প্রতিযোগিতা-৩৯ ||" শুকনা মরিচ,কালোজিরা ও পেঁয়াজের সমন্বয়ে ঝাল ঝাল রসুন ভর্তা রেসিপি "

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


💕হ্যালো বন্ধুরা,💕


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।তবে আজকের ব্লগ একটু স্পেশাল।কারন আপনারা জানেন এই কমিউনিটিতে প্রতিনিয়ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতা-৩৯ শেয়ার করো তোমার ইউনিক ভর্তা রেসিপি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি।আমি দাদা সহ সকল এডমিন মডারেটরদেরকে এবং @nusuranur আপুকে ধন্যবাদ জানাই এতো সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

ঝাল ঝাল রসুন ভর্তাঃ


CollageMaker_20237915583551.jpg



20230709_133953.jpg

বন্ধুরা, ঝাল আর টক আমার খুব পছন্দ। কোন ভর্তা যতই ই ঝাল হোক না কেন আমি ট্রাই করবোই।আজ ভর্তা রেসিপি দেখে তাই ভীষণ ভালো লাগলো। তাইতো ঝাল ঝাল রসুন ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম।রেসিপি দেয়ার আগে আমরা রসুনের উপকারিতা সম্পর্কে আগে একটু জেনে নেই।আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য রসুন কতোটা উপকারী।রসুন নাকি হার্ট ভালো রাখে।আমি আমার আম্মুকে দেখি প্রতিদিন ঘুম থেকে উঠেই কাঁচা রসুন এক কোয়া জিবিয়ে খেয়ে নিতে,যা কিনা আমার দ্বারা কোনদিনও সম্ভব নয়।আম্মুর কাছে জানতে চাইলে বলল,হার্ট ভালো রাখতে ডাক্তার নাকি খেতে বলেছেন।আম্মু আমাকেও খেতে বলেছিল।কিন্তু আমার পক্ষে তো কাঁচা রসুন খাওয়া সম্ভব নয়।তাই নিজের সচেতনতা থেকে রসুনকে ভেজে ভর্তা খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে।এই ভর্তাটাকে আরো বেশী শরীরের জন্য উপকারী করতে সাথে কিছু কালোজিরাও এ্যাড করেছি।আপনারা জানেন কালোজিরা আমাদের শরীরের সব রোগের মহৌষধ হিসেবে কাজ করে।প্রতিদিন খালিপেটে কালোজিরা কয়টা খেয়ে নিতে পারলে খুব ভালো হয়।তবে যারা খেতে না পারেন তারা এভাবে রসুন ভর্তার মধ্যে দিয়েও খেয়ে নিতে পারেন।উপকার তাতেও হবে।চলুন,এবার রেসিপি শেয়ার করার আগে এর উপকরনগুলো দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১।রসুন
২। পেঁয়াজ
৩।কালোজিরা সামান্য
৪। শুকনা মরিচ
৫। লবন
৬।তেল সামান্য (সয়াবিন)

20230709_124508.jpg

20230709_132449.jpg

20230709_124614.jpg

ধাপ -১


20230709_130706.jpg

20230709_130052.jpg

20230709_125834.jpg

প্রথমে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি।রসুনের খোসা আর মরিচের বোটা ফেলে নিয়েছি।

ধাপ -২


20230709_132003.jpg

20230709_130847.jpg

20230709_132034.jpg

এরপর সামান্য তেল দিয়ে রসুন,মরিচ ও পেঁয়াজ ভেজে নেবো।

ধাপ -৩


20230709_132118.jpg

20230709_132150.jpg

20230709_132233.jpg

পেঁয়াজ ভাজা হলে কালোজিরা সাথে ভেজে নামিয়ে নেবো।

ধাপ -৪


20230709_132605.jpg

BeautyPlus_20230709132820601_save.jpg

BeautyPlus_20230709132843780_save.jpg

ভাজা মরিচগুলো গুঁড়া করে নিলাম।সাথে লবন অ্যাড করলাম।

ধাপ -৫


BeautyPlus_20230709132858494_save.jpg

BeautyPlus_20230709132919137_save.jpg

BeautyPlus_20230709132957691_save.jpg

এরপর মরিচের গুঁড়ার সাথে ভেজে নেয়া পেঁয়াজ মেখে নেবো।

ধাপ -৬


BeautyPlus_20230709133008417_save.jpg

BeautyPlus_20230709133100125_save.jpg

20230709_133507.jpg

এরপর ভেজে রাখা রসুন হাত দিয়ে ভেঙে ভেঙে সবকিছু একসাথে মেখে নিলাম।বিশ্বাস করবেন কিনা জানি না আমার জিভে পানি এসে যাচ্ছিল।আর মরিচের কারনে হাত জালা করছিল।তারপরে ও ভর্তা মাখানো শেষ করলাম।কেউ চাইলে এতে সরিষার তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন।তবে আমি পছন্দ করিনা বলে দিলাম না।

পরিবেশন


20230709_133739.jpg


20230709_133953.jpg


CollageMaker_202379161358641.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার আচারের রেসিপি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


সময় নিয়ে ব্লগটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 🥰

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 last year 

প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আজকে আপনি শুকনো মরিচ কালিজিরা ও পেঁয়াজ এবং রসুন দিয়ে খুব সুন্দর ভর্তা রেসিপি করেছেন। তবে ভর্তা খেতে সবাই কম বেশি অনেক পছন্দ করে। গরম ভাত এবং গরম ডাল দিয়ে এ ধরনের ভর্তা খেতে অনেক মজা। অনেক সুন্দর করে ভর্তার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর ও সাবলীল মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 last year 
 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এই প্রতিযোগিতা উপলক্ষে দেখছি অনেক ইউনিক একটা ভর্তা রেসিপি তৈরি করলেন। আপনার তৈরি শুকনা মরিচ, কালোজিরা ও পেঁয়াজের সমন্বয়ে ঝাল ঝাল রসুন ভর্তা রেসিপি দেখে ইচ্ছে করছে খেয়ে নিতে। গরম গরম ভাতের সাথে ইচ্ছে করছে এখনই এই ভর্তা খেতে। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ভর্তা তৈরি, অবশ্যই এটি তৈরি করার চেষ্টা করব।

 last year 

খুব মজার হয়েছে খেতে আপু।অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। বেশি করে মরিচ দিয়ে এভাবে রসুন ভর্তা বললে সেটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে রুটি দিয়ে এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 last year 

যেমন মজার খেতে তেমনি উপকার হয়।ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভর্তা রেসিপি দেখে লোভ সামলানো যাচ্ছে না। মরিচ, কালোজিরা ও পেঁয়াজের সমন্বয়ে ঝাল ঝাল ভর্তা রেসিপি আজকে প্রথম বার দেখলাম। আর প্রথমবার যদি এরকম মজাদার রেসিপি দেখা হয় তাহলে জিভে জল চলে আসবেই। শেষে পরিবেশনটা অনেক সুন্দর ভাবে করেছেন। ইচ্ছে করছে বাটিটা নিয়ে খাওয়া শুরু করতে এক প্লেট গরম গরম ভাত নিয়ে এসে।

 last year 

হিহিহি,মন্তব্য পড়ে খুব মজা পেলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। মজাদার ভর্তার রেসিপি শেয়ার করেছেন আপনি। কালোজিরার ভর্তা আমার খুবই পছন্দের। এভাবে কালোজিরা এবং পেঁয়াজ রসুনের ভর্তা করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় লাগছে। লোভনীয় মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

যখন প্রথমবার প্রতিযোগিতার আয়োজন দেখেছিলাম তখন মনে মনে ভেবেছিলাম এই ভর্তা করব। এর আগেই আপনার এই রেসিপি দেখে ভালো লাগলো আপু। এই ভর্তাটি আমার ভীষণ পছন্দের। অনেক সুন্দর করে এই ভর্তা তৈরি করেছেল এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু।

 last year 

রসুনের ভর্তা আপনার পছন্দ জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।

প্রথমেই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। আসলে রসুনের অনেক উপকারিতা রয়েছে যেটা বলে শেষ করা যাবে না। অনেকগুলা অসুখের উপর কাজ করে এর রসুনের কোয়া। যদিও আপনি এখানে যে ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করেছেন শুকনো লঙ্কা ছাড়া সবগুলোই শরীরের পক্ষে উপকারী। আপনার রেসিপিটা যথেষ্ট ইউনিক ছিল। এরকম ভর্তা আগে কখনো খাইনি আমি।

 last year 

দারুন মজার ভর্তা ভাইয়া।মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমাদের সবারই বেশ ভালো লাগে, দারুন একটি রেসিপি নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন । আমার কাছে বেশ ভালো লাগলো ।আসলে রসুনের উপকারিতা প্রচুর। তবে এভাবে ভর্তা কখনো খাওয়া হয়নি । দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার হবে । ধন্যবাদ আপনাকে।।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

শুকনা মরিচ,কালোজিরা ও পেঁয়াজের সমন্বয়ে ঝাল ঝাল রসুন ভর্তা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33