DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে পদ্ম পুকুর তৈরি "

in আমার বাংলা ব্লগ2 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে পদ্ম পুকুর তৈরিঃ


20250730_091150.jpg

20250730_091553.jpg

20250730_091455.jpg

20250730_091434.jpg

20250730_091156.jpg

বন্ধুরা,আজ আমি আবার ও হাজির হয়ে গেলাম সুন্দর একটি পোস্ট নিয়ে।আমি আজ একটি ডাই প্রজেক্ট শেয়ার করে নেব।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন পোস্ট শেয়ার করতে।নতুন কিছু বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে আমার খুবই ভালো লাগে।আজকের পোস্টটি ক্লে দিয়ে ডাই প্রজেক্ট। ক্লে দিয়ে নানা সময় নানা রকমের জিনিস আমি তৈরি করে থাকি।ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো তৈরি করতে সময় লাগলেও তৈরি হয়ে যাওয়ার পর দেখতে ভীষণ ভালো লাগে আমার। আমি তাই সময় সুযোগ পেলেই ক্লে দিয়ে নানা জিনিস তৈরি করে থাকি।আজকে আমার তৈরি করা ডাই প্রজেক্ট আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আজ আমি ক্লে দিয়ে পদ্ম পুকুর তৈরি করে শেয়ার করেছি।আসুন আগে জেনে নেই এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথপিক

20250730_084219.jpg

ধাপ-১


20250730_084456.jpg

20250730_084614.jpg

আমি প্রথমে পুকুর তৈরি করার জন্য কালো রঙের ক্লে নিয়ে নিলাম।এরপর গোল শেপ দিয়ে দিলাম।এবার নীল রঙের ক্লে গোল শেপ করে মাঝখানে বসিয়ে দিলাম।

ধাপ-২


20250730_084832.jpg

20250730_085038.jpg

এবার আমি পদ্ম ফুল তৈরি করতে বসে গেলাম।এর জন্য আমি গোলাপী ও হলুদ রঙের ক্লে নিয়ে নিলাম।গোলাপী রঙের ক্লে দিয়ে পাপড়ির শেপ দিয়ে দিলাম।

ধাপ-৩


20250730_085121.jpg

20250730_085250.jpg

এই ধাপে এসে আমি ফুল তৈরি করে ফেললাম।আর টুথকিপের মধ্যে সবুজ ক্লে দিয়ে ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৪


20250730_085630.jpg

এরপর আমি ডালের মধ্যে ফুল দুটোকে আটকে নিয়ে পুকুরে গেঁথে নিলাম।

ধাপ-৫


20250730_090038.jpg

20250730_090242.jpg

20250730_090351.jpg

এবার আমি সবুজ রঙের ক্লে দিয়ে গোল গোল পদ্ম পাতা তৈরি করে তাও পুকুরে গেঁথে নিলাম।

ধাপ-৬


20250730_090447.jpg

20250730_091111.jpg

এবার আরো পাতা তৈরি করে নিলাম। এরপর ফুলের কলি তৈরি করে আমার কাজটি শেষ করলাম।সবকিছু ঠিকঠাক মতো লাগানোর পর দেখতে খুবই সুন্দর লাগছিলো।আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


20250730_091455.jpg

20250730_091212.jpg

20250730_091154.jpg

20250730_091139.jpg

20250730_091111.jpg

পোস্ট বিবরন


.

শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 2 months ago 

অসাধারণ মডেলিং! পদ্মফুলের পাপড়িগুলোর ডিটেইলিং বেশ চমৎকার হয়েছে। পুকুরের জলতলের রঙ আর একটু স্বচ্ছ হলে আরও বাস্তবসম্মত লাগত।আপনার সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়।আপনার কাজ দেখলে বোঝা যায় আপনি ডিটেইলের প্রতি যত্নশীল।

 2 months ago 

ভীষণ সুন্দর তৈরি করেছেন আপনি পদ্মপুকুর। বেশ সুন্দর রংয়ের ক্লে ব্যবহার করেছেন। সুন্দর করে ফুল এবং পাতা তৈরি করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ভীষণ ভালো লাগলো এমন সুন্দর আপনার দক্ষতা দেখে ধন্যবাদ।।

 2 months ago 

চমৎকার একটি পদ্ম পুকুর তৈরি করেছেন।আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। যদি ও এগুলো তৈরি করতে ধৈর্যের প্রয়োজন।সত্যি আপনার পুকুরটিতে ফুল ভাসতে দেখে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ক্লে দিয়ে পদ্ম পুকুর তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দারুন হয়েছে আপনার পোস্ট। অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে।

 last month 

অসাধারণ হয়েছে আপু। আপনার দক্ষতা দেখে চোখ জুড়িয়ে গেলো। ক্লে দিয়ে তৈরি পদ্ম পুকুর খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

সব সময় আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর কিছু জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন৷ আজকে যেভাবে আপনি দিয়ে এই পদ্মপুকুর তৈরি করে ফেলেছেন তা একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি পোস্ট দেখতে পেলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দর ভাবে আপনি শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.035
BTC 116053.61
ETH 4662.59
SBD 0.86