নাটক রিভিউ -- 💕 " বেকার " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, শুভ রাত্রি সবাইকে। কেমন আছেন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি বাংলাদেশে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20231207-113834_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যসমুহঃ


নাটকবেকার
প্রযোজকএস.কে শাহেদ আলি
অভিনয়েঅপুর্ব, সাবিলা নুর এবং আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
প্রচার৫ ই নভেম্বর ২০২৩
সময়৩৭.০৫ মিনিট

কাহিনী সারসংক্ষেপঃ



প্রথমেই দেখা যাবে অপুর্ব সকালে ঘুম থেকে উঠছে না, তাই বলে তার মা তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে।
কারন তার আজ সকালে চাকরির ইন্টারভিউ। তারই ছোট ভাই যেখানে জব করে সেখানে।ছোট ভাই কাজ করে আর বড় হয়ে অপুর্ব কিছুই করে না।এতে তার মা তাকে বকা ঝকা করছিল।তখন অপুর্ব তার মাকে বলে সেলস ম্যানের চাকরি তাতে আবার এতো কি।

Screenshot_20231203-163121_YouTube.jpg

Screenshot_20231203-163301_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর তো অপুর্ব রেডি হয়ে শোরুমে চলে যায়। যাওয়ার পর ছোট ভাই আসে।ছোট ভাই তাকে বলে সে কেন এতো লেট করলো।এরপর ম্যানেজারের কাছে নিয়ে যায়। ম্যানেজার তাকে দেখে বলে চলবে।কারন এটা সেলসম্যানের চাকরি।তাই তাকে কাস্টমারকে কনভেন্স করাই হচ্ছে কাজ।এরপর অপুর্বকে ম্যানেজার শোরুমে গিয়ে কাস্টমারদের কে দেখতে বলে।

Screenshot_20231203-163233_YouTube.jpg

Screenshot_20231203-163359_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর অপুর্ব শোরুমে গিয়ে দেখে সাবিলা নূর সেখানে কাপড় এলোমেলো করে দেখছে।তখন অপুর্ব তাকে এ রকম করতে নিষেধ করে।এতে সাবিলা নূর রেগে ম্যানেজারকে ডেকে বেড়িয়ে যায় সেখান থেকে।এরপর ম্যানেজার এসে অপুর্ব ও তার ছোট ভাইয়ের চাকরি নেই তা বলে সাবিলা নূরের পেছন পেছন ছুটে যায় রাগ ভাঙাতে।

Screenshot_20231203-163535_YouTube.jpg

Screenshot_20231203-163508_YouTube.jpg

Screenshot_20231203-163551_YouTube.jpg

দুই ভাইয়ের কাল থেকে চাকরি নেই।ছোট ভাই চিন্তায় পরে গেলো।মাকে মাস গেলে কি করে টাকা হাতে দেবে এই চিন্তায় ছোট ভাই অস্থির।অপুর্ব ছোট ভাইয়ের কাছে জানতে চায় আসলে ওই মেয়েটি কে ছিল?? তখন অপুর্বের ছোট ভাই বলল,মেয়েটি তাদের মিলের চেয়ারম্যান। এ কথা শুনে অপুর্ব বলল আগে বলবি তো।এরপর তারা নীচে নেমে দেখে সাবিলা নূর এক ড্রাইভারকে গাড়ি সরানো নিয়ে তার সাথে তর্ক করছিলো।যদিও দোষটা ছিল সাবিলা নূরেরই।এটা দেখে অপুর্ব তার ভাইকে বলে দেখ তাকিয়ে আমি আমাদের চাকরি আবার নিয়ে নিচ্ছি।সাবিলা নূরের কাছে ভালো সাজতে অপুর্ব গেলো সাবিলা নূরের কাছে।অপুর্ব সেই ড্রাইভারকে গিয়ে গাড়ি সরাতে বললে সে সরাবে না বলে অপুর্ব তাকে মারতে যাবে এই সময় আরো কজন ড্রাইভার এসে অপুর্বকে মারে। সে প্রায় আহত হয়ে যায়।

Screenshot_20231203-163636_YouTube.jpg

Screenshot_20231203-163653_YouTube.jpg

Screenshot_20231203-163800_YouTube.jpg

মার খেয়ে আহত হয়ে তারা দুজন পার্কে গিয়ে বসে। এই সময় অপুর্ব বলে কাল থেকে তারা পার্কে এসে বসবে। এখানে যারাই হাঁটতে আসবে তাদেরকে তাদের বায়োডাটা দিবে।তবে হয়তো তারা ভালো চাকরি পাবে।এরই মাঝে ছোট ভাই কে ম্যানেজার কল দিল।ছোট ভাই তো মহা খুশি।কারন তার চাকরি হয়ে গেছে।এরপর দু ভাই বাসায় গেলো মিষ্টি নিয়ে।অপুর্ব তার মাকে মিথ্যা বলল যে তার চাকরি হয়েছে।

Screenshot_20231203-163830_YouTube.jpg

Screenshot_20231203-163814_YouTube.jpg

Screenshot_20231203-163947_YouTube.jpg

Screenshot_20231203-163936_YouTube.jpg

পরের দিন অপুর্ব একাই পার্কে যায়।সবাইকে বলতে থাকে।কিন্তু কেউ তার কথা শোনে না।কিছু সময় পর শহিদুল আলম সাচ্চু পার্কে হাঁটতে হাঁটতে বসে পরে।অপুর্ব দূর থেকে দেখে দৌড়ে তার কাছে যায়।শহিদুল আলম কে তুলে হাসপাতালে নিতে হবে তাই তাকে ধরে পার্কের বাইরে নেয়ার পর ই তিনি সুস্থ হয়ে যান।কারন তার হার্ডের সমস্যা নয়,গ্যাস ফর্ম করেছিল।এরপর শহিদুল আলম জানতে চায় অপুর্বর পরিচয়, কি করে এসব।অপুর্ব চাকরি খুঁজছে তা তাকে জানায়।তিনি তার অফিসের একটি কার্ড অপুর্ব কে দিয়ে যায়। আর তাকে দেখা করতে বলে।

Screenshot_20231203-164319_YouTube.jpg

Screenshot_20231203-164404_YouTube.jpg

Screenshot_20231203-164357_YouTube.jpg

Screenshot_20231203-164453_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

পরের দিন অপুর্ব অফিসে যায়।যাওয়ার পর প্রথমেই সাবিলা নূরের সাথে দেখা হয়।তখন তাকে দেখে অপুর্ব বলে সেদিন চাকরি খেয়েছেন। আজ কিছুই করতে পারবেন না।এই কথা শুনে রেগে সাবিলা নূর চলে যায়। অফিসের একজন অপুর্ব কে বলে তিনি আমাদের অফিসের চেয়ারম্যান।এই শুনে অপুর্ব আশাহত হলো।

Screenshot_20231203-164504_YouTube.jpg

Screenshot_20231203-164456_YouTube.jpg

Screenshot_20231203-164530_YouTube.jpg

Screenshot_20231203-164527_YouTube.jpg

অপুর্ব শহিদুল আলমের সাথে দেখা করেন।তখন জানতে পারেন সাবিলা নূর তার মেয়ে।আর সাবিলা নূরের আন্ডারেই তার কাজ করতে হবে।এই সুযোগে সাবিলা নূর অপুর্ব কে জব্দ করার জন্য নানা ভাবে নানা কাজ করাতে থাকে।তখন শহিদুল আলম তার সাবিলা নূর কে বলে অপুর্ব কে বিয়ে করে নিতে।এতে করে সাবিলা নূর অপুর্ব কে যা বলবে অপুর্ব তাই শুনবে।কিন্তু সাবিনা নূর তাতে কিছুতেই রাজি না।
এরপর আসলে কি হলো,সাবিলা নূর কি বাবার কথা মতো অপুর্ব কে বিয়ে করে নিজের ইচ্ছে মতো অপুর্ব কে চালাতে লাগলো ?? নাকি অপুর্বর চাকরি শেষ হয়ে গেলো। নাকি অপুর্ব সাবিলা কে বিয়ে করে ঘর জামাই হয়ে রইলো?? এসব কিছুই জানতে হলে অবশ্যই নাটকটি আপনাদেরকে দেখতে হবে।নাটকটি দেখে আামার ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।

আমার মতামত



বেকার নাটকটি আমার বেশ ভালোই লেগেছে।তবে প্রথম দিকে নাটকটিতে সাবিলা নূরকে বদমেজাজি মনে হলেও আসলে সে তেমন টা নয়।বাবার কথায় অপুর্ব কে বিয়ে করলে ও প্রথমে অপুর্ব কে মানতে পারেনি।পরে সব কিছুই মেনে নেয়।আর অপুর্বকে সাবিলা তার এই বদমেজাজ হয়ে উঠার কারনটি জানায়।তবে অন্য দিকে অপুর্ব কে ও ভালো লেগেছে।কারন অপুর্ব ঘর জামাই হলেও সাবিলার কোন কথাই সে মেনে নেয়নি।বরং পুরুষের মতোই কথা বলে।অফিসে বস হলেও বাসায় সে তার ওয়াইফ সেটা তাকে বুঝিয়ে দেয়।এরপর সাবিলা অপুর্বর বাসায় গিয়ে থাকতে চায়।এভাবেই নাটকটির সমাপ্তি ঘটে।

নাটকটি ভালো ই লেগেছে।আশাকরি আপনাদের কাছে ও নাটকটি ভালো লাগবে।তবে আর দেরি কেন।নাটকের লিংকটি নীচে দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন।

রেটিং


পরিচালনা
কাহিনী
অভিনয়

বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা। আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই। নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 8 months ago 

অনেক সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করেছেন আপু। বর্তমান সময়ের সময় উপযোগী নাটকটা। বেশ ভালো লাগলো সুন্দরভাবে আপনি রিভিউ করছেন আর চমৎকার উপস্থাপনা ছিল আপনার। আশা করব এভাবে আরো অনেক নাটক আমাদের মাঝে তুলে ধরবেন।

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 
 8 months ago 

এই নাটকটি আমি দেখেছি বেশ ভালো লেগেছিল আমার কাছে। আজকে আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।বাংলা নাটকগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

নাটকটি কয়েকবার দেখার সুযোগ হয়েছে। দেখেছি ও কয়েকবার। কিন্তু নাটকটি রিভিউ করার কথা মাথায় আসেনি। তবে নাটকে অপূর্ব এবং সাবিলা নূর দারুন অভিনয় করেছে। বেশ হাসি মজার নাটকটি। আপনি কিন্তু বেশ সুন্দর রিভিউ করছেন নাটকটির। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 8 months ago 

বেকার নাটকটি বেশ দুর্দান্ত। আজ আপনি খুব চমৎকার একটি নাটক রিভিউ করেছেন। আপনার নাটক রিভিউ বেশ অসাধারণ হয়েছে। অপূর্ব নাটক গুলো বেশ দারুন হয়ে থাকে। নাটকের চরিত্র এবং সংলাপ খুবই দুর্দান্ত। এত চমৎকার নাটক সুন্দর করে রিভিউ করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 8 months ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

বেকার নাটকের রিভিউটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের নাটকগুলো দেখার মধ্যে বেশ আনন্দ রয়েছে। অপূর্ব ও সাবিলার মধ্যকার অভিনয়টি নিঃসন্দেহে দারুন ছিল। অবশ্যই চেষ্টা করব সময় পেলে নাটকটি দেখার। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 8 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

বেকার নাটকটার রিভিউ অনেক ভালো লেগেছে পড়তে। অপূর্বের নাটকগুলো আমি বেশিরভাগ সময় দেখার চেষ্টা করি। কারণ তার নাটক আমার খুব ভালো লাগে। এই নাটকটা সম্পূর্ণ কাহিনী খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রিভিউ পড়েই এই নাটকটার পুরো কাহিনী পড়তে পেরেছি। অপূর্ব এবং সাবিলা নূর দুজনে অনেক সুন্দর অভিনয় করেছে পুরো নাটকের মধ্যে। এই নাটকটা এখনো পর্যন্ত আমি দেখিনি। তাই ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।

 8 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64