লাল গোলাপ কলি আর্ট পদ্ধতি 🥰

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো টসটসে লাল গোলাপ আর্ট পদ্ধতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG_20241030_195105.jpg

গোলাপ ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুসকিল হয়ে যাবে। ভালোবাসার প্রতিক এই গোলাপ।গোলাপ ফুল দিয়ে আমরা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি।আমরা মেয়েরা প্রিয়জনের কাছ থেকে উপহার গোলাপ চুলের খোপায় দিতে খুব ভালোবাসি।অনেক দিন থেকে আর্ট করা হয় না আজ ভাবলাম একটি ছোট আর্ট করি। যে ভাবনা সেই কাজ।বসে পড়লাম খাতা কলম নিয়ে। আর্ট করলাম সুন্দর লাল গোলাপটি।

তো চলুন দেখা আর্ট পদ্ধতি।

IMG_20241028_152312.png

খাতা
জল রং
পেন্সিল

IMG_20241030_182939.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি সাদা খাতায় গোলাপের মাঝের অংশটি আর্ট করে নিয়েছি।

IMG_20241030_182628.jpg

IMG_20241030_184631.jpg

দ্বিতীয় ধাপ

এখন পুরা ফুলের কলিটি বানিয়ে নিয়েছি।

IMG_20241030_184948.jpg

তৃতীয় ধাপ

এখন ফুলের বোটা আর্ট করে নিয়েছি ও ডাল আর্ট করেছি।আপনারা লক্ষ করলে দেখতে পারবে ডালের সাথে গোলাপের কাঁটা আর্ট করে নিয়েছি।

IMG_20241030_185221.jpg

IMG_20241030_185538.jpg

IMG_20241030_185522.jpg

চতুর্থ ধাপ

এখন গোলাপের পাতা আর্ট করে নিয়েছি।

IMG_20241030_190048.jpg

IMG_20241030_190106.jpg

IMG_20241030_190126.jpg

পঞ্চম ধাপ

এখন গোলাপের কলিটি লাল টুকটুকে করে নিয়েছি লাল কালারের জল রং দিয়ে। প্রথমে গোলাপ কলির নিচের অংশটি লাল কালার করে নিয়েছি।

IMG_20241030_190827.jpg

IMG_20241030_190847.jpg

ষষ্ঠ ধাপ

এখন উপরের অংশ কালার করেছি।উপরের অংশ কালার করার পর পুরা সম্পূর্ণ করার পর গোলাপ কলিটি পুরাপুরি ভাবে সম্পূর্ণ হয়েছে।

IMG_20241030_192008.jpg

IMG_20241030_192032.jpg

সপ্তম ধাপ

এখন সবুজ কালার জল রং দিয়ে গোলাপ কলির বোটা ও ডাল পেইন্টিং করে নিয়েছি।

PhotoCollage_1730295191986.jpg

অষ্টম ধাপ

এখন পাতা সবুজ কালার করে নিয়েছি।

PhotoCollage_1730295395947.jpg

এখন #

[নবম ধাপ(/)

পাতা পেইন্টিং করার মাধ্যমে গোলাপ ফুলের কলিটি সম্পূর্ণ হয়ে গেছে।খুব সুন্দর টসটসে লাল কালারের গোলাপের কলিটি। এরকম গোলাপ কলি ফুলের দোকানে পাওয়া যায়।

IMG_20241030_195043.jpg

ফাইনাল লুক

IMG_20241030_195105.jpg

IMG_20241030_195043.jpg

IMG_20241030_200033.jpg
এই ছিলো আমার আজকের চমৎকার সুন্দর লাল টসটসে গোলাপ ফুল আর্ট পদ্ধতি। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীআর্ট
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20241026_222334.jpg

IMG_20241028_171655.png

Sort:  
 2 months ago 

দারুন একটি গোলাপ ফুলের আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর করে গোলাপ ফুলটি আর্ট করেছেন। ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য করে আপনার পাশে থাকতে পেরেছি জেনে ভালো লাগলো। শুকরিয়া আপু।

 2 months ago 

লাল রংয়ের গোলাপ ফুলের কলি চমৎকার হয়েছে। আর অসাধারণ ভাবে গোলাপ ফুলের কলি আর্ট করেছেন। অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপু আপনি গোলাপ ফুলের কলির খুব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। লাল কালার করাতে দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। গোলাপ ফুল আমরা সবাই পছন্দ করি। আপনি খুব সুন্দর ভাবে আর্টের ধাপগুলো তুলে ধরেছেন। এ ধরনের ছোট ছোট আর্ট গুলো করতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন লাল কালার করার জন্য সুন্দর লাগছে দেখতে গোলাপ কলিটি।

 2 months ago 

জলরঙ দিয়ে চমৎকার লাল গোলাপ ফুলের কলি অংকন করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। এত সুন্দরভাবে লাল গোলাপ ফুলের কলি অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

এটা সত্যি বলেছেন দিদি, গোলাপ ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ গোলাপ হলো ভালোবাসার প্রতীক। গোলাপ ফুলের কলি অনেক সুন্দর ভাবে অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাল রঙের গোলাপের প্রতি সবাই আকৃষ্ট হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 months ago 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

বাহ আপু আপনি দেখতেছি জল রং এবং পেন্সিল দিয়ে খুব সুন্দর লাল গোলাপ কলির আর্ট করেছেন। চমৎকার ফুল এবং পাতা আর্ট দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছে বাস্তবে একটি ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর করে লাল গোলাপ ফুলের কলির আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর ভাবে লাল গোলাপের কলি আট করেছেন। আর প্রতিটি ধাপে ছবি সহ সুন্দর করে বর্ণনা করেছেন যা পড়ে আপনার ডাই পোস্ট সম্পর্কে সুন্দর ধারণা পেলাম।

 2 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95472.56
ETH 3354.78
USDT 1.00
SBD 3.13