টার্গেট ডিসেম্বর -💗 পাওয়ার আপ সিজন -- ৪ (১০ স্টিম পাওয়ার আপ ) | | আমার বাংলা ব্লগ
হ্যালো,সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
বন্ধুরা,আমি শিমুল আক্তার,আমার ইউজার আইডি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগএর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।আজকে আমি পাওয়ার আপ এর পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।কারণ আমরা সবাই জানি পাওয়ার বৃদ্ধি আমাদের স্টিমিট একাউন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ ৷ যার যত বেশি পাওয়ার তার তত শক্তি ৷টার্গেট ডিসেম্বর সিজন-৪ এর মাঝে আমার ৫০০০ এসপি পুরন করার ইচ্ছা আছে। অর্থাৎ এই সিজনে ৫০০০ এসপি পূরণ করতে পারলে আমার দ্বিতীয় ডলফিন হওয়ার টার্গেটটি পূরণ হবে। আশা করি প্রতি সপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করে আমি আমার লক্ষ্য পূরন করবো ইনশাআল্লাহ।
আজ আমি টার্গেট ডিসেম্বর-৪ এ আমার টার্গেট নির্ধারণ করে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করবো এবং পাওয়ার বৃদ্ধির প্রক্রিয়া গুলো আপনাদের মাঝে শেয়ার করব,আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
ধাপ --১
প্রথমে আমি স্টিমিট একাউন্টে এ যাব,এরপর প্রোফাইল থেকে আমি আমার ওয়ালেটে যাব। এখানে আমার বর্তমান অবস্থা দেখতে পাবো।অর্থাৎ পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার যা ছিল তার স্ক্রিনশট।আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার আপ করার পূর্বে আমার স্টিম ও স্টিম পাওয়ারের চিত্র।
ধাপ - ২
এবার পাওয়া আপের জন্য,প্রথমে স্টিম এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৩
এবার কত স্টিম পাওয়ার আপ করব সেই এমাউন্টটা বসাবো। আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি তাই ১০ বসিয়ে দিয়েছি।এবার পাওয়ার আপে ক্লিক করতে হবে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৪
এবার এক্টিভ কী দিয়ে সাইন ইন করে দিতে হবে।ব্যাস আমার পাওয়ার আপ কমপ্লিট।
ধাপ -- ৫
পাওয়ার আপের পর স্ক্রিনশট।আমার বর্তমান স্টিম পাওয়ার।আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
বর্তমান ওয়ালেট
পূর্বের এসপি | ৫৭১৪.৯৩০ |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ৫৭২৪.৯৩১ |
আজকের মত এখানেই শেষ করছি।আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আমি প্রতিনিয়ত চেষ্টা করব পাওয়ার আপ করে আমার একাউন্টের ক্ষমতা বৃ্দ্ধি করতে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
আজ আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম ৷ এভাবেই এগিয়ে যান , ধারাবাহিতা বজায় রেখে ৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷
আপু আমরা সকলেই জানি যে, পাওয়ার আপ করা মানে আপনার কর্ম ক্ষমতাকে বৃদ্ধি করা। আর আমি দেখে যাচ্ছি আপনি প্রায়ই পাওয়ার আপ করে থাকেন।অল্প অল্প করে আপনি প্রায় অনেক স্টিম পাওয়ার অফ করেছেন। আজও আপনি দশ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। যেন আপনি আপনার ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ আপু।
আপু আপনি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। অল্প অল্প পাওয়ার আপের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
টার্গেট ডিসেম্বর সিজন ৪ এ অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি দ্বিতীয় ডলফিন পাওয়ার জনয় টার্গেট নিয়েছে অনেক অনেক শুভকামনা রইল আপনি যাতে আপনার টার্গেটে পৌঁছাতে পারেন।
এভাবে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবেন পাওয়ার আপ করে আপু। প্রতি সপ্তাহে আপনি ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করে যাচ্ছেন। আশা করি এমন ভাবে ধারাবাহিকভাবে পাওয়ার আপ করতে করতে এক সময় আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।
আমরা সকলেই পাওয়ার আপ করতে ভালোবাসি। আসলে স্টিমিট প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার আপের কোন বিকল্প নেই। যত বেশি পাওয়ার তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যাচ্ছেন দেখে বেশি ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল। পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখুন খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপ মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।পাওয়ার আপ মানে নিজের অবস্থান ঠিক করা।, আর আপনি প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের কোন বিকল্প নেই। আপনি ১০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে নিজের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে গেলেন। এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
এই প্লাটফর্মে যুক্ত হবার পর থেকেই দেখছি আপনি প্রতিনিয়ত নিজের সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছেন। আর বিষয়টা সত্যি প্রশংসার দাবি রাখে। দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নেওয়া। এরই মধ্য দিয়ে আপনি ৫৭২৪ স্টিম পাওয়ারে পৌঁছে যাবেন।
এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ার বৃদ্ধির কোন বিকল্প নেই। যে কাজটি আমরা সবাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করি ।আপনি আজকে দশ স্টিম পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের সক্ষমতার জানান দিলেন। পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনি ৬ হাজার এসপির খুব কাছাকাছি চলে গিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।