ড্রাগন ফলের উৎপাদন কলাকৌশল -পর্ব পাঁচ-৫

in #dragonlast year

আবহাওয়া ও জলবায়ু

d1.jpg

অন্যান্য ক্যাকটাস প্রজাতির ন্যায় ড্রাগন ফলের উৎপত্তি মরু অঞ্চলে নয়, এটি পর্যাপ্ত বৃষ্টিপাত সমৃদ্ধ মধ্য ও দক্ষিণ আমেরিকার ফল। তাই স্বাভাবিক বৃদ্ধির জন্য বাৎসরিক ৫০০-১৫০০ মিলি মিটার বৃষ্টিপাত প্রয়োজন। তবে অতিবৃষ্টির জন্য ফুল ঝরা ও ফলের পচন দেখা দিতে পারে। বৃদ্ধিপাত কারণে গাছের গোড়ায় জলাবদ্ধতা দেখা দিলে শিকড় ও গোড়া পচা রোগ দেখা দেয়। ড্রাগন ফল প্রচুর আলো পছন্দ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০০ মিটার উচ্চতাও ড্রাগন ফল চাষ করা যায়। তবে ড্রাগন ফল উষ্ণ ও আর্দ্র জলবায়ু ভালো হয়। এ ফল ২৫° থেকে ৩৫°সে. তাপমাত্রা ও ১০০০ থেকে ২০০০ মি.মি. সুবিন্যস্ত বার্ষিক বৃষ্টিপাত ভালো হয় ।

d2.jpg

মাটি

d3.jpg

বেলে থেকে এঁটেল প্রায় সব ধরনের মাটিতেই ড্রাগন ফল চাষ করা গেলেও

সুনিষ্কাশিত গভীর উচ্চে জৈব পদার্থ সমৃদ্ধ দো-আঁশ থেকে বেলে দো-আঁশ মাটিতে

গাছের বৃদ্ধি ও বিকাশ ভাল হয়। ড্রাগন ফল গাছ মোটেও জলাবদ্ধতা সহ্য করতে

পারে না বিধায় পানি জমে না এমন উঁচু জমিতে এ ফলটি চাষ করা উচিৎ। ড্রাগন

ফলের জন্য আদর্শ অম্ল-ক্ষারত্ব (pH) হচ্ছে ৫.৫-৬.৫। অর্থাৎ কিছুটা অম্লীয়

মাটিতে ভাল হয়। উঁচু পার্বত্য অঞ্চলেও ড্রাগন ফল চাষ করা যায়।

d4.jpg

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65551.56
ETH 2659.92
USDT 1.00
SBD 2.89