ফুল নেই তার নাম পাতাবাহার এর পাতার সৌন্দর্য

in Incredible Indialast year (edited)
IMG_20230805_164743.jpg

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।

আল্লাহর কাছে এই প্রার্থনা করি যাতে আপনারা সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

IMG_20230805_164640.jpg

প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পাতাবাহার উদ্ভিদ নিয়ে। যার নানা রঙ বেরঙের পাতা তাইতো এ গাছের নাম পাতাবাহার। ফুল গাছ ছাড়াও সৌন্দর্য বৃদ্ধির জন্য বাড়ির আঙ্গিনায় এই গাছ রোপণ করা যায় । সাধারণত এই গাছের কোনো ফুল নেই এই গাছের পাতাগুলো দেখতে ফুলের মত নানা রঙের নানা ধরনের পাতা। তবে কিছু কিছু গাছে ফুল হয়ে থাকে। দেখলে যে কেউ এর সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। তাইতো এর নাম পাতাবাহার।

IMG_20230805_164755.jpg
IMG_20230805_164738.jpg

পাতাবাহার গাছ একটি উষ্মমন্ডলীয় অঞ্চলের ইউফরবিয়াসি পরিাবরের সুপুষ্পক একটি গুল্ম। সাধারনত দক্ষিন-পূর্ব এশিয়াতে এর জন্ম। সেখান থেকে মানুষের যত্ন ও চেষ্টায় এ গাছ বর্তমানে মানুষেমানুষের বাড়িতে শোভাবর্ধক হিসাবে ব্যবহারিত হয়। এটি একটি বহু শাখা বিশিষ্ট চিরহরিৎ গুল্ম গাছ। এর পাতা রঙ বিভিন্ন রকমের হয় এবং গাছটি বেশি বড় হয় না। এই পাতাবাহার গাছটি জাতভেদে ১.৫ থেকে ২.৫ মিটার বা তারও বেশি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এটি একটি বহু শাখা বিশিষ্ট গুল্ম।

IMG_20230805_164828.jpg
IMG_20230805_164755.jpg
IMG_20230805_164738.jpg

পাতাবাহার একটি বায়ু শোধনকারী গাছ। এই গাছের জন্য আলাদা বা খুব বেশি যত্ন নেওয়া লাগে না। একটুখানি যত্নেই অপূর্ব সুন্দর একটি গাছ। এই গাছ অনেক বছর পর্যন্ত বাঁচতে পারে। একি গাছে বিভিন্ন রঙের পাতা হয়৷ সারা বিশ্বে অসংখ্য জাতের পাতাবাহার গাছ রয়েছে তার মধ্যে তিন/চারশ প্রজাতির গাছ শোভাবর্ধক হিসাবে ব্যবহার হয়।

IMG_20230805_183207_686.jpg
IMG_20230805_164834.jpg

এই গাছ বায়ুশোধনকারী গাছ হওয়ায় ঘরের বিষাক্ত গ্যাস সহজেই শোধন করে নিতে পারে। এই গাছের চারা তৈরি করা অনেক সহজ পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমান ডাল কেটে মাটিতে পুঁতে দিলে আর একটু জৈব সার দিলেই সহজে এই গাছ বেড়ে উঠে। এর জন্য রাসায়নিক সার ব্যবহার করার কোনে প্রয়োজন নেই। খুব বেশি পানিও দেওয়া লাগে না। তবে যদি বাসার ভেতরে টবে এ গাছ লাগানো হয় তবে নিয়মিত অল্প পরিমানে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে টবে পানি জমে না যায়। এবং মাটি একেবারে শুকিয়ে না যায়।

IMG_20230805_164707.jpg
IMG_20230805_164650.jpg

এই পাতার সৌন্দর্য অতুলনীয় যে কারোরই মন ভুলিয়ে দিবে। তবে একটা দুঃখের বিষয় এই পাতাবাহার গাছের মধে কিছু জাত আছে যা বিষাক্ত। এই বিষাক্ত গাছের সংস্পর্শে গেলে হাত পায়ের চামড়া জ্বালা পড়া করে শিশুরা এই গাছের নাগালে গেলে বমিভাব কিংবা পেটব্যথা পর্যন্ত হতে পারে। অনেক জাতের পাতাবাহার গাছ আছে যার পাতা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

IMG_20230805_164626.jpg

আজ এ পর্যন্ত বন্ধুরা। আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন নিজের যত্ন নিবেন।

আল্লাহ হাফেজ

Divice name:vivo Y21
Camera:13 Megapixel
Shot by:shasan705
Location :Bangladesh 🇧🇩
Sort:  
Loading...

This post has been upvoted through Steemcurator09.

Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @yousafharoonkhan

 last year 

Thank you for supporting me

 last year 

পাতাবাহার দেখতে অনেক সুন্দর লাগে যদি রাস্তার দুই পাশে থাকে তাহলে ওই রাস্তাতে হেঁটে যাইতে একটা অন্যরকম ফিলিংস আসে।

এই গাছ আমাদের অঞ্চলে অনেক বেশি অনেক কবর স্থানেও এই গাছ রাখা হয়।

আপনি বলেছেন এই গাছের কোন ফুল হয় না এটা একদম সত্য কথা কিন্তু গাছগুলো দেখতে অনেকটা ফুলের মত লাগে সেজন্য এই গাছ দেখতে অনেক সুন্দর লাগে।

আপনার পোস্টটি থেকে আমি আরো অনেক কিছু জানতে পারলাম আমি গাছটা চিনি কিন্তু এত কিছু জানতাম না এই গাছ সম্পর্কে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ পাতাবাহার গাছ সম্পর্কে এতো বিস্তারিত শেয়ার করার জন্য

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য।

বাহ! আপনার পোষ্ট দেখে আগেকার দিনের কথা মনে পড়ল।আমার এলাকায় অনেক বাড়ির রাস্তার দুই পাশে এই পাতাবাহার গাছ দেখা যেত।কিন্তু আজকাল আর এসব দেখা যায় না বললেই চলে।অথচ এই পাতা বাহার পূর্বের মতই সুন্দর লাগছে।

 last year 

ধন্যবাদ ভাই আমার পোস্ট পড়ার জন্য। আপনার শৈশবের সৃতি মনে করিয়ে দিতে পেরে আমিও ধন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65317.17
ETH 2646.03
USDT 1.00
SBD 2.86