\\সুইচ বোর্ডের পাশে পেইন্টিং \\

in Steem For Traditionlast year


আসসালামু আলাইকুম বন্ধুরা


কেমন আছেন সবাই।আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আমার একটি পেইন্টিং শেয়ার করবো।




IMG20230618154542.jpg
IMG20230618154529.jpg
IMG20230618154509.jpg



পেইন্টিং কম বেশি আমার করা হয় কারণ পেন্টিং করতে আমি বেশ ভালোবাসি।আজকে আমি আমার রুমের সুইচ বোর্ডের পাশে পেইন্ট করেছি।খুব সাধারণভাবে ফুলগুলো এঁকেছি।ইদানিং আমার এই ফুলগুলো অনেক ভালো লাগে।আপনারা হয়তো দেখেছেন আমি আমার প্রিভিয়াস পোস্টে কিছুটা এ ধরনের একটি ফুল পোস্টার এবং জলরঙের সাহায্যে আর্ট করেছি।এই ফুলগুলো আঁকা খুবই সহজ।আমি বিশ্বাস করি আর্ট বা পেইন্টিং সহজ তখনই হয় যখন মনের মাধুরী মিশিয়ে করে। এই পেইন্টিং এর নেশা অনেকেই পেশায় পরিণত করেছে।এই পেন্টিং এর মাধ্যমে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে,উপার্জনের একটি রাস্তা করে নিয়েছে। শখের শখ ও পূরণ হয়ে থাকে এবং উপার্জনও হয়ে থাকে।অনেকেই বাস্তব জীবনের বিভিন্ন চিত্র ফুটে তুলে এই পেইন্টিং এর মাধ্যমে।কিছু মানুষ আছে যারা শুধু অবসর সময়ই পেইন্টিং করে থাকে, যেমনটা আমি।আমি সুযোগ পেলেই বসে পড়ি ক্রাফটিং বা পেইন্টিং নিয়ে।আমি প্রতিটি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে পেইন্টিংটি করেছি তা।




পেইন্টিং এর বিবরণ


ধাপ-১

প্রথমে আমি ওয়ালে ফুলের ছবি অংকন করে নিলাম পেন্সিলের সাহায্যে।এতে করে পেইন্ট করতে গেলে সহজ হয়।সহজেই তুলে ঘুরিয়ে রং করা যায়।

IMG20230618020653.jpg


ধাপ-২

অংকন করার ডালের মধ্যে সবুজ রং দিয়ে কালার করে নিলাম।রং টা খুব সুন্দর ফুট উঠেছে।

IMG20230618021741.jpg


ধাপ-৩

আকাশি রং দিয়ে দুটি ফুল রং করে নিয়েছি।

IMG20230618022547.jpg


ধাপ-৪

তারপর বেগুনি রং দিয়ে আরও দুটি ফুল রং করে নিলাম।একটু ডিপ কালার নিয়ে ফুলের চারপাশে বর্ডার করে নিলাম।এতে করে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে।

IMG20230618024620.jpg


ধাপ-৫

রানী গোলাপি রঙ এবং হালকা গোলাপি রং দিয়ে দিয়ে আরও দুটি ফুল রং করে নিয়েছি।সাথে বর্ডার লাইন ডিপ কালার দিয়ে রং করে দিয়েছি ।

IMG20230618031003.jpg


ধাপ-৬

তারপর ডালের মধ্যে কিছু পাতা একে নিলাম।এতে করে সৌন্দর্য আরো বৃদ্ধি পেলো।

IMG20230618032921.jpg


ধাপ-৭

সর্বশেষ ধাপে ফুলের আশেপাশে কয়েকটি গোলাপি এবং নীল রঙে কলি রং করে নিলাম।এতে করে ফুলের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে গেলো।

IMG20230618154529.jpg



IMG20230618154536_BURST000_COVER.jpg
IMG20230618035930.jpg
ডিভাইসOppo reno8 T
লোকেশনবাড্ডা
ফটোগ্রাফার@sheikhdisha


আমার পরিচয়

আমার নাম শেইখ দিশা।আমার জাতীয়তা বাংলাদেশি।আমি মুন্সিগঞ্জের মেয়ে ঢাকায় থাকি। আমার স্টিমিট ইউজার আইডি @sheikhdisha।আমি বড় হয়েছি চট্টগ্রামে। আমি ট্রাভেলিং,ক্রাফটিং,ফোটোগ্রাফি অনেক পছন্দ করি..। রান্না করতে ভালোবাসি।ইচ্ছা আছে বাংলাদেশ পুরোটা ঘুরে দেখার। সব কিছু করে দেখার চেষ্টা করি।কাজে ভিন্নতা আনার চেষ্টা রাখি।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

Sort:  
Loading...
 last year 

আপনি বরাবরই দারুণ পেইন্টিং করে থাকেন।তবে এবারেরটা ভিন্নধর্মী । আপনার পেইন্টিংটি অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে কোন শিল্পীর হাতে আঁকা। অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ।

 last year 

ওয়াও ! অসাধারণ একটি পেইন্টিং করেছেন আপু আপনি ৷ অনেক সুন্দর লাগছে ৷ অনেক সুন্দর ভাবে এবং একটি কোয়ালিটি ফুল পেইন্টিং করেছেন আপনি I ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ৷ ধন্যবাদ

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি বরাবরে অনেক সুন্দর পেইন্টিং আর্ট করেন।আপনার প্রতিটা পেইন্টিং আমার কাছে অনেক সুন্দর লাগে।আপনি পেইন্টিং আর্ট করার প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ।

 last year (edited)

দারুণ একটি পেইন্টিং করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে আপনার পেইন্টিংটি।পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

সুইচ বোর্ডের পাশে পেইন্টিং নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি অনেক সুন্দর ও চমৎকার ভাবে পেইন্টিং করেন। আপনার করা ফুলের পেইন্টিং দেখে মুগ্ধ হলাম। ধাপগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

 last year 

ধন্যবাদ।

 last year 

বাহ্ চমৎকার পেইন্টিং করছেন আপনি। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। সুইচ বোর্ডের পাশে অসাধারণ একটা পেইন্টিং করছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনাকেও ধন্যবাদ।

 last year 

আপনার আর্ট স্কিল সত্যি প্রশংসনীয়। যতো দেখছি ততই ভালো লাগছে। এরকম একটি পেইন্টিং শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ।

 last year 

আপু অসাধারণ আর্ট করতে পারেন। দেয়ালে এত সুন্দর আর্ট করতে সবাই পারে না। নিখুঁতভাবে আর্ট করতে পারেন। সত্যিই অসাধারণ।

 last year 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57975.44
ETH 2289.64
USDT 1.00
SBD 2.46