The diary game - 02 November 2021

in Steem Bangladesh3 years ago


আমার ডায়েরি
০২-১১-২১

আসসালামু আলাইকুম ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আমার ডায়েরি লেখা শুরু করছি।



IMG_20211030_092141~2.jpg

শুভ সকাল

সকাল

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আরো একটি সুন্দর সকাল দিয়েছে আমি সকাল সাতটা বিশ মিনিটের সময় ঘুম থেকে উঠে ছিলাম তারপর ব্রাশটা হাতে নিয়ে আমি বাসার বাইরে চলে আসি এবং কিছু সময় হাঁটা হাটি করি তারপর আমি বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসে চলে আসি। আজ ও অফিসে কোনও কাজ নাই তাই একটু লেট করে নাস্তা করতে বাসায় আসি। বাসায় এসে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে আবারও অফিসে চলে আসি। সবার সাথে বসে গল্প করতে অনেক সময় পার করে বাসায় চলে আসি।



দুপুর

অফিসের কাজ শেষে বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করি তারপর কখন যে ঘুমিয়ে যায় জানি না ঘুম থেকে উঠে গোসল করে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ও অফিসে চলে আসি। অফিসে এসে রেলওয়ে নিরাপত্তা চার্জ বহি লিখলাম তারপর সেটা জমা দিলাম। তারপর আমার এক কলিগ সৈয়দপুর থেকে ফোন দিলো সে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে পার্বতীপুরে আসবে। আমি তাকে এসে ফোন দিতে বললাম।



বিকেল

বিকেলবেলা অফিস থেকে শহিদুল ভাইয়ের সাথে একবারে বাজারে চলে আসলাম। বাজারে আসার পরে ভাইয়ের সাথে একটু চা খেলাম।

IMG_20211101_153951~2.jpg

চা খাওয়া শেষ করে বাজারে একটু ঘোরাঘুরি করলাম। তারপর একটি জুতার দোকানে গিয়ে অফিসে যাওয়া আসার জন্য ভালো জুতা দেখলাম। হঠাৎ করে আমার কলিগ ফোন দিলো তারপর আমি স্টেশনে চলে গেলাম সে আমার জন্য অপেক্ষা করছে। দুজনে মিলে অনেক সময় আড্ডা দিলাম। তারপর চলে আসলাম মুড়ি মাখা খাওয়ার জন্য। মুড়ি মাখা লোকটাকে বললাম ভালো করে মসলা দিয়ে যেনো মুড়িটা মাখিয়ে দেয়। মুড়ি মাখা খাওয়ার পরে আমরা একটু ঠান্ডা খেলাম। তারপর স্টেশনে বসে একতা এক্সপ্রেস ট্রেনের অপেক্ষা করতে লাগলাম।



সন্ধ্যা

স্টেশনে বসে দুজনে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তারপরও আমাদের গল্প শেষ হচ্ছে না এর মাঝে স্টেশন মাস্টার এর কাছে গিয়ে ট্রেনের খবর নিয়ে আসলাম। তিনি বলল একটু লেট হবে আমরা অপেক্ষা করতে লাগলাম। একতা এক্সপ্রেস ট্রেনে আমার কলিগ এর এক আন্টি আসবে তাকে সৈয়দপুর নিয়ে যাওয়ার জন্য আমার কলিগ আসছে।ট্রেন আসার ফাকে আমরা আবার ও নাস্তা করে আসলাম। আবার একটা ঠান্ডা খেলাম দুজনে।

IMG_20211029_210307~2.jpg

এই লিচু ফ্লেভারের ঠান্ডা খেতে অনেক মজা লাগে তাই আমরা আবার ও ট্রাই করলাম। খাওয়া শেষ করে আমরা স্টেশনে ২ নং প্লাটফর্ম বসে থাকলাম। হঠাৎ করে স্টেশনে মাইকিং করলো আর অল্প সময়ের মধ্যে একতা এক্সপ্রেস ট্রেনটি ২ নং প্লাটফর্ম এ এসে দাঁড়াবে আর অল্প সময়ের মধ্যে ট্রেন চলে আসল। আন্টিকে খুঁজে বের করলাম তারপর একটি অটো ঠিক করে দিলাম এবং তারা সৈয়দপুরের উদ্দেশ্য রওনা দিলো।



রাত

ওদের কে অটো তে উঠিয়ে দিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম আসার সময় আব্বু সাথে রাস্তায় দেখা আমাকে বাজারের কিছু জিনিস দিয়ে দিলো সেগুলো নিয়ে আমি একটি ভ্যানে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে আমার রুমে একটু রেস্ট করতে লাগলাম তারপর আম্মুর ডাকে আমি রাতের খাবার খেয়ে আমার রুমে এসে ঘুমিয়ে গেলাম।



এইছিল আমার সারাদিনের ডায়েরি
ধন্যবাদ সবাইকে।
আশা করি আপনাদের ও দিন গুলো ভালো কেটেছে।



Sort:  

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54