THE DIARY GAME 《BETTER LIFE》What activities did i do today?
আজ ১২ জুন ২০২১
@shakilsheikh256 From Bangladesh
"THE DIARY GAME"
প্রতিদিনের মত আমি আজ আবারও আমার দিনলীপি নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক...
⏰First Morning⏰
এলার্ম শুনে 4:30 এ ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অজু করে মসজিদে চলে যায় ফজরের নামাজ পড়তে এবং জামাতে নামাজ আদায় করি। এরপর বাড়ি এসে একটু বিশ্রাম নেই।
⏰Morning⏰
বিশ্রাম নেওয়ার পর যখন ঘুম থেকে উঠি তখন দেখি সকাল 9 টা বাজে। ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে সকালের খাবার খায় এবং খাবার খেয়ে কবুতর গুলোকে খাবার খাওয়াতে যায়। তারপর মাঠে গরুর জন্য ঘাস কাটতে।
⏰NOON⏰
ঘাস কেটে মাঠ থেকে বাড়ি আসি ১১ টার সময়। বাড়ি এসে গোসল করে কিছুক্ষণ টিভি দেখি এবং যখন জোহরের আযানের সময় হয় তখন মসজিদে চলে যায় আজান দিতে। এবং জামাতে নামাজ আদায় করি। তারপর বাড়ি চলে আসি।
⏰AFTERNOON⏰
বাড়ি এসে দুপুরের খাবার খেয়ে মোবাইলে অনলাইনে কিছু কাজ করি এবং টিভি দেখি আসরের আজান পর্যন্ত।
আজান হওয়া মাত্রই আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যায় এবং জামাতে নামাজ আদায় করি এবং নামাজে ইমামতি করি আমি নিজেই।
⏰EVENING⏰
নামাজ শেষে বাড়ি এসে আবার চলে গেলাম কবুতর গুলোতে খাবার দিতে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং কবুতরগুলোকে ভালোভাবে দেখলাম। এরপর কবুতরের ঘর বানানোর কাজ শুরু করলাম।
কবুতরের জন্য নতুন ঘর বানানোর কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে.....
⏰Last-EVENING⏰
যখন মাগরিবের আজান শুনতে পেলাম তখন মোবাইল চার্জে রেখে চলে গেলাম মাগরিবের নামাজ পড়তে এবং নামাজ পড়ে বাড়ি এসে পড়তে বসে গেলাম। ততক্ষণ পর্যন্ত পড়লাম যতক্ষণ না পর্যন্ত এশার আযান শুনলাম।
এশার আযান শোনা মাত্রই পড়ালেখা বন্ধ করে দিয়ে অজু করে মসজিদের দিকে রওনা হলাম নামাজ পড়ার উদ্দেশ্যে।
⏰NIGHT⏰
এশার নামাজ পড়ে এসে রাতের খাবার খেয়ে আবার পড়তে বসলাম এবং দশটা পর্যন্ত পড়ালেখা করে ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলাম এবং ঘুমিয়ে পড়লাম 🛌।
এটাই ছিল আজকের দিনলিপি।
Great dairy game