লাইফ স্টাইল পোস্ট -- 💝 " সুদূর নিউইয়র্ক থেকে গিফট পেলাম "

in আমার বাংলা ব্লগ9 months ago
শুভ দুপুর সবাইকে


প্রিয় আমার বাংলা ব্লগে স্বাগতম সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন কথা আর না বাড়িয়ে আজকের লাইফ স্টাইলের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছিঃ

সুদূর নিউইয়র্ক থেকে গিফট পেলামঃ


CollageMaker_20231128221549331.jpg

photocollage_2023112952312104.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আজ আমি আমার কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। সত্যি কথা বলতে উপহার পেতে আমরা সবাই ভীষন ভালোবাসি।তবে কাউকে উপহার দিতে ও আমার খুব ভালো লাগে। সূদুর আমেরিকা থেকে আমি কিছু উপহার পেয়েছি সেই অনুভূতি আজ শেয়ার করতে চলে এলাম।আপনারা অনেকে হয়তো আমার পোস্ট পড়ে জেনেছেন আমার বড় ননদ বাংলাদেশে থাকে আর বাকি তিনজন ই থাকে বাইরে।আমার সেজো ননদ থাকে নিউইয়র্কে। সেজো ননদ এক বছর আগে দেশে এসে গেছে।আমিও তখন ওকে গিফট করেছিলাম।আর সব সময়ই সব ননদকে এটা ওটা গিফট আমি করে থাকি।এটার মধ্যে ও আমি আনন্দ খুঁজে পাই। আমি অবশ্য কিছু কেনাকাটা করে দেই না।আমি টাকা দিয়ে দেই ওরা ওদের পছন্দ মতো কেনাকাটা করে নেয়।আমার ননদের ড্রেসের খুব শখ।তাই ও বাংলাদেশে এলে ইন্ডিয়ান কালেকশন গুলোই বেশি নিয়ে থাকে।

20231128_213629.jpg

যাক এবার আসল কথায় আসি।আসলে বেশকিছুদিন আগে থেকেই আমার ননদ বাবলি বলছিল,ভাবী তোমার জন্য কিছু পাঠাতে চাই আমার ক্লোজ একজন ফ্রেন্ড যাচ্ছে দেশে।আমি বলেছি তেমন কিছু দরকার নেই।তুমি এলেই তো কতোকিছু নিয়ে আসো।এখন আর কিছু পাঠাতে হবে না।কিন্তু ননদ আমার নাছোড়বান্দা পাঠাবেই।আর ওর ফ্রেন্ড তার পুরো পরিবার নিয়ে এবার দেশে যাচ্ছে তাই কিছু দেয়া যাবে।এম্নিতে তো এতোওজন জিনিস সবার কাছে দেয়া যায় না। বাবলি যখন এসেছিল তখন ওর কাছে ও ওর ফ্রেন্ড তার মা আর শ্বাশুড়ির জন্য বেশ অনেক কিছুই পাঠিয়েছিল। তাই এই সুযোগ পাওয়াতে বাবলি কিছু পাঠাতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল।

20231129_132520.jpg

20231128_213818.jpg

আসলে আমরা মেয়েরা একেক জন একেক রকম জিনিস পছন্দ করি।কেউ গোল্ডের জিনিস পছন্দ করে,কেউ বা নতুন নতুন ড্রেস,কেউবা ক্রোকারিজ। আমার কিন্তু নতুন নতুন ড্রেস আর ক্রোকারিজই বেশী পছন্দ। বাবলি এটা জানে।তাইতো দুটো ফ্রাই প্যান পাঠিয়েছে। আর ছেলের জন্য চকলেট,টফি,মিমি।অবশ্য আমিও কিন্তু টফি খুব বেশি পছন্দ করি।এরপর কিছু বিউটি প্রডাক্ট ও পাঠিয়েছে।

20231128_213519.jpg

সত্যিকথা বলতে গিফট পেতে যেমন ভালো লাগে তেমনি কাউকে গিফট করতেও ভীষন ভালো লাগে। আমার গিফটগুলো কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু।

আজ আর নয়।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Sort:  
 9 months ago 

যেকোনো ধরনের গিফট পেতে আমার তো ভীষণ ভালো লাগে। উপহার পেতে এবং দিতে দুটোই ভীষণ ভালো লাগে। আপনি আপনার ননদ কে উপহার দিয়ে থাকেন জেনে বেশ ভালো লাগলো। আপনার ননদ আপনার জন্য অনেক কিছু পাঠিয়েছে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 9 months ago 
 9 months ago 

আপনার মত আমারও কাউকে গিফট দিতে অথবা কারোর থেকে গিফট নিতে ভীষণ ভালো লাগে আপু। আপনি আপনার ননদের কে ভালোবেসে কিছু গিফট করেন আবার তারাও আপনাকে ভালোবেসে কিছু গিফট করে এটা আমার কাছে অনেক ভালো লাগলো। কারণ এখনকার সময় এরকম মানুষ খুবই কম দেখা যায়। আপনার জন্য বেশ কিছুই গিফট পাঠিয়েছেন। কিছু চকলেট তো আমাদের কেউ খাওয়াতে পারতেন আপু। তাহলে আমরাও আপনার ননদের জন্য কিছু দোয়া করতাম। 😁

 9 months ago 

হিহিহি, মজা পেলাম।ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 9 months ago 

আপনার ননদ আপনার জন্য তো বেশ কিছু গিফট পাঠিয়েছে। যেগুলো আপনাদের আমাদের সংসারিক কাজের এবং বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। বাচ্চারা তো এই চকলেট গুলো পেয়ে হয়তো ভীষণ খুশি হয়ে গিয়েছে। তাছাড়া আপনার ননদেরা ভীষণ ভালো মনের মানুষ মনে হচ্ছে। আপনার ননদের সাথে আপনার ভীষণ সুন্দর একটি সম্পর্ক তা দেখতেছি আমাদের সাথেও সুন্দরভাবে শেয়ার করেছেন।

 9 months ago 

হে ভাইয়া দোয়া করবেন।ধন্যবাদ আপনাকে মন্তব্য শেয়ার করার জন্য।

 9 months ago 

বাহ অনেক কিছু গিফট পেয়েছেন আপু। আসলে গিফট পাওয়ার অনুভূতিটা সত্যি খুব অন্যরকম হয়ে থাকে। গতকাল আমার শ্যাম্পু শেষ হয়েছে আমাকে একটি শ্যাম্পু গিফট করলে খুশি হবো আপু। আপনার ননদ আপনার জন্য অনেক কিছু গিফট দিয়েছে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে উপহার পাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

সুনাম একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

এমনিতে গিফট পেতে বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় দূর দূরান্ত থেকে আগত, আসলে এমন গিফট যেন মনকে অন্যরকম আনন্দ দিয়ে থাকে। আজকে আপনি শুধু নিউইয়র্ক থেকে আগত গিফট পেয়ে আনন্দিত হয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই খুশি হলাম শেয়ার করে আনন্দটা আমাদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন দেখে

 9 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 9 months ago 

আসলেই গিফট পেতে তো সবারই ভালো লাগে! আবার তা যদি হয় ননদিনী রায়বাঘিনীর থেকে, তাহলে তো কথাই নেই! 🤣
তবে আপনার পছন্দ অনুযায়ী দুইটি ক্রোকারিজ আইটেম পাঠিয়েছেন। আমাদের দেশেও এখন এমন ক্রোকারিজ আইটেম এ ভরা, তবে সেগুলোর মান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এই ডাভ শ্যাম্পুটা খুবই ভালো আপু। আমি নিজেও ব্যবহার করছি। দেশিগুলোর থেকে একদমই আলাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59249.61
ETH 2526.11
USDT 1.00
SBD 2.46