ফটোগ্রাফি পোস্ট -- 🥰 " বাড়ির পথে " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

শুভ রাত্রি সবাইকে


আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আজ আমি কিছু ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে।আমি আশাকরি আমার ব্লগিং আপনাদের কাছে ভালোই লাগে। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।

20231222_132213.jpg

বাড়ির পথেঃ


বন্ধুরা,আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আমি সেদিন শ্বশুরবাড়ির পথে রওনা দিয়েছিলাম।ঝালকাঠি আমার শ্বশুরবাড়ি।আপনারা অনেকেই জানেন আমি সেদিন শ্বশুরবাড়ি বাসে করে রওনা দিয়েছিলাম।আর খুব ভালো লেগেছিল যাত্রা পথে।কারন এই প্রথম আমি পদ্মা সেতুর উপর দিয়ে বাসে করে গিয়েছি।আজ যাত্রা পথের বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

20231222_132658.jpg

20231222_132706.jpg

প্রথমে বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে আমরা রওনা হয়ে যাই।আর ঢাকা থেকে বের হওয়ার পর দুপাশের মনোরম পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে।

20231224_130538.jpg

20231224_112448.jpg

বাস ছেড়েছিল বেলা ১ টার সময়। আর আমরা পৌঁছে যাই ৫ টার সময়।যেতে যেতে সন্ধ্যা হয়ে গেলো।এর আগে সারা দুপুর আমি নানা ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করে গেছি।তার মধ্যে থেকে বেশকিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলাম আপনাদের জন্য। আশাকরি বললেন ফটোগ্রাফি গুলো কেমন লাগে।

20231224_134710.jpg

20231224_130553.jpg

প্রকৃতির এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি দেখে আমার ভীষণ ভালো লাগলো।

20231224_113142.jpg

20231224_135542.jpg

20231224_134759.jpg

20231224_121839.jpg

বাড়ির পথে যেতে যেতে অনেক সবুজের ফটোগ্রাফি তুলে নিলাম।ঢাকার ভেতর থেকে বের হলাম আর তখন থেকেই সবুজের হাতছানি দেখতে পেলাম।এতো সুন্দর প্রকৃতি দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যায়।ঢাকার যান্ত্রিকতা থেকে কিছু দিনের জন্য এই সুন্দর সবুজের মাঝে থাকতে ভীষন ভালো লাগবে।সন্ধ্যায় আমরা ঝালকাঠি পৌঁছে গেলাম।সবাই মিলে খুব আনন্দ করতে করতে পৌঁছে গেলাম।কেমন লাগলো আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ?? আশাকরি জানাতে ভুলবেন না।

আজ আর নয়। আশাকরি আমার শেয়ার করা সবুজের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঝালকাঠি,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

Sort:  
 7 months ago 
 7 months ago 

যেতে যেতে প্রকৃতির দৃশ্যে গুলো চমৎকার ভাবে ক্যামেরা বন্দি করেছেন আপু ৷ আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো ৷ আসলে প্রকৃতি সব সময় সুন্দর ৷ প্রকৃতিকে ভালোবাসাতে জানলে প্রকৃতির সৌন্দর্য সবখানেই ৷ যাই হোক , ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ৷

তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম। আজ আমি কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে।আমি আশাকরি আমার ব্লগিং আপনাদের কাছে ভালোই লাগে।

আপু এখানে একটু ঠিক করে নিয়েন ৷ ধন্যবাদ আপনাকে..

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

চলন্ত বাস থেকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আমি তো অবাক হয়ে গেলাম আপু দেখে। সেই সাথে প্রথমবার পদ্মা সেতুতে ওঠার অনুভূতি। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আশা করছি শ্বশুরবাড়িতে খুব ভালো সময় কাটাচ্ছেন। শুভকামনা রইল আপু আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

আচ্ছা,তাহলে আপনি ঝালকাঠির মানুষ। আমি তো জানতাম আপনি মুন্সিগঞ্জের মানুষ। যায়হোক শ্বশুর বাড়ি যাওয়ার পথে অনেক গুলো ফটোগ্রাফি দেখলাম। পদ্মা সেতুর ফটোতো দেখলাম না। ধন্যবাদ।

 7 months ago 

আমি মুন্সিগঞ্জের মেয়ে কিন্তু শ্বশুরবাড়ি ঝালকাঠি।😶পদ্মা সেতুর ফটোগ্রাফি পরে শেয়ার করবো আশা রাখি।ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।

 6 months ago 

বাড়ি যাওয়ার সময় মনে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে।এই সময় গুলো এখন খুব মিস করি।আগে যখন ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হতাম তখন মনের ভিতরে কি যে আনন্দ লাগতো তা বলে বোঝানোর মতো না।আপু আপনি শ্বশুর বাড়ি যাওয়ার পথে প্রকৃতির অসাধারণ কিছু সৌন্দর্য আপনার ফোটোগ্রাফিতে তুলে ধরেছেন, যা দেখে চোখ জুড়িয়ে গেলো।অসম্ভব সুন্দর ফটোগ্রাফি পোস্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57956.22
ETH 3126.99
USDT 1.00
SBD 2.45