আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১৬ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry4 months ago
আসসালামুআলাইকুম

S11.jpg

|

ভুল বুঝতে যদি—
কয়েক বছর পার হয়ে যায়,
যায় যাক, জীবন যেনো
পৌঁছায় সঠিক ঠিকানায়।

ভুল করে ভাল-লাগা টা
ভালবাসার যদি খোঁজ পায়,
যায় যাক, সঠিক মানুষ
দেরি হলেও, এসে যেনো যায়।

মনমরা মনটা তোমার
আজ যদি বাঁচতে চায়,
পিছটান ছিঁড়ে আরও একবার
প্রিয়'র হাতটা ধরো আরও একবার।

|
|-শুভবিকেল 🦋|

S12.jpg

|

তুমি ছলোছলো একটি লিরিক
তুমি পুরনো দিনের প্রিয় গান
তুমি জীবনের যোগ্য শিরোনাম।

তুমি নির্জন স্বপ্নের বাড়ি
স্নিগ্ধ জলাশয়—
তুমি চাঁদের বিস্ময় আলো
তোমার জন্য আমার জগৎ আলোময়।

তোমাকে বলেছি নদী
বলেছি হ্রদ, স্বচ্ছ সরোবর
তুমি আমার চিরদুঃখ, চিরসুখের ঠিকানা
কিন্তু তুমি মূলত অজানা।
|
|-শুভবিকেল 🦋|

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61620.03
ETH 3394.18
USDT 1.00
SBD 2.50