । কলেজ বেশি দূরে ছিল না । তারপরেও আম্মুর দেয়া রিকশা ভাড়া , টিফিনের টাকা জমিয়ে হলেও বই কিনতে শুরু করি । সেই থেকে আজ অব্দি আমি বই কিনি আর পড়ি । বই এর প্রতি ভালবাসা আমার কমেনি , বরং বেড়েই চলেছে ।

Screenshot_8.jpg
source
সেই থেকে বই কেনা

আজ আমি অনেক বই কিনতে পারি ,কিন্তু পড়ার মত তেমন সুযোগ আমি পাইনা । তারপরেও ছেড়ে দেইনি । বই মেলায় গিয়ে বই কিনতে না পারলেও , আমি নিউ মার্কেট ,নীলক্ষেত চলে যাই বই কিনতে ।বই এর প্রতি ভালবাসা আমার দিন দিন বেড়েই চলেছে ।

এখন প্রশ্ন আসতে পারে , কোন ছেলে কি আপনার ভালবাসার দরজায় কড়া নাড়েনি ? হে , কড়া অনেকেই নেড়েছিল । কিন্তু আমি আমার বড় ভাইবোনদের ফলো করতাম । তাই আমি কারো ভালবাসায় ই সাড়া দেই নি ।বইকে ভালবেসেছি , আজ ও বইকে ভালবাসি ।আর সেদিনের সেই উপহারটি ছিল , আমার জীবনের সবচেয়ে দামী ভালবাসা । আজ তাই মনে হয় ।এই বই এর সাথে আমার কখনো ব্রেকাপ হয়নি ।

মানুষে মানুষে দ্বন্দ্ব, হিংসা, করুনা, দয়া অনেক কিছুই হয়ে যায় । কষ্ট পেতে হয় । আর আমার এই বই এর প্রতি ভালবাসা আমাকে সে সব থেকে মুক্তি দিয়েছে । তাই বই এক নাম্বার ভাল বন্ধু আমার জীবনে ।আমার অনুভূতিতে অম্লান হয়ে আছে, থাকবে আজীবন।সেই দিন থেকে আজ অব্দি আমি এই বইকে ভালবেসেই আছি । প্রথম জীবনে প্রথম স্পর্শ করেছিলাম এই বইকে , এর প্রতি ভালবাসা এখন আমার প্রেমে পরিনত হয়ে গেছে । এই প্রেম থেকে বেরিয়ে আসা এখন আর সম্ভব না । এই প্রেম আমাকে সত্য আর আলোর পথে নিয়ে যাবে ,এটাই জানি ।

আমার অনুভূতির গল্প আজ এখানেই শেষ করছি । আপনাদের কাছে কেমন লাগলো আমার ভালবাসার অনুভূতির গল্প ,জানাতে ভুলবেন না ।

এই ছিল আমার আজকের আয়োজন ।ভুল -ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।সবাই সুস্থ থাকবেন, ভাল থাকবেন ।

আল্লাহ্‌ হাফেজ

আমি শিমুল আক্তার
@Shimulakter
বাংলাদেশ, ঢাকা থেকে

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার মত আমিও বই পড়তে খুব ভালো বাসি ছোট বেলা থেকেই।
আমাদের একটা লাইব্রেরি ও রয়েছে বইয়ের।।
যা হক প্রেমে পড়লে মানুষ ঠকে এটাই সাভাবিক। কিন্তু বই কখনো মানুষকে ঠকায় না।

 2 years ago 

জ্বি ভাইয়া, লাইফের শুরুটা বইকে ভালবেসে, আজও বইকে নিয়েই আছি।

 2 years ago 

জীবনে তো আমার প্রথম প্রেমই নেই তা অনুভূতি কোথা থেকে আসবে যাই হোক আপনার অনুভূতিটা পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর গুছিয়ে লিখেছেন আপনি আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া। লেখার চেষ্টা করে যাচ্ছি মাত্র।

 2 years ago 

এত সুন্দর পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আপনার লেখা গুলো দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69033.32
ETH 3748.46
USDT 1.00
SBD 3.67